Maruf Rehman

Maruf Rehman This is the OFFICIAL page for ALL things Maruf Rehman related!
(11)

Maruf Rehman is a Bangladeshi author of 15 published books and a renowned content creator. Recently, his mega serial Probashi Poribar, written and directed by him, concluded on NTV. His novel Laboni was adapted into an OTT film, which won two categories at the Meril Prothom Alo Critics’ Awards. During his tenure as the Head of Content at Asiatic Mindshare, he worked on numerous popular projects. C

urrently, he runs his own content company, Golpo Dot Com, where he continues to produce creative works regularly.

চাদা চাইতে গিয়ে আটক।  আচ্ছা ওনারা কি NCP?  নাকি শুধুই সমন্বয়ক?!  নাকি অন্য কোনো দলে আছে। এদের কত যে দল, নামও তো জানি না।...
26/07/2025

চাদা চাইতে গিয়ে আটক। আচ্ছা ওনারা কি NCP?

নাকি শুধুই সমন্বয়ক?! নাকি অন্য কোনো দলে আছে। এদের কত যে দল, নামও তো জানি না।

জুলাই মাসেই এরা ধরা খেলো? এ কোন মুশিবত?

দেবেন না কেনো?  বান্ধবি আইফোনের সাথে একটা ফোল্ডিং ফোনও চেয়ছে। আই ফোন কম্পানি ভাজ করা যায় এমন ফোন বানায় না কেন? তাইলে ত এ...
26/07/2025

দেবেন না কেনো? বান্ধবি আইফোনের সাথে একটা ফোল্ডিং ফোনও চেয়ছে। আই ফোন কম্পানি ভাজ করা যায় এমন ফোন বানায় না কেন? তাইলে ত একটা ফোনেই হতো।

এ কোন মুশিবত বলেন।

আগে MB দিয়ে হয়ে যেতো। ওইফের আবার হাই স্পিড ওয়াইফাই লাগে৷ নাইলে নেটফ্লিক্স দেখা যায় না।

দুই লাখ টাকা বেশি চাদা চেয়েছে তাতে এত জ্বলে কেনো আপনাদের? খরচের আন্দাজ আছে আপনার? আগে তো শুধু উপর তলায় চাদার ভাগ দিতে হতো। এখন নিচ তলায়ও চায়, পাশের বাড়িও চায়। প্রতি তলায় চাদার ভাগ দিয়ে নিজের আর কত থাকে বলেন চাচা?

চাইনিজ এম্বাসেডরকে ডাকা হোক। তাকে একটা লিখিত প্রতিবাদ লিপি দেয়া যেতে পারে। আসিফ নজরুল পড়ে শোনাবেন। নজরুল- আপনাদের প্লেন ...
24/07/2025

চাইনিজ এম্বাসেডরকে ডাকা হোক। তাকে একটা লিখিত প্রতিবাদ লিপি দেয়া যেতে পারে। আসিফ নজরুল পড়ে শোনাবেন।

নজরুল- আপনাদের প্লেন ফেরত নেন।
এম্বাসেডর-- বিক্রিত মাল ফেরত হয় না।

নজরুল- ভালো মত বলছি নিয়ে যান। নাইলে প্লেন চাইনিজদের শাওয়ার ভিতর ভইরা দিমু।
এম্বাসাডর -- শাউয়া কি?

