রানী সাহেবা

রানী সাহেবা আমার নামে, নীল খামে চিঠি পাঠিও... 💙 Assalamualaikum. I am Sumaiya, currently living in New York,USA. This is my page with our daily Lifestyle.

Hope everyone will be on the side.

26/11/2025

মায়া🥀

নেগেটিভিটি ছড়াতে চাই না কিন্তু পজেটিভলি যে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে তাই নিয়ে একটু না বললেই নয়। কারণ যা ছড়াচ্ছে তা মোটেও স...
11/08/2025

নেগেটিভিটি ছড়াতে চাই না কিন্তু পজেটিভলি যে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে তাই নিয়ে একটু না বললেই নয়। কারণ যা ছড়াচ্ছে তা মোটেও স্বস্তিজনক নয়।

সুনেহরা দুশ টাকার শাড়ি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দুশ টাকার শাড়িতে সুনেহরাকে অপ্সরী লাগছে। এত টাকাওলা হয়েও সুনেহরা দুশ টাকার শাড়িতে লজ্জা পাচ্ছে না। অথচ আমাদের ঘরের বউ মেয়েদের এই দুশ টাকার শাড়ি দিলে জীবনেও পরবে না।

বাস্তবে আসেন।
সুনেহরা এই দুশ টাকার শাড়ি পরেছে কন্টেন্ট বানাতে। বাস্তবে কোথাও বেড়াতে যেতে, কোনো পার্টিতে ও এই শাড়ি পরবে না। এই শাড়ি বাস্তবে এতটা উজ্জ্বল না, এতটা কালারফুল না। ওর মেকআপ, হেয়ারস্টাইল, কোরিয়গ্রাফি, ব্যাকগ্রাউন্ড (শ্যুটিংস্পট), এডিটিং সব মিলিয়ে আমরা দেখছি। তাই এতটা ভাল লাগছে।

বাস্তবে আমরা এই শাড়ি পরলে জীবনেও এতটা সুন্দর লাগবে না যতটা স্ক্রিনে ওকে লাগছে। বাস্তবে এই শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে আপনারা এত উচ্ছসিত হবেন না কারণ বাস্তবতাকে তো আর এডিট করে কালারফুল করা যায় না, মিউজিক বসানো যায় না।

সুনেহরা ওয়াইফ ম্যাটেরিয়াল যে বলছেন, কেন বলছেন ভাই? খালি দুশ টাকার শাড়িই দেখছেন আর ও যে দামি স্কিনকেয়ার প্রডাক্ট, দামি মেকআপ আইটেম ব্যবহার করছে; দামি বাসার দামি রুমে এসিতে বসে সাজছে ঐগুলা কে দেখবে!

ও কী করছে ও জানে। ও যা করছে এতে ওর উন্নতি হচ্ছে। ওর ফিল্ডে ও এগিয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর হিশেবে ক্যারিয়ার গড়ে নিচ্ছে। যদি কিছু শিখতে হয় তো কীভাবে কন্টেন্ট বানিয়ে টাকা কামানো যায় তা শিখেন। কীভাবে স্যোশাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে নিজেকে একটা জায়গায় নেয়া যায় তা শিখেন।
এছাড়া বাকি সব আলাপ ভুয়া।

