আলোর পথ "ইসলাম"

আলোর পথ "ইসলাম" ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য।

অতএব  ধৈর্য ধরুন!
19/09/2025

অতএব ধৈর্য ধরুন!

‘উমরাহ সফরের গল্প’ বইটি আমার খুব স্বপ্নের একটা কাজ ছিল। যে সফর ছিল আদ্যোপান্ত স্বপ্নময়, সেই সফরকে ঘিরে লেখা বইটিও স্বপ্ন...
19/09/2025

‘উমরাহ সফরের গল্প’ বইটি আমার খুব স্বপ্নের একটা কাজ ছিল। যে সফর ছিল আদ্যোপান্ত স্বপ্নময়, সেই সফরকে ঘিরে লেখা বইটিও স্বপ্ন-মোড়ানো হবে সেটাই স্বাভাবিক।

এই বইটি নিছক কোনো সফরনামা ধরণের বই নয়৷ বইটিকে বলা যেতে পারে একটুকরো সীরাহ—যেখানে পাঠক কল্পনার ডানায় ভর করে চলে যাবে সাড়ে চৌদ্দ’শ বছরের সুদূর অতীতে।

বইটি নিয়ে কয়েকজন পাঠকের মন্তব্য:

হালিমাতুস সাদিয়া নামের একজন আপু লিখেছেন,

‘অসম্ভব সুন্দর একটা বই। যেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। বইটা পড়ার সময় মনে হয়েছে যেন মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে আসত। কখনও রওজা আর নবীর মসজিদের সেই সুন্দর অনুভূতির গল্পগুলো পড়ে হৃদয়ে আনন্দের জোয়ার বয়ে যেত। কী যে ভালো লাগত পড়তে! এ পর্যন্ত দু’বার পড়েছি। আরও পড়তে ইচ্ছে করে, কেননা পড়ার সময় কল্পনায় সেই মদিনায় চলে যাই। মনে হয় যেন কল্পনাটা তখন বাস্তবে রূপ নেয়।

তাই আমার সাজেস্ট থাকবে—যারা বইটা পড়েননি, দ্রুত সংগ্রহ করে পড়ে নিন। আশা করি, আমার মতো সবারই ভালো লাগবে।

মিশকাতুল আযিয মাহিমা নামের একজন পাঠিকা বলেছেন,

‘উমরাহতে যাওয়ার কয়েকদিন আগেই একজনের পরামর্শে বইটি পড়েছিলাম। যখন পড়ছিলাম, লেখক ঘটনাগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, একটার পর একটা ইতিহাস জানতে জানতে মনে হচ্ছিল আমি যেন সাক্ষাৎ সেই ঘটনারই একটা অংশ। কী সুন্দর! আমার চোখে সবকিছু ফুটে উঠছিল, জীবন্ত মনে হচ্ছিল যেন কিছুদিন আগেই ঘটে যাওয়া বাস্তব ঘটনা।

তারপর, যখন উমরাহ সফর শুরু হলো—বইটি পড়ার কারণে আমার সফরটি আরও সুন্দর ও সহজ হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।

তাওহিদুল ইসলাম জিহাদ নামের একজন ভাই বলেছেন,

‘উমরাহ সফরের গল্প’ বইটা যতবারই খুলে পড়ি ততবারই কান্নায় ভেসে যাই। আমার ছোট ছোট মাদ্রাসার স্টুডেন্টেরা আমাকে দেখে প্রশ্ন করে, “হুজুর, কি হয়েছে আপনার?” আমি বলি, বাবা, আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই—এমন একজন লেখকের লেখা বই পড়ার সুযোগ পেয়েছি বলে।

আপনার এই বইটি পড়ে আমার হৃদয়ে নবীর দেশ, আল্লাহর ঘর দেখবার আকাঙ্ক্ষা এতদূর বেড়ে গেছে যে ভাষায় প্রকাশ করা কঠিন। ছোট থেকেই স্বপ্ন ছিল—আল্লাহর ঘর নিজের চোখে দেখব, নবীর রওজায় দাঁড়িয়ে সালাম জানাব। আপনার বইটা সেই চাহিদাকে আরও জ্বালায়। জানিনা আল্লাহ কখন কবুল করবেন, কিন্তু দোয়া করবেন ভাই—আল্লাহ যেন আমাকে সামর্থ্য দান করেন এবং সর্বপ্রথমই নবীর দেশে যেতে পারি।

Candle's Doll নামের আইডি থেকে একজন লিখেছেন,

‘বইটা তিনবার পড়ার চেষ্টা করলাম! তিনবারই বইটা ছুঁলেই কান্না আসে! কেঁদে ফেলি! পড়তে পারিনা!’

