15/08/2025
সাহাবী আবু জর গিফারি রাযি. চাদর মুড়ি দিয়ে মসজিদের কর্নারে বসা। জিবরাইল আলাইহিসসালাম নবীজি (ﷺ) -এর কাছে এসে বললেন,
'মসজিদের কর্নারে চাদর মুড়ি দিয়ে যে লোকটা বসে আছে এ লোকটাকে আপনারা সকলে যতটা চিনেন আমরা আকাশের ফিরিশতারা আরো বেশি চিনি। কারণ, তাঁর কথা আমাদের মাঝে আলোচনা হয়।'
নবীজী (ﷺ) বললেন, 'কেন?'
জিবরাইল আলাইহিস সালাম বললেন,
'তাঁর মাঝে দুইটি বৈশিষ্ট্য আছে।
এক. তিনি নিজেকে সকলের চাইতে ছোট মনে করেন।
দুই. তিনি বেশি বেশি قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ (সূরা ইখলাস) পড়েন।'
(তাফসীরে কাবীর ৩০/১৬০)