Israt Jahan

Israt Jahan It's My Blog

05/10/2025
এক ভয়ংকর ঘটনা শুনলাম আমার সহকর্মী ডাক্তারের কাছে । একটি আল্ট্রাসনগ্রাম ছবি দেখিয়ে তিনি আমাকে বললেন গতকাল এক মহিলা রুগী...
30/09/2025

এক ভয়ংকর ঘটনা শুনলাম আমার সহকর্মী ডাক্তারের কাছে । একটি আল্ট্রাসনগ্রাম ছবি দেখিয়ে তিনি আমাকে বললেন গতকাল এক মহিলা রুগী এসেছিলেন এক বাচ্চা এবরশন হওয়ার পর ১০ বছর হলো বাচ্চা হয় না । বাচ্চা না হওয়ার কারণে প্রথম সংসার ভেঙ্গে গেছে এবং ২ য় সংসারেরও স্বামী আবার বিয়ে করেছেন । তিনি কারো কাছ থেকে ডা: হোসনে আরা খানম এর নাম শুনে তাঁকে দেখাতে এসেছিলেন । আপু যথারীতি ফিজিক্যাল এক্সামিনেশন করেন এর পর একটি আল্ট্রাসনগ্রাম করে দেখতে পান তার জরায়ুর মাঝে একটি জন্মনিরোধক কপার টি পরানো রয়েছে ।তিনি আরও নিশ্চিত হওয়ার জন্য পিভি করে দেখেন যে কপার টি এর টেল রয়েছে । তিনি রোগীকে বুঝিয়ে হাসপাতাল আসতে বলেন । ডাক্তার যখন রোগীকে জিজ্ঞেস করেন কপার টি কবে পড়েছেন তিনি বলেন আমি কখনও পড়াই নাই । তখন বলেন প্রথম একটি বাচ্চা এবরশন হয়েছিলো সেটা কোথায় হয়েছিলো রোগী বলেন বাড়িতে তবে এর কিছুদিন পর তার প্রথম স্বামী বলেন চলো ভিতরে কোনো ময়লা যেনো না থাকে তাই ওয়াশ করাই । বুঝতে আর বাকি রইলো না ওই সময় তার চালক ধুরন্দর স্বামী কপার টি পরিয়ে নিয়েছেন ওখান থেকে যা তার অজানা ।যথারীতি কপার টি অপসারণ করেন এবং পরবর্তী চিকিৎসা প্রদান করেন । এই ঘটনাটা লিখলাম শুধুমাত্র একজন ভয়ঙ্কর অপরাধীর চিন্তা ভাবনা তুলে ধরার জন্য । আপনার বউকে আপনার পছন্দ না হলে সুন্দর ভাবে বিবাহ বিচ্ছেদ করেন কিন্তু এভাবে অপবাদ দিয়ে সারাজীবন তাঁকে দোষী করে রাখা কোনোভাবেই কাম্য নয়। 🙂

- সংগৃহীত

কারো বেডরুম নক না করে এ ঢুকে পড়া, না পারমিশন নিয়ে কারো টাওয়েল ব্যাবহার করা, মোবাইল ধরা, কারো ব্যাগ খোলা-এইগুলা যে অসভ্যত...
14/09/2025

কারো বেডরুম নক না করে এ ঢুকে পড়া, না পারমিশন নিয়ে কারো টাওয়েল ব্যাবহার করা, মোবাইল ধরা, কারো ব্যাগ খোলা-এইগুলা যে অসভ্যতা এইটা বেশীর ভাগ মানুষ বোঝেইনা৷ তারা এইটা কে কোন ব্যাপারই মনে করেনা।

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israt Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share