আসিফ ভাই শাওয়া ব্যাখ্যা করার জন্য তখন নতুন নেতা ভাইকে ডাকতে পারেন।। এর মধ্যে অবশ্যই সেখানে আসমানি খালা যাবেন।

খালা - চাইনিজ আসমান কাপে না? আমাদের আসমান কেপে প্লেন ভেংগে পড়েছে।

খালা আসমান কাপাতে থাকুক। এম্বাসেডরও ভয়ে কাপতে থাকুক। এই ফাকে আমরা অন্য আলাপ করি শোনেন।।

প্লেন আধুনিক হলেই যে এক্সিডেন্ট হয় না তা কিন্তু না। এক্সিডেন্ট ইজ এক্সিডেন্ট। এখানে যদি রাফায়েলও আকাশে উড়তো, সেটাও ভেংগে পরার চান্স ছিলো। আজকেও রাশিয়ায় প্লেন ভেংগে পরেছে। ভারতে রাফায়েল সহ বোয়িং ওড়ার আগেই নেমে গেলো। শত শত মানুষের মৃত্য।।

যদিও এয়ার ফোর্স থেকে এই ধরনের উদ্ভট দাবি করা হয় নাই। কিন্তু ফেসবুকে যেহেতু এই আলাপ হচ্ছে তাই আমি একটু আলাপে অংশ নিতে চাইলাম।

যদি সত্যিই চাইনিজ প্লেনে ত্রুটি থাকে, তাইলে আন্তর্জাতিক আদালতে মামলা করা যায়। চায়নার সমরাস্ত্র প্রতিযোগি হচ্ছে আমেরিকা, ভারত, তুরস্ক, ফ্রান্স। এরা সবাই আমাদের পক্ষে থাকবে।
আমি চাইলে ওরা খারাপ নস্ট প্লেন আমাকে বেচবে? আমি স্টুপিড, ওরাও স্টুপিড?? এই জিনিস কি গোপন থাকে? সারা দুনিয়াতে আর কোনোদিনও প্লেন দুরে থাক, চাইনিজ চাক্কাও তো বিক্রি হবে না।

এয়ার ফোর্সে সব থেকে মেধাবী ছেলেরা যায়। তারা জেনে শুনে বুঝে, একটা নস্ট প্লেন ফ্লাই করবে??

আসিফ ভাইর ২৬ লাখ ভারতিয়র মত প্লেনের আলাপ হচ্ছে।

তার চেয়ে বলেন, রানওয়ে সাইটে কেনো এত বড় স্থাপনা?
কেনো এত বড় স্কুলে প্রপার আগুন নিভানোর উপকরন নাই?
কেনো?

ক্রাইসিস ম্যানেজমেন্ট এত খারাপ কেনো?

পাবলিক না বুঝে কমেন্ট করতে পারে। কিন্তু যারা দায়িত্বে আছেন, তারা বুঝদারের মত আচরন করেন। নাইলে আপনাদেরও আসমান কেপে উঠবে।

শোনেন, চেয়ারে প্রতিদিন বসতে চাইলে, চেয়ার শক্ত মজবুত করতে হয়। কাগজের চেয়ারে বেসিদিন বসা যায় না। আমেরিকা রাশিয়ার মত দেশেও ক্রাইসিস হয়। কুইক রেসপন্স বলে একটা বিষয় আছে। সেইটা শেখেন। ফেসবুকে হাউ কাউ করা কোনো কাজের কথা না।।

24/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: এটি শুধু দুর্ঘটনা নয়, দীর্ঘদিনের গাফিলতির ফল। কেনো সেটা বলি শোনেন।

দুর্ঘটনার পেছনে শুধু আকাশপথের বিপর্যয় নয়, রয়েছে ভূমিপথের অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীনতার দীর্ঘ ইতিহাস।

এই কলেজটি মূলত রানওয়ের একেবারে সামনের দিকে গড়ে তোলা হয়েছে—যা নিয়মিত উড়োজাহাজ চলাচলের দৃষ্টিকোণ থেকে নিরাপদ নয় এবং প্রকৃতপক্ষে এটি অবৈধভাবে নির্মিত বলেই অভিযোগ রয়েছে।

এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় হাইড্রেন্ট বা অগ্নি নির্বাপক ড্রেনেজ সিস্টেম ছিল না। বরং ফায়ার সার্ভিসকে বাধ্য হয়ে পাশের নোংরা ড্রেনের পানি ব্যবহার করতে হয়েছে আগুন নেভাতে—যা এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ।

