27/11/2025
ব্যাংকে ভল্ট নামক একটা বড় সিন্দুক আছে। অইটা ব্যাংকের নিজের জন্য। সেটা সাইজে বিশাল হয়।
আর কাস্টমারের জন্য থাকে লকার। বড় বড় আলমারির সাইজ। সেই আলমারিতে ছোট ছোট খোপের মত মিনি সিন্দুক।
সাইজ ধরেন লম্বায় এক হাত। উচ্চতা আধা হাত। আপনার বিয়ের যেটা বড় সেট, অইটার বক্স ফ্লাট ভাবে ঢুকবে না। উচা করে এক সাইডে কাত করে রাখা লাগে।
বিয়ের গয়না টয়না সব সহ যা হবে ধরলাম ২০/৩০ ভরি? আপনি বক্স সহ রাখতে গেলে পারবেন না। ধরেন ৪/৫ টা বক্সে সব চেপে চুপে ভরবেন।।
১০০-২০০ ভরির গয়না রাখা যাবে। যদি কোনো বক্স না রাখেন।
তবে সোনার বার যদি রাখেন, অনেক রাখা যাবে। গয়না বেশি যায়গা নেয়। বড় ডিজাইনের গয়না চাইলেও ভাজ করা যায় না। আংটি চুড়ি হলে সম্ভব।।
ঘরে রাখার চেয়ে লকার সেফ। কিন্তু লকারের একটা ঝামেলা আছে, লকারে কি রাখছেন, সেটা ব্যাংক জানে না। তাই এখান থেকে কিছু হারালে সেটার দায় ব্যাংক নেবে না।
আমার মানিব্যাগেই টাকা নাই, লকার রাখার তো প্রশ্নই ওঠে না। তবে অনেক নামি দামি ব্যাংকের প্রমিয়াম লকার আমি দেখিছি। সেটা একটা সৌভাগ্য বলা যায়।
তো যেটা বলছিলাম, সমাজের অনেকেই লকার আর ভল্টের পার্থক্য বুঝতে পারছেন না। তাদের জন্য বললাম আরকি।