BD News 24 ঘণ্টার তাজা

BD News 24 ঘণ্টার তাজা news

20/07/2025

Muhsin Abdullah ( মুহসিন )

বিরাট জনসমাবেশের মাধ্যমে জামায়াতের শক্তির একটা দিক জানান দেয়া শেষ। এবার জামায়াত কী করবে?
জামায়াতের সাংগঠনিক শক্তি, সততা, জনসমর্থন নিয়ে মানুষের মনে মোটামুটি একটা আস্থার জায়গা তৈরি হয়েছে।

কিন্তু বর্তমান পৃথিবীর রাষ্ট্রব্যবস্থায় জনগনই সব নয়। কিছু মানুষ আছে, যারা সংখ্যায় কম হলেও রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। যারা ক্ষমতার নেপথ্যের শক্তি হিসেবে কাজ করে। এরা হলো- আর্মি, পুলিশ, আমলা, সাংবাদিক, বুদ্ধিজীবি, শিল্পী, সাহিত্যিক ইত্যাদি। এরা সমাজের ন্যারেটিভ তৈরি করে দেয়, জনগণের মতামত প্রভাবিত করে। বড় ঘটনাকে ছোট করে, ছোট ইস্যুকে বড় করে তোলে।

২৪ এর গণ অভ্যুত্থানের কথাই ধরুন।
ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলন যেমন একদিকে তুঙ্গে ছিলো, তেমনি একজন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার ফেসবুক প্রোফাইল লাল করা ছিলো আইকনিক ঘটনা। এতে করে সেনাবাহিনীর সদস্যরা একটা মেসেজ পেয়ে যায়- কোন পক্ষে থাকা উচিত। তারা সাহস পায়।
একজন শহীদুল আলম, জুলকারনাইন সায়ের নেতাদের জন্য ব্যবস্থা করে দেয় সেফ হোমের। প্রভাবিত করে ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রচারণাকে।

একজন আসিফ নজরুল যখন ছাত্রদের মিছিলে যোগ দেন, তখন ছাত্রদের মনোবল হয়ে ওঠে আকাশচুম্বী।

জাহাঙ্গীরনগরের একজন শিক্ষক যখন আবৃত্তি করেন- এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না - তখন ছাত্ররা রিএশিওরড হয়- তারা সঠিক পথেই আছে, ন্যায়ের পথে আছে।

জামায়াত নেতাদের এখন উচিৎ সাবেক আমলা, রিটায়ার্ড আর্মি, রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের ঘরে ঘরে গিয়ে তাদের সমর্থন চাওয়া। জামায়াতের রাজনীতির ন্যায্যতা ব্যাখ্যা করা। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে এদের একটা উল্লেখযোগ্য অংশের সমর্থন লাগবে। তাহলেই কেবল শহুরে শিক্ষিত মিডল ক্লাস- (এরা আবার ক্ষমতার একটা মধ্যবর্তী খুঁটি) - আস্থা পাবে যে জামায়াত দেশ পরিচালনার যোগ্য হয়ে উঠেছে। জামায়াত কোনো প্রান্তিক চিন্তার দল না। জামায়াত সবাইকে- সকল দল মত ধর্ম গোষ্ঠী নারী শিশু বৃদ্ধ আদিবাসী সবার জন্য নিরাপদ, সবাইকে নিয়ে দেশ চালাতে পারবে।

জামায়াত নেতারা এবার বুদ্ধিজীবীদের কাছে যান, তাদের কথা শোনেন, তাদেরকে দলে ইনকর্পোরেট করেন। কুরআন হাদীসের বিরুদ্ধে যায়না- দলের ভেতরে এমন যেকোনো সংস্কার আনেন।

জামায়াতপন্থি ১০ জন বুদ্ধিজীবীর নাম বলতে বললে কেউ বলতে পারবেন? আছে কেউ?
এইটাই সম্ভবত জামায়াত নেতাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এইটা কিন্তু কর্মীদের কাজ নয়, এইটা কেন্দ্রীয় নেতাদের কাজ। ভোটার বৃদ্ধির কাজ কর্মীরা করতে পারবে- ঐটা তাদের ওপর ছেড়ে দেন। আপনারা সফট পাওয়ার হাউজ গুলাতে কাজ করেন- যদি সত্যিই ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন।

     #জামায়াত
18/07/2025

#জামায়াত

Yes
17/07/2025

Yes

14/07/2025

14/07/2025

#জামায়াত #শিবির

12/07/2025

Yes
09/07/2025

Yes

07/07/2025
06/07/2025

শোক বার্তা

আমরা গভীর শোকাহত: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, ডা. শফিকুর রহমানের শ্রদ্ধেয়া শাশুড়ি, মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

With প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত। – I just got recognized as one of their top fans! 🎉
06/07/2025

With প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত। – I just got recognized as one of their top fans! 🎉

06/07/2025

১৯৪৫ সালের ১০-১২ ডিসেম্বর কেন্দ্রীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ ৩০টি মুসলিম আসনে জয় লাভ করে।

১৯৪৬ সালের মার্চ মাসে পাকিস্তান ইস্যুর ভিত্তিতে সাধারণ নির্বাচন হয়।এ নির্বাচনে সোহরোয়ার্দীর মুসলিম লীগ ১২০ টি আসনের মধ্যে ১১৪টিতে বিজয়ী হয়।নির্বাচনে শেরেবাংলার প্রজা পার্টির ভরাডুবি ঘটে।

সোহরাওয়ার্দীর অসাধারণ সাংগঠনিক দক্ষতার কারণে ভারতের সকল প্রদেশের মধ্যে কেবল মুসলিম লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মন্ত্রীসভা গঠন করে। ১৯৪৬ সালের ৮এপ্রিল দিল্লীতে মুসলিম লীগ আইনসভার সদস্যদের কনভেনশন অনুষ্ঠিত হয়।

জিন্নাহর নির্দেশে সোহরওয়ার্দী ওই কনভেনশনে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন। ১৯৪৬ সালের ২৪ এপ্রিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী মন্ত্রীসভা গঠন করেন এবং তিনি বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহন করেন।

বিস্তারিত কমেন্টস দেখুন :

Address

Dhaka

Telephone

+97366978746

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD News 24 ঘণ্টার তাজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD News 24 ঘণ্টার তাজা:

Share