22/10/2024
মানুষ মমতাময়ী,মানুষের মন মায়ার চাদরে ঘেরা।মায়ার মোহে মানুষ অনেক কিছুই করতে পারে।
জীবন থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে এসবই ভালোবাসার বহিঃপ্রকাশ।
যেখানে ভালবাসা সেখানেই ক্ষত।আর মানুষ হিসেবে একটা ক্ষতের যন্ত্রনা কতটা সেটা ভালো করেই জানি।
শোন প্রিয়,আজ ২২ অক্টোবর, প্রত্যকটা অক্টোবর মনে করিয়ে দেয় তোমার সাথে আমার পথচলা।
তোমার হাত ধরতে গিয়ে,, কত কথা, কত ব্যাথা,কত অপমান সহ্য করতে হয়েছে সেটা তোমার অজানা নয়।
কারন আমরা মানি, পুরুষের সৌন্দর্য তার প্রতিপত্তে।আর হ্যাঁ সংসার করতে গিয়ে সব কিছুর প্রয়োজন। আর আমরা যখন প্রয়োজন বুঝতে শিখি তখন আমাদের প্রয়োজন টাকে বাস্তবায়ন করতে পারি না।
আজ দেখ প্রিয়, এ দুনিয়ায় তোমায় ছাড়া আমার আপন কোনটাই নেই।
সব কিছুই শেষ, আর বাকি রইলা তুমি যাকে ঘিরে আমার যত সমুদ্রের গভীরতা ঠিক ততখানিই আশা।
তাই এমন আশার শেষ যেন কখনই না হয়, সেদিন হয়ত মৃত্যু ছাড়া আর কোন অপশনই আমার নয়।
শোন প্রিয়, আমি কিন্তু মেয়ে। তাই একটা মেয়ে যখন শুধু মাত্র তোমার হয়ে আছে তখন তাকে সম্মানে রাখা শুধুই তোমার দায়িত্ব।
আল্লাহ চাইলে মেয়ের বাবা তুমিও হতে পারো তাই বলছি মেয়েদের প্রতি এমন হয় "মেয়ের চরিত্রে যেন তিল পরিমান কালি না লাগে"।
আমি তোমার কাছে ততটুকুই চাই যতটুকু আমি ডিজার্ভ করি।♥️♥️♥️
আর সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ যে কথাটা, "আমি তোমার সন্তানের মা"।
তাই সব দিক থেকে তোমার কাছে আমার সম্মান টা সবার চেয়ে আলদা।
আজকের এই দিনটা তে তুমি সব সময় তোমার ছেলেকে নিয়ে আনন্দে কেটে দিও কিন্তু।
আগামী ৫০ হাজার অক্টোবর তোমার সাথে থাকতে চাই প্রিয়।♥️♥️🫰
♥️ভালোবাসি তোমাকে♥️
Md. Manzurul Islam
Happy 7th Anniversary Jaaan🥀🥀🥀🥀
🫰🥀🌸
🦋🦋🦋