নূরনগরের বার্তা

নূরনগরের বার্তা ✒️ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদা যথাসাধ্য চেষ্টা করি ✒️

জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যতটা বেশি, তার জীবনে কষ্টের পরিমাণ টাও ততটা বেশি...
16/10/2025

জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যতটা বেশি, তার জীবনে কষ্টের পরিমাণ টাও ততটা বেশি।

সবচেয়ে কাছের বলতে আমি সৃষ্টি'ক'র্তা'কেই বুঝি। যাকে সুখে দুঃ'খে সবসময় কাছে পাওয়া যায়!আলহামদুলিল্লাহ।
15/10/2025

সবচেয়ে কাছের বলতে আমি সৃষ্টি'ক'র্তা'কেই বুঝি। যাকে সুখে দুঃ'খে সবসময় কাছে পাওয়া যায়!

আলহামদুলিল্লাহ।

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে, যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ..!
14/10/2025

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে, যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ..!

14/10/2025
14/10/2025
14/10/2025
নবীনগর নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।​ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নে...
05/10/2025

নবীনগর নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
​নিহতরা হলো নোয়াগাঁও গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ছেলে মোঃ শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)।
​যেভাবে ঘটনাটি ঘটে
​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা দ্রুত পানিতে ঝাঁপ দেয়। দুর্ভাগ্যবশত, পানির স্রোতে তলিয়ে গিয়ে দু'জনেরই সলিল সমাধি ঘটে।
​পরে প্রতিবেশীরা দুই শিশুকেই পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, "এই বিষয়ে আমি এখনো অবগত নই, তবে পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

Address

Kazi Para, ‍Shibpur, Nabinagar, Brahmanbaria
Dhaka
3400

Telephone

+8801710247296

Website

https://dainikbusinessfile.com/

Alerts

Be the first to know and let us send you an email when নূরনগরের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নূরনগরের বার্তা:

Share