13/08/2025
বৃষ্টির দিনে পিতলের কড়াইতে মজাদার বীফ বিরানি রান্না করলাম।।তারপর শীতল পাটিতে বসে বিরানি খেতে খেতে বৃষ্টি উপভোগ করলাম।।বৃষ্টি হলে বাংলাদেশে বেশিরভাগ মানুষের মনই অন্য রকম হয়ে যায়। মানুষ বিভিন্ন রকম মজাদার খাবার তৈরি করে দিনটা বিশেষ করে তোলে। যাইহোক বৃষ্টি দেখা ও বিরানি খাওয়ার পর গোলাপ চা খেলাম। রান্নার অনেক কুকারিজ পরিবর্তন করছি। শরীর ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে নন স্টিকি আইটেম গুলো বাদ দিয়ে পিতলের জিনিসপত্র কিনছি। দৈনন্দিন জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতন থাকলে অনেক ধরনের রোগ কে প্রতিরোধ করা যায়।।