
16/08/2025
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তিনি মুজিবের অবদান স্বীকার করলেও অ*ভিযোগ করেন, তার শাসনামলে বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল, গণবি*রোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং বাকশালের মাধ্যমে স্বৈ*রতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ মুজিব ও মু*ক্তিযু*দ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ভিন্নমত দমন, দু*র্নীতি ও ক্ষমতার একচেটিয়া দখল করেছে। তার মতে, ‘মুজিববাদ’ একটি ফ্যা*সিবাদী মতবাদ, যার অর্থ গু*ম, খু*ন, মানবাধিকার ল*ঙ্ঘন, লু*টপাট ও জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা।
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়; এটি জনগণের প্রজাতন্ত্র। তাই ফ্যা*সিবাদী মতবাদ মোকাবিলায় রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।