01/11/2025
আমরা একজন শাহরুখ খান কে হারিয়েছি, হা ঠিকই বলছি। সালমান শাহ্ ছিল আমাদের শাহরুখ খান। যদি সামিরা গৌরী হতে পারতো তাহলে সালমান শাহ্ একজন শাহরুখ খান হতে পারতো। আমরা একজন আন্তর্জাতিক মানের শিল্পী কে হারিয়েছি শুধুমাত্র সামিরার বাড়াবাড়ি র কারনে।
🎄আজ যদি সামিরা রাজ্জাক সাহেব এর বউ লক্ষীদি র মতো ঘরের বউ হয়ে থাকতো। গৌরী খান সব দিক থেকে শাহরুখ খান কে সহযোগিতা করেছেন, কিন সামিরা উল্টো বাধা দিয়েছে সালমান শাহ্ কে পদে পদে,মৌসুমির সাথে জুটি বেধে করতে গিয়ে ও সামিরার আপত্তি, শাবনুরের সাথেও অ আপত্তি, যদি পপির সাথে ও ছবি করতো সালমান তাহলেও ও সামিরার আপত্তি থাকতো। নিজেই তো সেইরকম। তাই কোথায় ও তার বিশ্বাস নেই।
🎄
ডন, আজিজ মোহাম্মদ বাহাই, রনি, এদের কথা তো এমনি এমনি পত্রিকায় আসেনি। সামিরার কারনেই আজ সালমান শাহ্ কে আমরা হারিয়েছি। এবং তার মা নীলা চৌধুরী তার বুকের ধন কে হারিয়েছে। সামিরা একটার পর একটা জামাই পালটাচ্ছে আর নীলা চৌধুরী ২৯ বছর পর ও ছেল্ব্র জন্য হাহাকার করে যাচ্ছেন।
🎄শাবনুর সহশিল্পী ছিলো মাত্র। শাবনুর এতো প্রতিভাবান শিল্পী ছিল যে যতজন নায়কের সাথেই ছবি করেছে সব হিট। সে এবং সালমান যদি জুটি করে অভিনয় করতো তাহলে আজ উত্তম সুচিত্রা র মতো জুটি হতো।
🎄সালমান শাহ্ কে ফিল্ম ইণ্ডাষ্ট্রি ও বয়কট করেছিলো সম্ভবত আজিজ মোহাম্মদ বাহাই কে চড় মারা বা ইত্যাদি আরও কারনে। সবাই হিংসা করতো সালমান কে। শাবনুর - সালমান জুটি কে। সামিরা আগুনে ঘি ঢেলে দিতো।
জানিনা তার আসল খুনি কে? বিচারেই সব বেরিয়ে আসবে