MB Story

MB Story সত্য কথার ভাত নাই!

25/11/2024

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ আটক

এখন থেকে স্যার ডাকবা
22/11/2024

এখন থেকে স্যার ডাকবা

মহালয়ার মাত্র কয়েক ঘন্টা আগে দুর্গা প্রতিমা ভাঙচুর!! 1-10-2024ঘটনাস্থলঃ রংপুর সদর লাহিড়ীরহাট ছুতার পাড়া।
02/10/2024

মহালয়ার মাত্র কয়েক ঘন্টা আগে দুর্গা প্রতিমা ভাঙচুর!!
1-10-2024

ঘটনাস্থলঃ রংপুর সদর লাহিড়ীরহাট ছুতার পাড়া।

28/09/2024

আগামী ৭ দিনের বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘোষনা✅✊

১) চট্টগ্রামে একটি বিদ্যালয়ে শিক্ষিকা নিজে হাতে লাল সুতা খুলে ফেলার নির্দেশ প্রদান করাসহ সনাতনীদের হাতের লাল সুতা নিয়ে সোশিয়াল মিডিয়ায় বিরুপ মন্তব্যের প্রতিবাদে ২৮শে সেপ্টেম্বর শনিবার "হাতে লাল সুতা বেধে অনলাইনে পোস্ট ও ফেসবুক প্রোফাইল লাল করা'।
২) সংখ্যালঘু নির্যাতনগুলো মিডিয়া দেখেও না দেখার ভান করে প্রচার করতেছে না সোশ্যালমিডিয়ায় নির্যাতনের পোস্ট করলেই একটি শ্রেনী গুজব বলে চালিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে ২৯শে সেপ্টেম্বর রবিবার " চোখে কালো কাপড় বেধে হাতে সংখ্যালঘু নির্যাতন বিষয়ক ছবি অথবা লেখা ধরে ছবি তুলে সোশ্যালমিডিয়ায় পোস্ট করা।
৩) চলমান আন্দোলনের ৮ দফা দাবি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে ও সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরে ৩০শে সেপ্টেম্বর সোমবার "শর্ট ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ"।
৪) ৮ দফা দাবির প্রচারে দেশব্যাপী প্রতিটি জেলা-উপজেলায় মন্দিরে, গ্রামেগঞ্জে, পাড়া মহল্লায় ১লা অক্টোবর মঙ্গলবার "লিফলেট বিতরণ"।
৫) আগামী ৪ই অক্টোবর ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত সমাবেশ সফল করতে দেশব্যাপী ২রা অক্টোবর বুধবার "গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা"।
৬) ৪ই অক্টোবর সমাবেশ সফল করতে ৩রা অক্টোবর বৃহস্পতিবার "অনলাইন-অফলাইনে প্রচার প্রচারনা"।
৭) ঢাকা জাতীয় শহীদ মিনারে ৪ই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত সমাবেশে একাত্মতা পোষন করে অংশগ্রহণ।

28/09/2024

শুভ জন্মদিন আপা
ফিরে আসো, কারেন্ট টা আবার ভিআইপি লাইনে চাই...

শারদীয় শুভেচ্ছা 😢দুর্গা পূজার আনন্দ ময়মনসিংহ জেলায় ও শুরু হয়ে গেছে। এবার ময়মনসিংহ জেলার, গৌরীপুর উপজেলায় শ্রীশ্রী গোবিন্...
26/09/2024

শারদীয় শুভেচ্ছা 😢

দুর্গা পূজার আনন্দ ময়মনসিংহ জেলায় ও শুরু হয়ে গেছে।
এবার ময়মনসিংহ জেলার, গৌরীপুর উপজেলায় শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দিরে প্রতিমা ভাংচুর।
এর শেষ কোথায়?


26/09/2024

উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠের এক পাশেই হবে দুর্গাপূজা।
কোন সাম্প্রদায়িক অপশক্তি থামাতে পারবে না মায়ের পূজো।

26/09/2024

বাংলাদেশে দুর্গা পূজা করা হচ্ছে লুকায় পরকীয়া করার মত, একটু পর পর শোনা লাগে “তাড়াতাড়ি শেষ কর, কেউ আইসা যাবে” 👀👄

25/09/2024

মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে প্রশ্ন;
আপনারা কি জোর করে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেয়াকে সমর্থন করেন? দুর্গা পূজার বিরোধিতা করা, হিন্দু মেয়েকে জোর করে হিজাব পরতে বাধ্য করা, এগুলো আপনার ধর্মের বিধান বলে মনে করেন?

যদি আপনার উত্তর "না" হয়ে থাকে তাহলে আপনার ধর্মের নাম ভাঙিয়ে যারা এগুলো করছে তাদেরকে কেন কিছু বলছেন না? এখানে কি আপনার ধর্মকে ছোট করা হচ্ছে না? এখানে ধর্মীয় আবেগ কেন কাজ করছে না?

©️উচ্ছ্বাস বসু

এবার কুমিল্লায় কালী মন্দিরে অ'গ্নি'কা'ণ্ডের ঘটনা ঘটেছে, মন্দিরের কমিটির সাথে কথা বলে জানা যায় ঘটনাটি ঘটে আজ ভোরবেলা ৷ কি...
20/09/2024

এবার কুমিল্লায় কালী মন্দিরে অ'গ্নি'কা'ণ্ডের ঘটনা ঘটেছে, মন্দিরের কমিটির সাথে কথা বলে জানা যায় ঘটনাটি ঘটে আজ ভোরবেলা ৷ কিন্তু ঘটনার সূত্রপাত কীভাবে ঘটেছে কেউ নিশ্চিত নয়...

স্থানঃ- সিদ্ধেশ্বরী কালী মন্দির,চকবাজার, কুমিল্লা।।
তারিখঃ- ২০-০৯-২০২৪ইং

ঢাকার রাস্তা গাড়ি চলার জন্য নির্ধারিত। শুক্রবার যদি সেটা ধর্মচর্চার স্থান হতে পারে,  ৫ দিনের জন্যও একটা খেলার মাঠ পূজা উ...
19/09/2024

ঢাকার রাস্তা গাড়ি চলার জন্য নির্ধারিত। শুক্রবার যদি সেটা ধর্মচর্চার স্থান হতে পারে,
৫ দিনের জন্যও একটা খেলার মাঠ পূজা উদযাপনের স্থান অবশ্যই এবং অবশ্যই হবে।।
প্রিয় এলাকাবাসী, এই পোস্টার উঠিয়ে নতুন পোস্টার না টাঙ্গিয়ে শুধুমাত্র অপেক্ষা করাটা বোকামী ছাড়া আর কিছুই হতে পারে না।

Address

Dhaka

Telephone

+8809696288901

Website

Alerts

Be the first to know and let us send you an email when MB Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MB Story:

Share

Category