আলোর পথ "ইসলাম"

আলোর পথ "ইসলাম" ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য।

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো!সকল বিপদ আপদ থেকে রক্ষা করো! 🤲
22/07/2025

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো!
সকল বিপদ আপদ থেকে রক্ষা করো! 🤲

22/07/2025

ইয়া রব!
আমাকে সেই লোকদের হাত থেকে রক্ষা করুন, যারা আমার মুখের সামনে হাসে, কিন্তু পিছনে আমার নাম নষ্ট করে!❤️

22/07/2025

আজ রাষ্ট্রীয় শোক!!
🥲

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বা*র্ন) প্লা*স্টিক সা র্জা রি সা র্জ ন পাঠিয়েছেন ডা. শফিক।ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮...
22/07/2025

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বা*র্ন) প্লা*স্টিক সা র্জা রি সা র্জ ন পাঠিয়েছেন ডা. শফিক।
ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সেন্টার এবং ইসলামি ব্যাংক হাসপাতালের ৪ টি সেন্টারে ভু'ক্তভো'গী যেকোন ধরনের সেবা নিতে পারবেন ফ্রি অব চার্জ।

ভাল কাজকে ভাল না বলে থাকতে পারি না 💚

এতো ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এতো ওয়েল অর্গানাইজড। সেখানে একটা স্টুডেন্ট এর আইডিকার্ডে বাবা- মার ফোন নাম্বার, ব্লাড গ...
21/07/2025

এতো ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এতো ওয়েল অর্গানাইজড। সেখানে একটা স্টুডেন্ট এর আইডিকার্ডে বাবা- মার ফোন নাম্বার, ব্লাড গ্রুপ একটা সিংগেল তথ্য নেই!
ঠিক কি চিন্তা করে তাহলে আইডি কার্ডটা দেয়া হয়েছে ছোট ছোট বাচ্চাগুলোকে?
#জুলাই

21/07/2025

শরীরে চা'ম'ড়া নেই।
চোখের সামনে এমন মানুষ হাটতেছে কী ভয়ংকর দৃশ্য আল্লাহ!🤲

আমরা বাঙালি আমদের একটা ঐতিহ্য আছে। আমরা মানুষ হবো কবে?!!!🥲
21/07/2025

আমরা বাঙালি আমদের একটা ঐতিহ্য আছে।
আমরা মানুষ হবো কবে?!!!🥲

উত্তরায় দিয়া বাড়ির কাছে মাইলস্টোন কলেজের উপরে সামরিক বিমান বিধ্বস্ত।
21/07/2025

উত্তরায় দিয়া বাড়ির কাছে মাইলস্টোন কলেজের উপরে সামরিক বিমান বিধ্বস্ত।

বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় আহত আহত,এই বাচ্চাটাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢ...
21/07/2025

বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় আহত আহত,
এই বাচ্চাটাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন, তাহলে এই (01811-696033) নাম্বারে যোগাযোগ করুন।
(পোস্ট টা শেয়ার করে সহযোগিতা করুন)

21/07/2025

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?

পুড়ে মারা যাওয়া...

পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল পাঠাতে শুরু করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে ঝলসে গেছে বহু শিক্ষার্থী। এখন পর্যন্ত কতজন মারা গেছে, তা নিশ্চিত না।

আহতদের বাঁচাতে রক্ত লাগবে, সবাই দয়া করে এগিয়ে আসুন।

©Sabbir Ahmed

17/07/2025

সব রাজনৈতিক দলগুলো এতো
মারl মারি করছে
শুধুমাত্র জনগণের সেবা করার জন্য..
কতটা সৌভাগ্যবান দেশের মানুষ, ভাবা যায়!!🙂

13/07/2025

একজন মানুষ কতো অবলীলায় আরেকজন মানুষকে মেরে ফেলে! একবারও ভাবে না—যাকে সে মেরে ফেলছে সেই মানুষটাকে ঘিরে কতো মানুষের পৃথিবী আবর্তিত হয়৷ সেই মানুষটা কতো মানুষের দুনিয়াতে সূর্যের ভূমিকা পালন করে যার শূন্যতা তাদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে।

সময়ের আইয়্যামে জাহেলিয়াত পার করে আসা যায়, কিন্তু মনের আইয়্যামে জাহেলিয়াত অতিক্রম করে অনেকের সত্যিকার ‘মানুষ’ হয়ে উঠা হয় না।
©-আরিফ আজাদ

Address

Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ "ইসলাম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর পথ "ইসলাম":

Share