Belal Hossain シ

Belal Hossain シ ❤️সবার উপরে দেশ❤️

চাষাদের, মুটেদের, মজুরের ।।চাষাদের, মুটেদের, মজুরের ।।গরিবের নিঃস্বের ফকিরেরআমার এ দেশ ....সব মানুষের,সব মানুষের ,,,,সব ...
16/08/2025

চাষাদের, মুটেদের, মজুরের ।।
চাষাদের, মুটেদের, মজুরের ।।
গরিবের নিঃস্বের ফকিরের

আমার এ দেশ ....
সব মানুষের,
সব মানুষের ,,,,
সব মানুষের ।।

ছোটদের বড়দের সকলের…।।
ছোটদের বড়দের সকলের…।।
গরিবের নিঃস্বের ফকিরের ।।

আমার এ দেশ ...
সব মানুষের,
সব মানুষের।।
সব মানুষের ।।

এক পরিবেশবাদী  ভাইকে দেখলাম পোস্ট করতে, আর সেই পোস্ট শিয়ার করছে আমার এক বন্ধু!  "ভোলাগঞ্জের সাদা পাথর তুলে নিয়ে গেছে। হা...
12/08/2025

এক পরিবেশবাদী ভাইকে দেখলাম পোস্ট করতে, আর সেই পোস্ট শিয়ার করছে আমার এক বন্ধু!

"ভোলাগঞ্জের সাদা পাথর তুলে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার পাথর। নিয়ে কোথায় গেছে? শ্বশুরবাড়ি চলে গেছে? পাথর নিয়ে দেশের মার্কেটে বিক্রি হইছে (ভাবখানা এমন এই টাকা সরকারি কোষাগারে জমা হইছে)। তার মতে ফ্যাসিস্ট সরকার পর্যটনের দোহাই দিয়ে এখানকার পাথর উত্তোলন বন্ধ করেছিল ইন্ডিয়া থেকে সাদা পাথর আমদানি করার জন্য।

উনার মতে,

"এই যে নদীতে পাথর এগুলো কোথা থেকে আসে? এটা আল্লাহ্‌র এক কুদরত। ভারতের পাহাড় থেকে ঝরনার সাথে এই পাথর বাংলাদেশের অংশে এসে পড়ে। ভারত অনেক চেষ্টা করেও এই পাথরের আগমন ঠেকাতে পারেনি"। শেষমেষ বাংলাদেশের অংশ থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ হয় ইন্ডিয়ার চক্রান্তে। এতে করে পাথর জমে সেই পাশের পাথর আসার পথ রুদ্ধ হয়ে যায়।

পাথর দিয়ে নদী ভরাট থাকায় পানির সাথে পর্যাপ্ত পাথর আর ভেসে আসতে পারেনি। এখন সব তুলে ফেলাতে ফের পাথর আসা শুরু হবে। জনগণ তুলবে আবার আসবে(পাথর)। পাথর দেখতে পর্যটক এসেছে এখন পাথর তোলা দেখতেও পর্যটক আসবে। আমি তো সমস্যা দেখি না! বরঞ্চ পাথর উত্তোলন নিষিদ্ধ না থাকলে সরকার এখান থেকে কোটি টাকার রাজস্ব পাইতো।"

উনার মতে,

"বিপ্লব পরবর্তী ইন্ডিয়া থেকে পাথর আমদানি বন্ধ আছে। এই সংকট কিভাবে মিটতো সেই এনালাইসিস কি পর্যটন সাংবাদিক আর পরিবেশ মারানিদের আছে? (সংকট মেটাতে চুরি! লুটেরাদের পক্ষে সাফাই গাইছে )। মুল ঘটনা হইলো পরিবেশবাদীরা কিছু বললে উনার সন্দেহ লাগে, সেখানে ইন্ডিয়ার স্বার্থ আছে ( আসলে পরিবেশবাদীরা তোমার স্বার্থ দেখতে ব্যর্থ হয়েছে)"।