লেখাঃ লীলাবতী লিলু

09/08/2025

দেখতে সুদর্শন, ভালো জব করে, ভালো টাকা আছে অথবা ভালো একটা দেশে ছেলে স্যাটেলড এগুলা হলেই ভালো মানুষ হওয়া যায় না।
আজ আমি গিয়েছিলাম গাইনি ডাক্তার দেখাতে, ওখানে সাধারণত প্রেগন্যান্ট মায়েরাই বেশি আসে আজও দু একজন বাদে সব প্রেগন্যান্ট মায়েরা ছিলো। কেউ সদ্য কনসিভ করেছে, কারো সময় হয়ে এসেছে।
তো একজন ছেলে সেখানে আসলো , দেখতে ভালো, ড্রেস আপ ভালো, এক দেখায় মনে হবে খুবই ইনোসেন্ট, ভদ্র একটা ছেলে, বয়স ও খুব বেশি হলে ৩০/৩২ হবে।
উনি এসেই কোনায় বসে থাকা তার ওয়াইফ কে জোরে জোরে বলতে লাগলো আর কতক্ষণ?
তিনি এমন ভাবে বলেছেন যে সবাই ঘুরে তাকিয়েছে, সে দিকে তার নজর নেই, মেয়েটা আস্তে করে কি যেন বলল এর পর সেই ছেলে বলতে লাগলো তোমার সাথে আসাই উচিত হয়নাই, কি সব বা* ছা* ডাক্তার দেখাতে আসছি।
মেয়েটা চুপ করে থাকলো।
পরে আবার চিল্লাচ্ছে ইউরিন আসেনা কেন তোমার? মেয়েটা বলল একবার দিসি কিন্তু এতো কম এ রিপোর্ট আসবেনা আমি পানি খাচ্ছি কিন্তু আসতেসে না।
তখন বুঝলাম লাস্ট ধাপের জন্য তারা অপেক্ষা করছে মানে ইউরিন দিয়ে চলে যাবে বাকি কাজ শেষ।
মেয়েটা বার বার পানি খাচ্ছে কিন্তু ইউরিন প্রেশার আসছেনা।
আমি বার বার মেয়েটাকে দেখছিলাম মুখটা মলিন হয়ে আছে।
এই ছেলে আবারও চিল্লায় বলতেসে কি বা* করতে আসছি আমি কে জানে। বাসায় চলো ইউরিন দিতে হবেনা।
মেয়েটা বলল সব শেষ করছি এটার জন্য আবার কি আসবো?
ছেলে বলল আর আসা ভুলে যাও এতো টাইম আমি ওয়েস্ট করতে পারবো না।
আমার আসা টাই ভুল হইসে।
কত সময় নস্ট হলো।
চলো দেখাবোনা ডাক্তার এখনি চলো নাইলে তুমি থাকো আমি পরে তোমাকে নিয়া যাবো।
মেয়েটা তখন শুধু বলল প্লিজ চুপ করো।

এর পর ছেলেটা বের হয়ে চলে গেল মেয়েটাও কোন উপায় না পেয়ে পিছন পিছন চলে গেলো ইউরিন কাপ টা রেখে।

আমি জানিনা তারা কতক্ষন অপেক্ষা করেছে কারণ আমার আগেই তারা সেখানে ছিলো কিন্তু পাবলিক একটা প্লেসে এইরকম বিহেভ কি উচিত?
নিউ কাপল বোঝাই যাচ্ছে তারা বেবি ট্রাই করছে হয়তো না হলে কনসিভ করেছে রিসেন্ট, অন্য কারণ ও হতে পারে গাইনির কাছে আসার বাট এই দুইটার সম্ভাবনা বেশী।
এখন চিন্তা করেন এই ছেলে ডাক্তারের কাছেই আসবেনা লেট হয় দেখে, ডাক্তারের কাছে গেলে কোথায় লেট হয় না? সিরিয়াল আসলেই দেখানো যায়। সেই ছেলের তাড়া থাকতেই পারে সেক্ষেত্রে তারা আজ না এসে এপয়েন্টমেন্ট চেঞ্জ করে ছুটির দিন আসতে পারতো। সেটা না করে এসে তাড়াহুড়া করলেই তো হবেনা।
আর একটা মেয়ের ইউরিন প্রেশার আসছেনা সে কি করবে এখানে?
আমি অনেক রোগি কে মাঝে মধ্যেই চলে যেতে দেখেছি দেরি হচ্ছে দেখে কিন্তু কাউকে এইরকম পাবলিকলি বউ এর উপর চিল্লাইতে দেখিনাই। হয়তো বলেছে ধুরো এতো দেরি চলো আরেকদিন আসবোনে।
এই ছেলে খুবই বাজে বিহেভ করছিল মেয়েটার সাথে, বার বার উল্লেখ করছিলো আসা উচিত হয়নি আর কখনো আসবেনা। আর খুবই রুড বিহেভ ছিলো, মেয়্বটার চোখ ছলছল করছিল। পাবলিক প্লেস তাই মেয়েটা কথা বাড়ায় নি হয়তো।
অথচ এই চলে যাওয়া টা ভালোভাবে বলেও যাওয়া যেতো।
এতোগুলা মানুষের সামনে যে ছেলে এই আচরণ করে সে বাসায় কি আচরণ করে তা একটু হলেও বোঝা যাচ্ছে।
সমস্যা যতই থাকুক মানুষের সামনে বউকে অপমান করা তাও কোন কারণ ছাড়া এটা কখনোই একজক আদব জানা ছেলের কাজ না।

চেহারা আর টাকা দেখেই যার তার হাতে মেয়েকে তুলে দেয়ার আগে অবশ্যই তার ন্যাচার কেমন সে সম্পর্কে ভালো করে খোঁজ নেয়া উচিত। অনেকে তো আবার রিলেশনশিপ থাকার সময় দেখে যে ছেলের আচরণ ভালোনা তাও ওই ছেলেকেই বিয়ে করে সারাজীবন অশান্তিতে ভোগে।
বিয়ে জিনিসটা এমন পার্টনার ভালো হলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ভালো না হয় সারাটাজীবন ই শেষ হয়ে যায়।
তাই বুঝে শুনে পার্টনার চুজ করা উচিত সবার।


