07/08/2025
📌📌 হারানো বিজ্ঞপ্তি 📌📌
রায়েরবাগ জোর খাম্বা থেকে এই মেয়েটিকে পাওয়া গেছে। মেয়েটি এখন শনির আখড়া পলাশপুর ৪ নাম্বার রোডে আছে । ওর নাম - তাজবি। বাবার নাম - ছলিমাতুল্লাহ এরকম কিছু। ( বাচ্চাটি খুব ভয় পেয়ে আছে ঠিক মত কিছু বলতে পারছে না) কেও ওকে চিনে থাকলে ওর পরিবারকে খবর দিন দয়া করে৷ আর শনির আখড়ার সবাই পোস্টটি শেয়ার করে দিন। মেয়েটি এখন পলাশপুর ৪নাম্বার রোডে আছে।
সবাই শেয়ার করে দিন দয়া করে🙏🙏🙏