Sad Caption

Sad Caption কিছু একটা অপূর্ণ ছিলো যা পূর্ণ হয়নি.. ��
কেউ একজন আমারও ছিলো যে আমার হয়নি.. ���

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়—চিরকালীন সুখ...
06/02/2025

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।

মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়—চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মুহূর্ত—সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।

এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
তবে, এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্য একটি সত্য হলো: জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

মানুষকে খুব বেশি আপন ভাবতে নেই,মানুষ ময়লা ভাবে ছুঁড়ে ফেলে ডাসবিনে!😊💔
04/02/2025

মানুষকে খুব বেশি আপন ভাবতে নেই,মানুষ ময়লা ভাবে ছুঁড়ে ফেলে ডাসবিনে!😊💔

মায়াবতী তুমি আমাকে ঠকাওনি ঠকে তুমি নিজেই গেছো.! কারণ তুমি আমার খারাপ সময়ে পাশে ছিলা..ভালো সময় আসার আগেই হাত ছেড়ে দিলা.....
25/01/2025

মায়াবতী তুমি আমাকে ঠকাওনি ঠকে তুমি নিজেই গেছো.!
কারণ তুমি আমার খারাপ সময়ে পাশে ছিলা..
ভালো সময় আসার আগেই হাত ছেড়ে দিলা..!
তোমাকে Congratulations..
তোমার বিবাহিত জীবনের শুখি হও এই দোয়া করি...

মায়াবতী......আমি তোমাকে ভালোবাসি, এটা কখনো মিথ্যা ছিল না, এটা ছিল তোমার প্রতি আমার প্রেম, মায়া, এবং ভালোবাসা। আমি তোমাকে...
25/01/2025

মায়াবতী......

আমি তোমাকে ভালোবাসি, এটা কখনো মিথ্যা ছিল না, এটা ছিল তোমার প্রতি আমার প্রেম, মায়া, এবং ভালোবাসা। আমি তোমাকে চেয়েছি যেমনটি করে, একটা মানুষ মৃত্যুর আগে বাঁচতে চাই!

কখনো কি বুঝতে পারবে আমার এ অসীম ভালোবাসা না, বুঝতে তুমি পারবেনা, কখনো কি বুঝতে পেরেছিলে একটি মানুষের প্রতি একটি মানুষের মায়া, কি ভাবে তাকে ধ্বংস করে, এগুলো যদি তুমি বুঝতে পারতে, তাহলে হয়তো কখনো ছেড়ে যেতে না,

কখনো কি ভেবে ছিলে যে, তোমার অভাবে কেউ একজন মন খারাপ করবে, বিষন্নতা অনুভব করবে, নিস্তব্ধ নিঃসঙ্গ জীবন পার করবে, তুমি ভাবতে পারোনি, তোমার অভাবে কেউ একজন হাতে সিগারেট নিয়ে তোমাকেই ভেবে যাবে আমার হয়েও কেন আমার হলে না, বলতে পারো কি তিনি আমার, সবইতো ছিল একটা সুস্থ সুন্দর মন, তোমাকে হারানোর ভয়, নিজের করে পাওয়ার অপেক্ষা,, তোমাকে নিয়ে এ জীবন পার করে দেওয়ার আশা স্বপ্ন সবকিছুই তো ছিল, কেবল মাত্র তুমি আমার ছিলে না।

কি এমন ক্ষতি হতো তুমি আমার হলে, দিন কি কখনো রাত হতো না, সূর্য কি কখনোই আলো দিত না, পাহাড়কে তার বুকের জন্য বন্ধ করে দিত, কি এমন ক্ষতি হতো যার জন্য তুমি আমার হওনি বলো,
আমি জানি তুমি ভালো আছো, তবে আমি কেন ভালো নেই,

তোমার অভাবে কেমন জানি হয়ে গেছি, তোমাকে একদিন বলেছিলাম, তোমাকে হারালে আমি খারাপ হয়ে যাব, আসলেই আমি খারাপ হয়ে গেছি, তুমি কখনো বুঝতে পেরেছিলে যে তোমার অভাবে একটি ভালো ছেলে, সিগারেটের মতো ভয়ানক জিনিস পান করবে, আসলে আমি ধুমপান করে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি,

পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই বলে তোমাকে ভুলে যেতে, কি সাংঘাতিক কথা, আসলেই কি তোমাকে ভুলে যাওয়া সম্ভব বলো, তোমাকে না আমি ভালোবাসি, ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতই সহজ, যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলা যায় না, বরং সবার সামনে ভুলে যাওয়ার নাটক করা যেতে পারে তাই না। আমার একটা কথা জানতে ইচ্ছে করে, কখনোই কি তুমি আমাকে ভালবাসনি, কই আমি তো তোমার ভালবাসার কমতি দেখিনি, বরং আমি দেখেছি আমার প্রতি তোমার ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা, হে প্রিয় মায়াবতী আমি তোমাকে ভালোবাসি🥰,

আমি কখনোতোমার থেকে দূরে সরে যাইনি! হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে! আর আমি তাদের ভিড়ে হারিয়ে গিয়েছি!'
24/01/2025

আমি কখনো

তোমার থেকে দূরে সরে যাইনি! হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে! আর আমি তাদের ভিড়ে হারিয়ে গিয়েছি!'

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ নেই আমি কখনোই কারোর হতে পারিনি, তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেই হয়...
22/01/2025

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ নেই আমি কখনোই কারোর হতে পারিনি, তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মত একটা মানুষ ও আমি পাইনি।

তবে স্বল্প আবেগে নিস্বপবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট্ট জীবনে। অকারণে অপ্রয়োজনে খোঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূন্যের কৌটায় তবে সমকালীন সময় কাটানোর জন্য আমি অনেকেই শূন্যস্থান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে। আমার মন খারাপের একাকালীন সবিজ সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে। কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে। আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।

সাময়িকভাবে পাশে থেকে ও অনেকেই বন্যার স্রোতের মত রঙ বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে। আবার সেই স্রোতে তারা ভেসে ও গেছে। কেউ আজীবন থেকে যায়নি। সময় কত দ্রুতই না বদলে যায়। আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ে ফাঁদে পা ফেলে স্বার্থপর হয়ে চলে গেছে। কত মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক...

18/12/2024

সম্পর্কে অভিমান থাকুক
অভিনয় যেন না তাকে

10/11/2024

লজ্জা কিছু নেই.খুব গরিব ঘরের সন্তান আমি..? আমার সাথে মিশতে হলে স্বাথ সারা মিশতে হবে ভাই.. ❤️‍🩹🥀🥰

06/11/2024

Address


Telephone

+966509135282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sad Caption posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share