29/03/2024
রাজনগরে ঘরে ঢুকে জবাই করে হত্যার হুমকি৷
বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ভেরীগাও গ্রামের আকলু মিয়ার ছেলে কাশিম মিয়াকে এই হুমকি দেওয়া হয়৷
জানাগেছে, গত ৫ মার্চ ২০২৪ ইং তারিখে ভেরীগাও গ্রামের ইরন মিয়ার ছেলে হাছন মিয়া কাতারের একটি মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে অডিও ভয়েস ক্লিপ পাঠিয়েছে অডিও ভয়েস ক্লিপে বলেছে যে, শিং খনন করে কাশিম মিয়ার ঘরে ঢুকে বাচ্চাদেরকে সহ ঘরের ছোট বড় সবাইকে একে একে দরে জবাই করে প্রাণে মারিয়া ফেলিবে এবং তার অপর ভাই কাইয়ুমকে বাংলাদেশে পাঠিয়েছেন এ অপরাধ মূলক কাজ সম্পন্ন করার জন্য অডিও ভয়েস ক্লিপে মন্তব্য করেছেন হাছন মিয়া৷
হুছন মিয়ার অডিও ভয়েস ক্লিপ থেকে জানাগেছে হুছন মিয়া ফ্রান্স থেকে আসার পূর্বে ফ্রান্সের এক মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে কাশিম মিয়ার মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাপে বিভিন্ন ধরনের অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে অডিও ভয়েস ক্লিপ পাঠায় এবং হুছন মিয়া দেশে আসার দশদিনের মাথায় বেপরোয়া হাল্লাগোল্লা শুরু করে দেয়।
গত ৪ মার্চ (সোমবার) রাত আনুমানিক ৯ঘটিকায় গ্রাম্য বিচার সাল্লিশের বৈঠকে হাছন মিয়ার ভাই হুছন মিয়া বিচারকদের সামনে মতিন মিয়ার ভাই কাশিম মিয়ার উপরে চেয়ার চুড়ে ফেলে পরে হুছন মিয়াকে সাল্লিশে থাকা লোকজন সহ উভয় পক্ষের লোকজন গনধুলাই দেয় ও ভিরের মধ্যে অজ্ঞাত কেহ তাকে চুরিকাঘাত করে, পরে হুছন মিয়ার মা আকাতারুন বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে কাশিম মিয়ার পুরুষ শুন্য বাড়ীতে মহিলা ও ছোট ছোট বাচ্চারা অনেক আতঙ্কে রয়েছে, মতিন মিয়া বলেছেন তাদের উপরে মামলা দায়ের করে বাড়ীতে পুরুষ শুন্যতার সুযোগে মহিলাদেরকে বিভিন্ন ভাবে বিব্রত করছে হুছন মিয়া ও কাইয়ুম মিয়া (গং) নিজের পরিবারের সকলের নিরাপত্তা চেয়ে রাজনগর থানায় কাশিম মিয়ার বড় ভাই মতিন মিয়া বাদী হয়ে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এমতাবস্থায় বড় ভাই মতিন মিয়া প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তার জোর দাবী জানান।
রাজনগর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, মতিন মিয়ার অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেছেন।