Abdur Rahman Sajib

Abdur Rahman Sajib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Rahman Sajib, Digital creator, Dhaka.

আমাদের বেশিভাগ পোস্ট কপি করা,, যদি কোন পোস্ট ছবি বা ভিডিও নিয়ে সমস্যা হয় দয়া করে জানাবেন,, আমরা তা সাথে সাথে ডিলেট করে দিবো।
বিনোদন পেতে পেইজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। 😊

20/10/2025

ইতিহাস সাক্ষী গাঞ্জুট্টিদের বউ সবসময় সুন্দরী হয়!

আম্মা আজকে কল দিয়ে কয়কিরে আব্বা তর কি হয়ছে তুই দেহি মারে ফোন দেছ না, মা তোর ফোনের অপেক্ষায় থাকি, তোর লগে কথা না বল্লে মা...
20/10/2025

আম্মা আজকে কল দিয়ে কয়

কিরে আব্বা তর কি হয়ছে তুই দেহি মারে ফোন দেছ না, মা তোর ফোনের অপেক্ষায় থাকি, তোর লগে কথা না বল্লে মা তো টেনশন করি,

বাবা তুই দিনে ২ মিনিট সময় বের করিছ আম্মার লগে কথা বলার জন্য, মা তোরে ২ মিনিট মনটা বরে দেখব খুব আদরের ছিলি তো না দেখলে পরান পুরে,

আর তুই নাকি এলোমেলো হয়ে চলাফেরা করিছ, আর তুই নাকি ঘুমাছ না, আর তর নাকি শরিল টা বেশি ভালো না, নিজের এতো অযন্ত কেন করিছ, জীবন টা নষ্ঠ করিছ না, নিজেকে ইকটু গুছা, কি নিয়া এতো চিন্তা করিছ বল...!

19/10/2025

দেড় ঘন্টা ধরে চোখ বন্ধ করে বালিশ কামড়ে বিছানায় পড়ে রইলাম। ঘুম নাই। আসে না। ঘুম খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। ঘুমের কথা মনে করলে ঘুম আসে না। যখন আর কিছুই ভাবছি না। মাথায় শুন্য। তখন আবার আমারই আরেকটা ফরম্যাট এসে বলে, "আমি কি এখন ঘুমের কথা ভাবছি?" তাহলে তো ঘুম আসবে না। এইটাও মনে করা যায় না। চ্যালেঞ্জিং। খুব চ্যালেঞ্জিং। 😐

19/10/2025

সাপ্তাহে একবার এই জঙ্গলে এসে স্বামীর উপর রা*গ ঝাড়ে স্ত্রীরা।🙂

18/10/2025

Dhaka Airport..

আজকে দেশের গুরুত্বপূর্ণ খবর৷ ১২ জন যুবতী মেয়েকে সাথে নিয়ে রিয়া মনিকে তালাক দিয়ে দেড় মণ দু*ধ দিয়ে গোসল করলেন গরীবের নেতা...
18/10/2025

আজকে দেশের গুরুত্বপূর্ণ খবর৷ ১২ জন যুবতী মেয়েকে সাথে নিয়ে রিয়া মনিকে তালাক দিয়ে দেড় মণ দু*ধ দিয়ে গোসল করলেন গরীবের নেতা হিরো আলম৷

তার এই গুরত্বপূর্ন নিউজ লাইভ ভিডিও করতে ভীড় জমিয়েছেন এই দেশের নামকরা সব বলগার আর ইউটিউমাররা৷

17/10/2025

সরি আমি একা কেন দেখব 😤আপনারাও দেখেন🙂

17/10/2025

ঝুলাই যোদ্ধা

এমসি কলেজ থেকে মেট্রিক পাস দিয়েছে 🤣

বারান্দায় বসে এগুলো দেখা লাগছে। ছি ছি ছি 🛌
17/10/2025

বারান্দায় বসে এগুলো দেখা লাগছে।

ছি ছি ছি 🛌

16/10/2025

কেউ আপনারে ভালোবাসলে, সেইটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। এ'ফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসারে দেখতে পাবেন।

আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফা'লতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই।

ভালোবাসা, মা'য়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়।

যার উপর অধিকার নেই তার উপর অভিমান করাটা বোকামী; মূল্যহীন। এই নির্মম সত্যটা আমরা সবাই জানি। তবুও আমরা এমন কিছু মানুষের উপ...
15/10/2025

যার উপর অধিকার নেই তার উপর অভিমান করাটা বোকামী; মূল্যহীন। এই নির্মম সত্যটা আমরা সবাই জানি। তবুও আমরা এমন কিছু মানুষের উপর অভিমান করে বসে থাকি যে হয়ত কখনো জানতেও পারেনা আমাদের অভিমানের কথাটা। অথচ নিভৃতে মানুষটার উপর আমাদের এক আকাশ অভিমান জ্বমে থাকে। কি অদ্ভুত

জিবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছ...
13/10/2025

জিবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছিলেন।
আবার উনি বলেছিলেন, তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করবো?
লোকটা উত্তরে বলেছিলেন,, আমি তোমাকে বিশ্বাস করি,, আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তান দের সঠিকভাবে মানুষ করবে।
ওনার অসংখ্য ইন্টারভিউ তে উনি বলেছেন ওনার নিজের মনের উপর কন্ট্রোল আছে,, উনি আর বিয়ে করবেন না।
খুব বেশিদিন হয়নি,

আসোলেই সময় বদলায় সাথে মানুষ ও!!🙂

Address

Dhaka
1600

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share