17/09/2025
চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ২০০১ সনে বিএনপি ১০টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলো । অতঃপর ২০০৮ সনে বিএনপি ১২টি এবং আওয়ামী লীগ ১৫টি আসন ছাড়ার প্রস্তাব করেছিলো। ২০১৪ সনে আওয়ামী লীগ ৩০টি আসনে ছাড় দেয়ার প্রস্তাব দিয়েও নির্বাচনে নিতে ব্যর্থ হয়েছিলো। আর ২০২৪ এর নির্বাচনে প্রস্তাব করেছিলো বিরোধী দল বানানোর, এই নিউজটি প্রথম আলোতেও প্রকাশিত হয়েছিলো।
এখন যদি বিএনপির সাথে চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন যায়, বিএনপি আনন্দ চিত্তে ৩০-৩৫ আসন ছেড়ে দিতে প্রস্তুত থাকবে।
কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোও নীতির প্রশ্নে আপোষ করেনি। একবারের জন্যও হাতপাখা প্রতীক সংসদে যায়নি। তবুও ক্ষমতার মোহ এবং প্রলোভনের ফাঁদে ইসলামী আন্দোলন পা দেয়নি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ এক বিরল দৃষ্টান্ত!