08/09/2025
সাদিক আর ফরহাদের সাথে আমার পরিচয় অনেক দিনের, এক সাথে কাজ করার অভিজ্ঞতাও অনেক দিনের। স্টাডি সার্কেল, ওয়ার্কশপ আর সেমিনারে ঘন্টার পর ঘন্টা ডিসকাশনের মধ্য দিয়ে এই তরুণ তুর্কিরা আমার অনেক পরিচিত কাছের জন হয়ে উঠেছে। ফরহাদের সাথে কত শত আলাপ - কেমন করে বিতর্ককে একটা পারফর্মিং আর্ট এর পরিবর্তে পলিসি ডিবেটে কনভার্ট করা যায়। ওদের সাথে এই সব স্বপ্ন, পরিকল্পনা আর ভবিষ্যৎ বুনার সময়ে আমার শুধু একটা কথা মনে হইত - এই ছেলেগুলো শুধু একটা দলের সম্পদ না, এরা দেশের সম্পদ, আমাদের সামষ্টিক ভবিষ্যৎ।
এরপর আসল জুলাইয়ের উত্তাল দিন। কী অসাধারণ সাহস, চাপ সামলানোর ক্ষমতা, আর বুদ্ধিদীপ্ত পরিকল্পনা - এক ঝাঁক তরুণ সারা দেশের মানুষকে সাথে নিয়ে সত্যি সত্যি ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা উল্টায়ে দিল। নাহিদ-আসিফ-হাসনাত-সারজিসদের সাথে সাদিক-ফরহাদ-জোনায়েদ-রিফাত, একসাথে কাঁধে কাঁধ মিলায়ে নেতৃত্ব দেয়া। এই তরুণদের প্রতি আস্থা রেখে দল মত নির্বিশেষে সবাই বের হয়ে আসল হাসিনার পতনের দাবিতে। এরপর এক নতুন ইতিহাস, নতুন বাংলাদেশের স্বপ্ন।
সাদিকের অসাধারণ দিক হইল ওর কো-অর্ডিনেশন আর ম্যানেজমেন্ট পাওয়ার, আর তার সাথে চাপের মুখে নেতৃত্ব দেবার ক্ষমতা। ফরহাদ তুখোড় বিতার্কিক, স্ট্রেইট ফরোয়ার্ড চিন্তা করার এক অসাধারণ ক্ষমতা আছে ওর। মহিউদ্দিন কিছুটা চুপচাপ - কিন্তু ব্রিলিয়ান্সি আর সারল্যের এক বিরল মিশেল আছে এই ছেলেটার ব্যক্তিত্বে।
এইবার ডাকসু নির্বাচনে এই ট্রিয়োর সবচেয়ে বড় সিগনেচার স্টেপ হইল - ইনক্লুসিভিটি। শিবিরের বাইরের ছাত্র-ছাত্রীদের প্যানেলে অন্তর্ভুক্তি; যেই মেঘমল্লার এর রাজনৈতিক দর্শন দাঁড়িয়ে আছে শিবিরের সাথে এক অন্তহীন গ্যাঞ্জাম করার অনাবিল আনন্দের উপর, সেই মেঘমল্লারকে হাসপাতালে দেখতে যাবার উদারতা; পুরো নির্বাচনী ক্যাম্পেইনের সময় হাসিমুখে ক্যাম্পাসের সকল ছাত্র-ছাত্রীদের কাছাকাছি যাওয়া - সব মিলায়ে এই প্রজন্ম এক নতুন দিনের আগমনী গান গাইতেছে। দলের ছোট গণ্ডি পার হয়ে পুরো ছাত্র সমাজের হয়ে উঠার, সবার জন্য কাজ করার।
এই উদারতা, এই যোগ্যতা, এই গঠনমূলক কর্মসূচি বাদে বাংলাদেশ ২.০ কেমনে হবে?
নতুন দিনের তরুণ নেতৃবৃন্দ - শুভকামনা তোমাদের কালকের নির্বাচনে। আল্লাহ তোমাদের বক্ষকে আরও প্রসারিত করে দিক, এই দেশের সকল মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধে নিরন্তর পূর্ণ থাকুক তোমাদের অন্তর।
#সাদিক-ফরহাদ-মহিঃএকটি সম্ভাবনার গল্প
galib