28/09/2024
আগামী ৭ দিনের বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘোষনা✅✊
১) চট্টগ্রামে একটি বিদ্যালয়ে শিক্ষিকা নিজে হাতে লাল সুতা খুলে ফেলার নির্দেশ প্রদান করাসহ সনাতনীদের হাতের লাল সুতা নিয়ে সোশিয়াল মিডিয়ায় বিরুপ মন্তব্যের প্রতিবাদে ২৮শে সেপ্টেম্বর শনিবার "হাতে লাল সুতা বেধে অনলাইনে পোস্ট ও ফেসবুক প্রোফাইল লাল করা'।
২) সংখ্যালঘু নির্যাতনগুলো মিডিয়া দেখেও না দেখার ভান করে প্রচার করতেছে না সোশ্যালমিডিয়ায় নির্যাতনের পোস্ট করলেই একটি শ্রেনী গুজব বলে চালিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে ২৯শে সেপ্টেম্বর রবিবার " চোখে কালো কাপড় বেধে হাতে সংখ্যালঘু নির্যাতন বিষয়ক ছবি অথবা লেখা ধরে ছবি তুলে সোশ্যালমিডিয়ায় পোস্ট করা।
৩) চলমান আন্দোলনের ৮ দফা দাবি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে ও সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরে ৩০শে সেপ্টেম্বর সোমবার "শর্ট ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ"।
৪) ৮ দফা দাবির প্রচারে দেশব্যাপী প্রতিটি জেলা-উপজেলায় মন্দিরে, গ্রামেগঞ্জে, পাড়া মহল্লায় ১লা অক্টোবর মঙ্গলবার "লিফলেট বিতরণ"।
৫) আগামী ৪ই অক্টোবর ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত সমাবেশ সফল করতে দেশব্যাপী ২রা অক্টোবর বুধবার "গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা"।
৬) ৪ই অক্টোবর সমাবেশ সফল করতে ৩রা অক্টোবর বৃহস্পতিবার "অনলাইন-অফলাইনে প্রচার প্রচারনা"।
৭) ঢাকা জাতীয় শহীদ মিনারে ৪ই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত সমাবেশে একাত্মতা পোষন করে অংশগ্রহণ।