বউয়ের জন্য খরচ করা ফরয।  ゚
07/08/2025

বউয়ের জন্য খরচ করা ফরয।




20/07/2025
আসলে কার তকদিরে যে কি আছে, কেউ বলতে পারে নাহ... এই যে ছবিতে যাকে দেখছেন উনি হচ্ছেন একজন বাবা, আইসিইউর সামনে বসে আছে। ওনা...
12/07/2025

আসলে কার তকদিরে যে কি আছে, কেউ বলতে পারে নাহ...
এই যে ছবিতে যাকে দেখছেন উনি হচ্ছেন একজন বাবা, আইসিইউর সামনে বসে আছে। ওনার স্ত্রী প্রথমবার যখন প্রেগনেন্ট হয়, তখন ৭ মাসেই বাচ্চা ডেলিভারি হয়ে যায়৷ পরে ১.৫ মাস পর বাচ্চাটা মারা যায়৷ এরপর তারা দ্বিতীয়বার বাচ্চা নেয়, সেটাও ৫ মাসেই মিসক্যারেজ হয়ে যায়৷ তার কয়েকমাস পরে তারা যখন তৃতীয় বার বাচ্চা নেয়, সেই বাচ্চাটাও ৬.৫ মাসেই নরমাল ডেলিভারি হয়ে যায়। ডা. বলেছে বাচ্চার হার্টে সমস্যা। বাচ্চাটা বাঁচবে কিনা, আল্লাহ জানে। বাচ্চাটা আইসিউতে আছে। বাচ্চার মা সেও অসুস্থ পাশের রুমেই আছে৷ তিনি কতক্ষন পর পর এসে তার বাচ্চাকে দেখে যায় আর কান্না করে । তার হাজবেন্ডতো সবসময় বসেই থাকে আইসিউর সামনে। তাদের তিনটা বাচ্চাই ছেলে বাচ্চা ছিল । বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে।
আল্লাহ আপুটার সহায় হোক। সবাই দোয়া করবেন আপু ও তার বাচ্চার জন্য।

12/07/2025

Sanjida’s Daily Life পেজের যে মেয়েটা সানজিদা সে তার রেজাল্ট এর বিষয় নিয়ে লাইভে এসেছিলো এবং খুব প্রাণচ্ছলভাবেই বলেছে যে সে এটা নিয়ে অতোটা চিন্তিত না। সে সম্ভবত দুই বা তিন বিষয়ে খারাপ করেছে।
এখন এটা নিয়ে তাকে ট্রল করা হচ্ছে, জাস্ট সে ফেইল করে কেন হাসছে আর তার পরিবার তাকে কেন সাপোর্ট দিচ্ছে এই কারনে।
তো যারা তাদের এই হাসিখুশি আচরণ মেনে নিতে পারছেন না তারা হয়তো চেয়েছিলো ও যেহেতু ফেইল করছে ওর উচিত ছিল দুঃখে মিডিয়া ছেড়ে দেয়া অথবা কোন একটা অপ্রত্যাশিত কিছু করে দুনিয়া ছেড়ে দেয়া।
আর ওর ফ্যামিলির উচিত ছিলো ওরে সাপোর্ট না দেয়া।
ফেইল করলে তো এগুলাই করা উচিত তাইনা? তা না করে হেসে হেসে লাইভে আসতেসে।

কি একটা অবস্থা ভাই, আমার তো মনে হয় ও এভাবে লাইভে এসে খুবই ভালো করেছে যারা রেজাল্ট খারাপ করে মনোবল হারিয়ে ফেলছে তাদের দেখা উচিত একটা রেজাল্ট ই জীবনের সব কিছু না। খারাপ হতেই পারে তাই বলে কি সব শেষ হয়ে গেছে?
কত কত ছেলেমেয়ে পরিবারের ভয়ে, লজ্জায়, কষ্টে ভুল পথ বেছে নেয় যা থেকে আর কোনদিন ফেরা সম্ভব না, তখন ঠিকি তাদের পরিবার আজাহারি করে আর বলবোনা তোকে কিছু তুই ফিরে আয়, অথচ এই বুঝ এই সাপোর্টটা আগে তারা দিতে পারেনা।
এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরেরবার খুবই ভালো করেছে, আর ভালো না করলেই কি? অনেক ভালো রেজাল্ট করেও কত ছেলেমেয়ে বেকার বসে আছে, টাকার অভাবে চাকরি পায় না।
আবার অনেকে একাডেমিক ভালো রেজাল্ট না করলেও তার অন্য গুনের মাধ্যমে অনেকদুর যায়।
তাই আসলেই কি রেজাল্ট দিয়েই জীবন পরিবর্তন হয়ে যায়?
সব কিছুকে মেনে নিতে শিখতে হবে আমাদের।
ভালো রেজাল্টে বাহবা দেবার পাশাপাশি কেউ খারাপ রেজাল্ট করলেও তাকে অনুপ্রেরণা দেয়া উচিত যে এবার হয়নি পরের বার হবে।
মনে রাখবেন আপনার একটা কথায় যেমন কেউ অনুপ্রাণিত হতে পারে সেই একটা কথাতেই জীবনের মানে হারিয়ে ফেলতে পারে, তাই কথাটা কিভাবে বলবেন ভেবে দেখুন, ভালো ভাবে নাকি খারাপ ভাবে।