Mst Raseda নামের একজন পাঠিকা লিখেছেন,

‘আমি যখন বইটি হাতে পাই, তখন মনে হয়েছিল—আমি যেন “উমরাহ সফরের গল্প” বই হাতে পাইনি, বরং উমরাহ যাওয়ার টিকিটই হাতে পেয়ে গেছি। এতো ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে, বই পড়তে পড়তে চোখে শ্রাবণের ধারা বয়ে গেছে।

মদীনা যাওয়ার ইচ্ছা হাজার গুণ বেড়ে গেছে। এত আবেগমিশ্রিত গল্প আমি আগে কখনো পড়িনি।’
©আরিফ আজাদ ভাইয়ের ওয়াল থেকে

আমিন
19/09/2025

আমিন

বিলাসিতা 🌻
18/09/2025

বিলাসিতা 🌻

মানুষ ©
18/09/2025

মানুষ
©

সমীকরণ ভেংগে বাংলাদেশ কোয়ালিফাইড।অভিনন্দন বাংলাদেশ
18/09/2025

সমীকরণ ভেংগে বাংলাদেশ কোয়ালিফাইড।
অভিনন্দন বাংলাদেশ


17/09/2025

গুনাহের পরিমাণ কমিয়ে ফেলো। কারণ, আল্লাহর সাথে কম গুনাহ নিয়ে সাক্ষাতের চেয়ে উত্তম সাক্ষাৎ নেই।

— উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা
[আয-যুহদ লি ওয়াকী, ২/৫৩৫]

17/09/2025

মানুষের গুনাহ বেশি হয়ে গেলে রবের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আর রবের সাথে যার দূরত্ব সৃষ্টি হয়, সৃষ্টিজীবের চোখেও সে ধীরে ধীরে হীন ও অপদস্থ হতে শুরু করে।

সে তখন পদে পদে অপদস্থ হতে থাকে, সব জায়গায় হারতে শুরু করে। সে এর কারণ খুঁজতে থাকে। সে ভাবে, হয়তো বাহ্যিক কোনো কারণে তার এমন হচ্ছে, কিন্তু না, ওপরওয়ালার সাথেই তো তার সম্পর্ক ভালো নয়, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে কী করে!
- তানযীল আরেফীন আদনান

17/09/2025

শাইখ ইবনু বাজ رحمه الله বলেন:

❝মাতা-পিতার প্রতি সদয় আচরণ দুশ্চিন্তা দূর করার এবং যাবতীয় কাজ-কর্ম সহজ করার অন্যতম কারণ।❞

[নূর আলা আল-দার্ব (২/১২২)]

17/09/2025

কিয়ামতের দিন যখন নেক আমলের প্রকৃত মূল্য প্রকাশ করার জন্য পর্দা সরিয়ে দেওয়া হবে, তখন মানুষজন আল্লাহর যিকিরের চেয়ে উত্তম প্রতিদানযুক্ত আর কোনো আমল দেখতে পাবে না। সেই সময় একদল লোক আফসোস করে বলবে:

"আমাদের জন্য যিকির করা কতই না সহজ ছিল, অথচ আমরা তা করিনি।"

— ইবনুল কাইয়্যিম (রহ.)
[আল-ওয়াবিলুস সাইয়্যিব, ১১]

16/09/2025

যে ব্যক্তি এমন কিছু প্রচার করে যেটার মাধ্যমে মানুষের উপকার হয়, তাহলে উপকৃত ব্যক্তি যতটুকু প্রতিদান পাবে, প্রচারকারী ব্যক্তিও অনুরূপ প্রতিদান পাবে।

- শায়খ আব্দুল আযিয ইবনে বায (রহি.)
[সূত্র: মাজমুউল ফতওয়া, ০৬/১৭৯]

Address

1740
Dhaka
1741

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ "ইসলাম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর পথ "ইসলাম":

Share