দুর্ঘটনার সময় স্কুল ছুটির পরেও অনেক শিশু সেখানে ছিল, যাদের জোর করে কোচিং করানো হচ্ছিল। প্রশ্ন হলো, যদি শিক্ষার্থীদের ক্লাসেই সঠিকভাবে পাঠদান না হয়, তাহলে একই শিক্ষক পরে কোচিং সেন্টারে কীভাবে পড়ান? একই বিল্ডিং, একই শিক্ষক—ক্লাসে দায়সারা পড়ানো, পরে কোচিং-এ অতিরিক্ত ফি নিয়ে 'বিশেষ ক্লাস'—এটি কি শিক্ষার নামে আর্থিক প্রতারণা নয়?

এই দুর্ঘটনা প্লেন ক্রাশ হওয়ার কারণেই ঘটেছে—এমনটা বললে আসল সমস্যা আড়াল হয়। প্লেন না ভেঙেও এই প্রতিষ্ঠানে যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারত। এখানে শিশুদের শুধু পড়ালেখার নামে চাপ দেওয়া হয়, তাদের মানসিক ও শারীরিক বিকাশের বিষয়টি কেউ ভাবেন না। কিন্তু এত অর্থ উপার্জন করেও তারা শিক্ষার্থীদের নিরাপত্তা, অবকাঠামো বা আগুন নির্বাপক ব্যবস্থার উন্নয়নে কোনো বিনিয়োগ করে না।

শিক্ষা যেন বাণিজ্যে পরিণত হয়েছে—যেখানে মানবতা নয়, টাকার অঙ্কই মুখ্য। এমন প্রাতিষ্ঠানিক লোভ, অব্যবস্থাপনা ও নিষ্ঠুর শিক্ষানীতি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে—এই ধরনের স্কুল কি আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলছে, না ধ্বংস করছে?


এতক্ষন ভদ্র ভাষায় কথা বললাম। জানি এই কথা কেউ শুনবে না। তাই এইবার আসল কথাটা বলি। স্কুল ম্যানেজমেন্ট এর সবাইকে স্কুলে আটকে, প্রপার এয়ার স্টাইক করা হোক। একদম মাটির সাথে মিশিয়ে দেয়া হোক। একটা শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠেছে দুর্নিতির মাধ্যমে, এরা বার কিসের শিক্ষা দেবে? শয়তানের বাচ্চা একেকটা।

কারো কাছে রাজনৈতিক  ধান্দা।কারো কাছে সহায়তার নামে চান্দা। যার যায় তারই শুধু পোড়ায়। এই কস্ট রাখার যায়গা আছে কোথাও? এই ক্ষ...
22/07/2025

কারো কাছে রাজনৈতিক ধান্দা।
কারো কাছে সহায়তার নামে চান্দা।

যার যায় তারই শুধু পোড়ায়।

এই কস্ট রাখার যায়গা আছে কোথাও? এই ক্ষত ভোলার কোনো উপায় আছে? বাচ্চাটা মক্রে গিয়ে বেচেছে। আর বাবা মা? তারা বাচবে কি নিয়ে?

বুকের ভিতরে কামড় দেবে না?

💔ক্রাইসিস যখন ক্ষোভ একটি দক্ষ সরকার কীভাবে চিহ্নিত হয়?সংকট আসবে—এটাই স্বাভাবিক। কিন্তু সেই সংকট কীভাবে মোকাবিলা করা হয়, ...
22/07/2025

💔ক্রাইসিস যখন ক্ষোভ
একটি দক্ষ সরকার কীভাবে চিহ্নিত হয়?
সংকট আসবে—এটাই স্বাভাবিক। কিন্তু সেই সংকট কীভাবে মোকাবিলা করা হয়, জনগণের মনে আস্থা ফিরিয়ে আনা হয় কীভাবে—সেটাই আসল নেতৃত্বের পরিচয়।
এই সরকার সেই পরীক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ।

