Keraniganj24 কেরানীগঞ্জ টুয়েন্টিফোর

  • Home
  • Keraniganj24 কেরানীগঞ্জ টুয়েন্টিফোর

Keraniganj24 কেরানীগঞ্জ টুয়েন্টিফোর An Apolitical News Feed কেরাণীগঞ্জের গণমানুষের ভালবাসায় লালীত একমাত্র নিউজ সাইট এর অফিসিয়াল facebook পেজ।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করতে সারা দেশের জেলা পর্যায়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে নি...
23/04/2025

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করতে সারা দেশের জেলা পর্যায়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে নির্বাচন কমিশন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের গতি বাড়াতে সারা দেশে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগের আওতায় ‘গ’ ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ৬৪ জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে।

তবে এখন থেকে প্রতিটি জেলার জেলা নির্বাচন কর্মকর্তারাও এই কাজ করতে পারবেন, যাতে সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হয়। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে এনআইডি সংশোধনের আবেদন সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এসব অঞ্চলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদেরও সংশোধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়- এ ছাড়া বৃহত্তর ১৯টি সিনিয়র জেলার ‘খ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।

বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম জেলার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদেরও সংশ্লিষ্ট ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের সব অনিষ্পন্ন আবেদন আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করবেন।

অফিস আদেশে আরও জানানো হয়- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তিসহ বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) সফল করতে প্রয়োজনীয় সমন্বয় ও তত্ত্বাবধান করবেন বলেও অফিস আদেশে জানানো হয়। ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ কার্যক্রমের (ক্রাশ প্রোগ্রাম) সমন্বয় ও তত্ত্বাবধান করবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবশ্যই পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবেন। সেসঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (পরিচালনা) বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) সামগ্রিক বিষয় মনিটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর অন্তর এ কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে অবগত করবেন। ইসি সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ থাকায় নাগরিকদের হয়রানি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা অফিসাররা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে দ্রুত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করবেন।

প্রক্রিয়াটি সহজ করতে অনলাইন আবেদন যাচাই, সরল নথি যাচাই এবং মাঠপর্যায়ে সরেজমিন যাচাই কার্যক্রমকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধন আবেদনের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে জেলা অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

©Desh Tv

20/04/2025

আপনি কি চান
ঢাকা শহরে অটো-রিকসা
চলুক?
কমেন্টে মতামত দিন

16/04/2025

ভারতে মসজিদের সামনে খোলা তরবারি ও দা ইত্যাদি নিয়ে হিন্দুদের বিক্ষোভ করা,১৭০ টির মত মাদরাসা বন্ধ করে দেয়া,মুসলমানদের ওয়াকফকৃত জমি সরকারের দখলে নেয়া।
এগুলো দিয়ে কি গাজওয়ায়ে হিন্দের বার্তা দিচ্ছে ভারত?

13/04/2025

সংসদ ভবনের উপরে রাতের বেলায় ভেসে উঠলো এই দৃশ্য...

12/04/2025

মার্চ ফর গাজা মিছিলে সেনাবাহিনীর হাতে নিষিদ্ধ জ*ঙ্গি গোষ্ঠী ছাত্র লীগের কর্মী বো*মা সহ আটক।

এই শাহাবাগই ছিলো নাস্কিক মুরতাদদের আস্তানা,আজ সেই শাহাবাগ আল্লাহওয়ালাদের ঠিকানা।আল্লাহু আকবার  ধ্বনিতে মুখরিত প্রাণের শা...
12/04/2025

এই শাহাবাগই ছিলো নাস্কিক মুরতাদদের আস্তানা,
আজ সেই শাহাবাগ আল্লাহওয়ালাদের ঠিকানা।
আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত প্রাণের শাহবাগ।
সুবহান আল্লাহ্❤️❤️❤️

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুন...
12/04/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুন সম্পূর্ণভাবে পু*ড়ে গেছে।

ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ইহুদী। পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদে ছিলো না। ঠিক এভাবেই এসেছিল তারা ১৯৪০ সালে...
09/04/2025

ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ইহুদী। পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদে ছিলো না। ঠিক এভাবেই এসেছিল তারা ১৯৪০ সালে ফিলিস্তিনে একটু আশ্র‍য় পাওয়ার আশায়।

আর ফিলিস্তিনিরাও আমাদের মতই দয়া দেখিয়ে নিজেদের জায়গা, খাবার, পরনের কাপড় দিয়ে সাহায্য করেছিলো।পরিশেষে ফকির হয়ে এসে মালিকের বাড়ি দখল করে নেয় তারা। এটাই হলো তাদের আসল রুপ, প্রকৃত পরিচয়।

বলছিলাম আন্তর্জাতিক গাদ্দার ঈসরাঈলিদের কথা। হ্যা এরাই তারা। তাদের পরিচয় এটাই।

©sojib khan

ভারতের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"নথিপত্রহীন"।বাংলাদেশের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"অবৈধ"।সম্প্রতি আমেরিকা থেকে অবৈধ ভা'র'তীয় ন...
06/04/2025

ভারতের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"নথিপত্রহীন"।
বাংলাদেশের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"অবৈধ"।

সম্প্রতি আমেরিকা থেকে অবৈধ ভা'র'তীয় নাগরিকদের গরু-ছাগলের মতো হাত-পা বাঁ'ধা অবস্থায় কার্গো বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু ভা'র'তের প্রতি অতিমাত্রায় অনুগত একটি প্রভাবশালী গণমাধ্যম—প্রথমালু, এই দৃশ্যকে উপস্থাপন করেছে অত্যন্ত মার্জিত ও সহানুভূতিশীল শব্দে: "নথিপত্রহীন ভা'র'তীয়"।

অপরদিকে, যখন একই পরিস্থিতিতে কোনো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, তখন এই একই গণমাধ্যম তাদের পরিচয় দেয় "অবৈধ বাংলাদেশি" হিসেবে।

এখানেই শুরু হয় সচেতন শব্দ-নির্বাচনের মারাত্মক পক্ষপাত—যা শুধু সাংবাদিকতার গুণগত বিচ্যুতি নয়, বরং একটি জাতিকে অবমূল্যায়নের এক পরিকল্পিত প্রো'পা'গা'ন্ডা।

এটা শুধুই শব্দের খেলা নয়।
এটা বর্ণনাভিত্তিক বৈষম্য।
এটা একটি জাতির আত্মমর্যাদায় আঘাত।

আর এই গো'লা'মি এতটাই গভীরে গেঁথে গেছে যে, যারা এই দ্বিচারিতা চোখে দেখে না, তারা আবার কমেন্টবক্সে এসে দা'লা'লির সুরে সাফাই গায়। কারণ, ন্যূনতম সাধারণ বোধবুদ্ধিও দালালির অন্ধকারে হারিয়ে গেছে।

©এ এইচ চৌধুরী মাসুম

02/04/2025

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া, পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলা বৃষ্টির সাথে হালকা থেকে মাঝারি ঝড় হতে পারে। এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে।

বাপ ডাইক্কা নির্বাচন দেওন লাগবো...
02/04/2025

বাপ ডাইক্কা নির্বাচন দেওন লাগবো...

01/04/2025

কেমন আছেন বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা..?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Keraniganj24 কেরানীগঞ্জ টুয়েন্টিফোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Keraniganj24 কেরানীগঞ্জ টুয়েন্টিফোর:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Keraniganj24 কেরানীগঞ্জ টুয়েন্টিফোর

An Apolitical News Feed


  • কেরাণীগঞ্জ উন্নয়ন ব্যাটালিয়ন-KuB পরিচালনাধীন
  • কেরানীগঞ্জের গণ-মানুষের ভালবাসায় লালীত

    একমাত্র অলাভজনক অনলাইন নিউজ পোর্টাল