
01/05/2025
ইন্জিনিয়ার থেকে কিভাবে কৌতুক সম্রাট হলেন =
তার আসল নাম = রবিউল আলম
চলচ্চিত্রে অভিনয়ের নাম = রবিউল
পেশায় ছিলেন - টি এ্যান্ড টির ইন্জিনিয়ার
তার জন্ম - ১৯৩৯ সালের ভারতের মর্শিবাদের শালার গ্রামে।
১৯৪৭ সালে দেশ ভাগের সময় স্বপরিবারে তার বাবা পূর্ব-পাকিস্তানে ঢাকায় চলে আসেন। তারপর তিনি ঢাকাতেই বড় হওয়া ও পড়াশুনা করেছেন -
তারপর - ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত ফতেহ লোহানী পরিচালিত " আকাশ ও মাটি " ছবিটিতে প্রথম অভিনয় করেন।
তার সব চেয়ে বড় অভিনয় গুন ছিলো - ডাইলগ বলার সময় তার দুই কান এক সাথে নড়াতে পারতো - আর বিশেষ করে সারা পাকিস্তানে একটি কথা বলা হতো - যদি কারো শরীর পাতলা হতো - তাদের রবিউল বডি বলা হতো -
এই কিংবদন্তী অভিনেতা প্রায় ২০০ ছবি ছবিতে অভিনয় করেছেন -
উল্লেখযোগ্য ছবি গুলোর নাম উল্লেখ করা হইল =
১. আকাশ ও মাটি
২. তোমার আমার
৩. জোয়ার এলো
৪. নাচঘর
৫. নিমাই সন্যাসী
৬. অনেক দিনের চেনা
৭. রাজা সন্যাসী
৮. কান্চন মালা
৯. সাত ভাই চম্পা
১০. অরুন বরন কিরন মালা
১১. পরশ মনি
১২. আলোমতি
১৩. নীল আকাশের নীচে
১৪. পরদিন
১৫. কে তুমি
১৬. রাতের পর দিন
১৭. ডাক পিয়ন
১৮. দর্পচুর্ন
১৯. কাঁচ কাটা হীরা
২০. দ্যসুরানী
২১. বাঘা বাঙালী
এই কিংবদন্তী কৌতুক সম্রাট রবিউল ১৯৮৭ সালেরোজ মৃত্যু বরন করেন।