বিমান দুর্ঘটনার মতো একটি জাতীয় ট্র্যাজেডির পর যেভাবে পরিস্থিতি হ্যান্ডেল করা হলো, তা শুধু করুণ নয়—বরং বিপজ্জনক।

শোকগ্রস্ত জাতিকে স্বস্তি দেওয়ার বদলে প্রশ্ন এড়িয়ে যাওয়া, অসংলগ্ন ব্যাখ্যা আর জবাবদিহির অভাব—এই সরকার জানেই না, ক্রাইসিসে মানুষ সবচেয়ে বেশি চায় 'আস্থা'।

তার ওপর আজকের পুলিশি অ্যাকশন, জনগণের আবেগ আর হতাশাকে আরও উসকে দিয়েছে।
সংঘাত এড়ানোর বদলে সরকার যেন ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢেলে দিয়েছে।

এ এক ভয়াবহ Disconnect—জনগণের নাড়ির স্পন্দন বুঝতে সরকার সম্পূর্ণ অক্ষম।

শুধু শক্তির জোরে কোনো সরকারই টিকে থাকতে পারে না।
টিকে থাকতে হয় বিশ্বাসের ওপর, আস্থার ওপর, এবং সময়োপযোগী সিদ্ধান্তের ওপর।
এই সরকার সংকটকে থামাতে পারছে না, বরং সংকটকেই উসকে দিচ্ছে।

যেখানে দরকার ছিল সহানুভূতি, সেখানে এসেছে হুমকি।
যেখানে দরকার ছিল জবাবদিহি, সেখানে এসেছে দম্ভ।
এর ফলাফল অনিবার্য — জনগণ ধীরে ধীরে ক্ষুব্ধ থেকে বিপদসীমায় পৌঁছায়। আর তখন সরকারের ব্যর্থতা শুধু রাজনীতিক নয়, রাষ্ট্রিক বিপর্যয়ে রূপ নেয়।

ডিয়ার সরকার, নিজেকে সামলান। প্রপার পলেটিশিয়ান সাথে নেন। রাস্ট্র চালানো আর দোকান চালানো এক না।

শিক্ষা উপদেষ্টাকে উচ্চ "শিক্ষা" দিতে সচিবালয় ঘেরাও।
22/07/2025

শিক্ষা উপদেষ্টাকে উচ্চ "শিক্ষা" দিতে সচিবালয় ঘেরাও।

সব যায়গায় আইন উপদেষ্টা হাজির হয় কেন? ওনার কাজ কি এখনে? স্বাস্থ, স্বরাস্ট্র এরা কই? শিক্ষা প্রতিষ্টান কি ওনার দায়িত্বে?বি...
22/07/2025

সব যায়গায় আইন উপদেষ্টা হাজির হয় কেন? ওনার কাজ কি এখনে? স্বাস্থ, স্বরাস্ট্র এরা কই?

শিক্ষা প্রতিষ্টান কি ওনার দায়িত্বে?
বিমান বাহিনি?
স্বাস্থ?

তাইলে?

ওহ ভুলে গিয়েছিলাম, কু বুদ্ধি আর গ্যাঞ্জাম ডিপার্টমেন্ট ওনার। সেটাই হচ্ছে এখানে। জুতা মেরেছে দেখলাম।

22/07/2025

স্বাস্থ্য উপদেস্টার শরির স্বাস্থ ঠিক আছে তো? দেখি না এই জন্য আরকি

আম্মু সকালে আর টিফিন বক্স গুছাতে হবে না। আমাদের ছুটি।। তোমরা ভালো থেকো। আমি একটু খেলি প্লিজ?💔💔নোট:: আপনার প্রিয়জন মারা য...
21/07/2025

আম্মু সকালে আর টিফিন বক্স গুছাতে হবে না। আমাদের ছুটি।।

তোমরা ভালো থেকো। আমি একটু খেলি প্লিজ?

