09/08/2025
দেখতে সুদর্শন, ভালো জব করে, ভালো টাকা আছে অথবা ভালো একটা দেশে ছেলে স্যাটেলড এগুলা হলেই ভালো মানুষ হওয়া যায় না।
আজ আমি গিয়েছিলাম গাইনি ডাক্তার দেখাতে, ওখানে সাধারণত প্রেগন্যান্ট মায়েরাই বেশি আসে আজও দু একজন বাদে সব প্রেগন্যান্ট মায়েরা ছিলো। কেউ সদ্য কনসিভ করেছে, কারো সময় হয়ে এসেছে।
তো একজন ছেলে সেখানে আসলো , দেখতে ভালো, ড্রেস আপ ভালো, এক দেখায় মনে হবে খুবই ইনোসেন্ট, ভদ্র একটা ছেলে, বয়স ও খুব বেশি হলে ৩০/৩২ হবে।
উনি এসেই কোনায় বসে থাকা তার ওয়াইফ কে জোরে জোরে বলতে লাগলো আর কতক্ষণ?
তিনি এমন ভাবে বলেছেন যে সবাই ঘুরে তাকিয়েছে, সে দিকে তার নজর নেই, মেয়েটা আস্তে করে কি যেন বলল এর পর সেই ছেলে বলতে লাগলো তোমার সাথে আসাই উচিত হয়নাই, কি সব বা* ছা* ডাক্তার দেখাতে আসছি।
মেয়েটা চুপ করে থাকলো।
পরে আবার চিল্লাচ্ছে ইউরিন আসেনা কেন তোমার? মেয়েটা বলল একবার দিসি কিন্তু এতো কম এ রিপোর্ট আসবেনা আমি পানি খাচ্ছি কিন্তু আসতেসে না।
তখন বুঝলাম লাস্ট ধাপের জন্য তারা অপেক্ষা করছে মানে ইউরিন দিয়ে চলে যাবে বাকি কাজ শেষ।
মেয়েটা বার বার পানি খাচ্ছে কিন্তু ইউরিন প্রেশার আসছেনা।
আমি বার বার মেয়েটাকে দেখছিলাম মুখটা মলিন হয়ে আছে।
এই ছেলে আবারও চিল্লায় বলতেসে কি বা* করতে আসছি আমি কে জানে। বাসায় চলো ইউরিন দিতে হবেনা।
মেয়েটা বলল সব শেষ করছি এটার জন্য আবার কি আসবো?
ছেলে বলল আর আসা ভুলে যাও এতো টাইম আমি ওয়েস্ট করতে পারবো না।
আমার আসা টাই ভুল হইসে।
কত সময় নস্ট হলো।
চলো দেখাবোনা ডাক্তার এখনি চলো নাইলে তুমি থাকো আমি পরে তোমাকে নিয়া যাবো।
মেয়েটা তখন শুধু বলল প্লিজ চুপ করো।
এর পর ছেলেটা বের হয়ে চলে গেল মেয়েটাও কোন উপায় না পেয়ে পিছন পিছন চলে গেলো ইউরিন কাপ টা রেখে।
আমি জানিনা তারা কতক্ষন অপেক্ষা করেছে কারণ আমার আগেই তারা সেখানে ছিলো কিন্তু পাবলিক একটা প্লেসে এইরকম বিহেভ কি উচিত?
নিউ কাপল বোঝাই যাচ্ছে তারা বেবি ট্রাই করছে হয়তো না হলে কনসিভ করেছে রিসেন্ট, অন্য কারণ ও হতে পারে গাইনির কাছে আসার বাট এই দুইটার সম্ভাবনা বেশী।
এখন চিন্তা করেন এই ছেলে ডাক্তারের কাছেই আসবেনা লেট হয় দেখে, ডাক্তারের কাছে গেলে কোথায় লেট হয় না? সিরিয়াল আসলেই দেখানো যায়। সেই ছেলের তাড়া থাকতেই পারে সেক্ষেত্রে তারা আজ না এসে এপয়েন্টমেন্ট চেঞ্জ করে ছুটির দিন আসতে পারতো। সেটা না করে এসে তাড়াহুড়া করলেই তো হবেনা।
আর একটা মেয়ের ইউরিন প্রেশার আসছেনা সে কি করবে এখানে?
আমি অনেক রোগি কে মাঝে মধ্যেই চলে যেতে দেখেছি দেরি হচ্ছে দেখে কিন্তু কাউকে এইরকম পাবলিকলি বউ এর উপর চিল্লাইতে দেখিনাই। হয়তো বলেছে ধুরো এতো দেরি চলো আরেকদিন আসবোনে।
এই ছেলে খুবই বাজে বিহেভ করছিল মেয়েটার সাথে, বার বার উল্লেখ করছিলো আসা উচিত হয়নি আর কখনো আসবেনা। আর খুবই রুড বিহেভ ছিলো, মেয়্বটার চোখ ছলছল করছিল। পাবলিক প্লেস তাই মেয়েটা কথা বাড়ায় নি হয়তো।
অথচ এই চলে যাওয়া টা ভালোভাবে বলেও যাওয়া যেতো।
এতোগুলা মানুষের সামনে যে ছেলে এই আচরণ করে সে বাসায় কি আচরণ করে তা একটু হলেও বোঝা যাচ্ছে।
সমস্যা যতই থাকুক মানুষের সামনে বউকে অপমান করা তাও কোন কারণ ছাড়া এটা কখনোই একজক আদব জানা ছেলের কাজ না।
চেহারা আর টাকা দেখেই যার তার হাতে মেয়েকে তুলে দেয়ার আগে অবশ্যই তার ন্যাচার কেমন সে সম্পর্কে ভালো করে খোঁজ নেয়া উচিত। অনেকে তো আবার রিলেশনশিপ থাকার সময় দেখে যে ছেলের আচরণ ভালোনা তাও ওই ছেলেকেই বিয়ে করে সারাজীবন অশান্তিতে ভোগে।
বিয়ে জিনিসটা এমন পার্টনার ভালো হলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ভালো না হয় সারাটাজীবন ই শেষ হয়ে যায়।
তাই বুঝে শুনে পার্টনার চুজ করা উচিত সবার।