16/10/2025
আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা (বাংলা) ২০২৫ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা (বাংলা) ২০২৫ এর কেন্দ্রীয় পর্যায়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসি, কমান্ডার ৯ আর্টিলারি ব্রিগেড ও সভাপতি, পরিচালনা পর্ষদ।
ফাইনাল পর্বের বিতর্কের বিষয় ছিল এই সংসদ মনে করে যে, শিক্ষার সুষ্ঠু বিকাশে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন আবশ্যক। সরকারি দল হিসেবে অংশ নেয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, আর বিরোধী দল হিসেবে অংশ নেয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে দুই দলের প্রতিযোগীরা প্রাণবন্ত যুক্তিতর্ক ও চিন্তাশীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। বিতর্কের এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাকশক্তি ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।