01/08/2025
🥀🙏 জননেতার জীবনের কিছু ইতিহাস🙏🫶👉🇧🇩💎
জননেতা জাতীয়
বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জনাব,
আব্দুর রাজ্জাক ছিলেন
বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন।
🥀🙏রাজনৈতিক জীবন ও অবদানঃ
ছাত্রলীগের সাধারণ সম্পাদক: তিনি ১৯৬৬-১৯৬৭ এবং ১৯৬৭-১৯৬৮ সালে পরপর দুই মেয়াদে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
🥀🙏৬ দফা আন্দোলনঃ
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
🥀🙏নির্বাচন ও সংসদ সদস্যঃ
তিনি ১৯৭০ সালে প্রথমবারের মতো পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
🥀🙏মুক্তিযুদ্ধঃ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম কমান্ডার। দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ যুদ্ধ সংগঠনে তাঁর অবদান ছিল অপরিসীম।
🥀🙏আওয়ামী লীগের সাধারণ সম্পাদকঃ
১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
🥀🙏বাকশালঃ
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ১৯৭৮ সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন।
🥀🙏পানিসম্পদ মন্ত্রীঃ
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন (১৯৯৬-২০০১)। তাঁর সময়েই ১৯৯৭ সালে ভারতের সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
🥀🙏যুদ্ধাপরাধীদের বিচারঃ
১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।