💔💔
নোট::

আপনার প্রিয়জন মারা যাবে। যে কোনো সময়, যে কোনো দিন।।যাবেই যাবে।

তাই ভালো বাসার মানুষটাকে আজই ভালোবাসুন। প্রান ভরে, এখন থেকেই।

বাচ্চাটা গল্প শুনতে ভালোবাসে। কিন্তু আপনি এত স্ট্রেসে থাকেন, রাতে আর গল্প বলা হয় না। আজই বলুন। কাল আপনি নাও থাকতে পারেন।

আপনার বাবাকে নিয়ে স্যান্ডেল কিনতে যাবেন ভেবেছেন। বৃষ্টিতে বের হওয়া হচ্ছে না। কাল হয়তো বৃষ্টিও থাকবে না। বাবাও থাকবে না। আজই যান। ছাতা মাথায় দিয়েই যান।।

আপনার স্বামি একটা স্টুপিড। সে আপনার স্বামি। আপনার সব থেকে আপন জন। এই স্টুপিড লোকটাকে ক্ষমা করে দিন।।

আপনার পরিবারকে সময় দিন। আজই এক্ষুনি। আপনার কাজ, আপনার মোবাইল কালও থাকবে।

মানুষটা হয়তো আর থাকবে না।

নেতৃত্ব  অর্জনের চেয়ে নেতাদের রক্ষা কঠিন হয়ে যাচ্ছে। একোন মুশিবত?! যেখানেই যাচ্ছে বিশাল জনতা... সরি যানবাহন এর বহর। তাও ...
21/07/2025

নেতৃত্ব অর্জনের চেয়ে নেতাদের রক্ষা কঠিন হয়ে যাচ্ছে।
একোন মুশিবত?!

যেখানেই যাচ্ছে বিশাল জনতা... সরি যানবাহন এর বহর। তাও নিরাপত্তার বাহিনির বিশেষ বাহন।

সবাই খালি এদের ভুল বুঝে। সবাই দেখলেই স্লোগান দেয় "পিডা হালারে পিডা".

ডিয়ার ব্রাদার, ডায়পার বাচ্চাদের লাগে, কিন্তু বিক্রি করে বড়রা। আপনারা স্টুডেন্ট দের দলে কিছু "মাস্টার" রাখেন। মনে রাখবেন, সাইজ ম্যাটার। বুদ্ধি এবং বয়স দুইটার দরকার আছে। নাইলে সবাই খালি আপনাদের ভুলই বুঝবে।

একটা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের আগে এইধরনের কথাই বলা উচিত। পরিস্কার একটা রোড ম্যাপ। আরেকটা দল এখনো নিবন্ধনই পায় নাই। ...
19/07/2025

একটা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের আগে এইধরনের কথাই বলা উচিত।

পরিস্কার একটা রোড ম্যাপ।

আরেকটা দল এখনো নিবন্ধনই পায় নাই। অথচ সমানে খালি হুমকি, পিডাপিডি, লাগালাগি (মারামারি অর্থে) করেই যাচ্ছে। রাজনিতি এইভাবে হয়না বাজান।

"ফ্রিডম পার্টি" নামে একটা দল হইছিলো। ঠিক এমনই হাউ কাউ করতো৷ সংসদেও গিয়েছিলো আর্মির হাত ধরে।

এখন কিন্তু নাম গন্ধ চিহ্ন কিচ্ছু নাই।

এখনো সময় আছে দল গুছান। আসিফ নজরুলের বুদ্ধিতে হবে না। প্রপার রাজনৈতিক বুদ্ধি আছে এমন লোক জন সাথে নেন।।

Address

Dhaka

Telephone

+8801675120611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Rehman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf Rehman:

Share