আমার কথা,

ইন্ডিয়ার স্বার্থ ইন্ডিয়া, বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ দেখবে। আমরা এইবার প্রয়োজনে পাকিস্তান, নেপাল থেকে সাদা পাথর আনবো। আমার প্রশ্ন হইলো তুই পাথর চুরি করলি ক্যান??
এদেশে পরিবেশ আর মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার সময় কারোর নেই। পরিবেশ নিয়ে কেউ কথা বললে আমাদের মনে হয় বিলাসী কারবার,গরিবের জ্বর হইলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার মত অবস্থা আর কি।
সব কিছুতেই কাউকে স্বৈরাচারের দোসর আর ইন্ডিয়ার দালাল ট্যাগ দিয়ে কি আমরা অপকর্ম করেই যাব? সব কিছু হালাল হয়ে যাবে? কবে আমরা বের হতে পারবো এমন মানসিকতা থেকে।.................................... ফুটফুটে সুন্দর।

সবার আগে দেশ 😍।
বাংলাদেশ জিন্দাবাদ।

05/08/2025

আগে সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগনের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।

৫ আগস্ট ২০২৫

05/08/2025
জি এম কাদের কাকে বহিষ্কার করবেন,কাকে নিয়ে দল চালাবেন সেটাও কি আদালত নির্ধারণ করে দিবে?আওয়ামী লীগ জাতীয় পার্টির মাননীয় চ...
31/07/2025

জি এম কাদের কাকে বহিষ্কার করবেন,কাকে নিয়ে দল চালাবেন সেটাও কি আদালত নির্ধারণ করে দিবে?

আওয়ামী লীগ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সৎ সচ্ছ ক্লিন ইমেজ জি এম কাদের উপর আদালত কতৃক নিষেধাজ্ঞা দিয়েছিল।

বর্তমান সরকার উনার কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এতেই প্রমাণ হয় বর্তমান সরকারের কর্মকাণ্ডের সাথে আগের সরকারের তেমন কোন পার্থক্য নেই।

দল চলবে জি এম কাদের স্যারের নিদের্শে বেআইনী নিষেধাজ্ঞা দিয়ে অন্তর্বর্তী সরকার প্রমান করেছে তারা নব্য ফ্যাসিবাদ।

তবে কোনো ষড়যন্ত্রেই জাতীয় পার্টির অগ্রযাত্রা থামাতে পারবেনা ইনশাআল্লাহ....

যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে জাতি : মেরুদণ্ড সোজা রাখা অসম্ভব অসম্ভব। এই দামাল ছেলেদের কন্ট্রোল না করতে পারলে জাতির  ভাগ্যে ...
29/07/2025

যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে জাতি : মেরুদণ্ড সোজা রাখা অসম্ভব অসম্ভব। এই দামাল ছেলেদের কন্ট্রোল না করতে পারলে জাতির ভাগ্যে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেনা।

এরা এখন দেশ চালায়, মন্ত্রণালয়, সচিবালয় চালায় সচিবদের ধমকায়, চাকরিচ্যুত করে ইত্যাদি। এখন মেধাবীরা ভীত-সন্ত্রস্ত, ভবিষ্যৎ নিয়ে শংকিত। অপরদিকে টোকাই, আধো শিক্ষিত বস্তির ছেলেরা বিভিন্ন নামে ( সমন্বয়ক, আহাম্মক) চাদাবাজী, করে বেড়াইতেছে।

28/07/2025

আগে কি সুন্দর দিন কাটাইতাম..

28/07/2025

আমিতো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝড়ে যায়....

মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধির কাজ কি কেউ বুঝিয়ে বলবেন।
27/07/2025

মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধির কাজ কি কেউ বুঝিয়ে বলবেন।

যে উদ্দেশ্যে জুলাই গনঅভ্যূত্থান তা আজ ভূলন্ঠিত। শেখ হাসিনা রাজাকার,একাত্তর আর আপনারা স্বৈরাচার, ২৪ করে করে দেশে অরাজকতা ...
27/07/2025

যে উদ্দেশ্যে জুলাই গনঅভ্যূত্থান তা আজ ভূলন্ঠিত। শেখ হাসিনা রাজাকার,একাত্তর আর আপনারা স্বৈরাচার, ২৪ করে করে দেশে অরাজকতা তৈরি করছেন। যা বৈষম্য আরো প্রকট আকার ধারণ করেছে।

যা ছিল তাই আছে মাঝখানে আমরা আমজনতা ইমোশনাল ব্লাকমেইল হয়েছি।

পদ্মা সেতু নির্মাণকালীন সময়ে।
27/07/2025

পদ্মা সেতু নির্মাণকালীন সময়ে।

27/07/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belal Hossain シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share