ফেইল করলেই লজ্জা পেতে হবে এটা আপনারাই তৈরী করেছেন, আপনারাই চান ফেইল করছে ও সমাজ থেকে চলে যাক ওর জায়গা নাই সমাজে। আবার উল্টা পাল্টা করলে আপনারাই বলেন আহারে কি করল, রেজাল্ট ই কি সব?
মানে গিরগিটি ও শরম পাবে আপনাদের এমন ধুপ ধাপ রং চেঞ্জ দেখে।






10/07/2025
10/07/2025
আমার স্বামী  আলু ভর্তা বানালেন।আমি শুধু সেদ্ধ আলু গুলো খোসা ছড়িয়ে একটা প্লেটে   দিয়েছি। আমি শুধু কয়টা পেয়াজ কেটে ধুয়ে কু...
08/07/2025

আমার স্বামী আলু ভর্তা বানালেন।

আমি শুধু সেদ্ধ আলু গুলো খোসা ছড়িয়ে একটা প্লেটে দিয়েছি। আমি শুধু কয়টা পেয়াজ কেটে ধুয়ে কুচি করে দিয়েছি আর কিছু মরিচ ভেজে ডাটা ছড়িয়ে দিয়েছি, সাথে পরিমাণ মত লবন দিয়েছি কারণ আমার স্বামী লবনের পরিমাণ বোঝে না তাই, না হলে নিজেই অবশ্যই লবন নিত🥺 আর আমার স্বামী বসে মরিচ, পেয়াজ , লবন মিক্স করে হাত মাখানো ছিলো জন্য সরিষার তেল ঢেলে দিতে বলেছিলো না হলে উনি নিজেই সব করতো 🥱
এর পর আমি একটা ভালো প্লেটে ভর্তা টা তুলে নিয়েছি।
এই পুরোটা সময় উনি আমার সাথেই ছিলেন।
সুতরাং উনিই ভর্তা বানিয়েছেন। আর এমন ভাবে উনি আমার অনেক কাজ করে দেন🤗
ধন্যবাদ স্বামী।

উনার নাম চিত্রনায়িকা নূপুর। উনাকে আমি চিনতাম না। উনাকে চিনেছি উনার বয়ফ্রেন্ড রাজের কারণে। রাজ উনার সঙ্গে প্রেম করেছে, এখ...
06/07/2025

উনার নাম চিত্রনায়িকা নূপুর। উনাকে আমি চিনতাম না। উনাকে চিনেছি উনার বয়ফ্রেন্ড রাজের কারণে। রাজ উনার সঙ্গে প্রেম করেছে, এখন বিয়ে করতে চাইছে না। এই কারণে পালিয়ে গেছে।

নূপুর বুঝতে পেরেছেন, উনি চিটেড হয়েছেন। তাই সাংবাদিক দিয়ে রাজের বাড়ি ঘেরাও করেছেন।

এখন নূপুর রাজের শাস্তি চান, বিচার চান।
বিচার আমিও চাই।

এই রাজ যদি নূপুরের সঙ্গে প্রেম না করতো, ধোঁকা না দিতো—তাহলে নূপুর কোনো ইন্টারভিউ দিতেন না। ইন্টারভিউ না দিলে আমি নূপুরকে চিনতামও না। আর না চিনলে উনার দুই ঠোঁটের লিপ আর্ট যে সমান হয়নি—এটা নিয়ে আমার OCD হতো না, অশান্তিও লাগতো না।

যতবার ভিডিও সামনে আসছে,ততবার মনে হচ্ছে একটা লিপ লাইনার দিয়ে যদি দুই ঠোঁট একরকম সাইজে নিয়া আসতো!!!

আমার ভাই এতো অশান্তি লাগতাছে!!!!!😭😭

ভালো কথা এই রাজ,পরীমনির রাজ না।🙄

Address

Munshiganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রানী সাহেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share