18/07/2025
আপনি যদি এমন কোন নারীকে জীবনসঙ্গী করতে চান—যিনি soft, surrendered, আর deeply connected থাকবেন আপনার সঙ্গে—তাহলে আপনাকেই হতে হবে সেই পুরুষ, যিনি lead করেন love দিয়ে, আর stability ও security provide করেন
একটা কথা মনে রাখবেন…
যদি তাকেও hustle করতে হয় আপনার মতো, বাইরে গিয়ে same burden carry করতে হয়, আর constant battle করতে হয় জীবন নিয়ে, তাহলে naturally সে feminine থেকে masculine energy-তে shift করবে।
সে তখন challenge করবে আপনার leadership! একারনে না যে, সে disrespect করছে, বরং এই কারণ যে সে তখন survival mode-এ আছে, surrender নয়।
একজন truly feminine woman তখনই bloom করে, যখন সে feel করে she is safe.
সে তখনই মন দিয়ে শুনে, যখন সে বুঝতে পারে she’s seen, she matters.
সে follow করে তখনই, যখন সে দেখে আপনার direction আসছে care থেকে, control থেকে না।
So, ask yourself honestly—
আপনি কি এমন একটা home বানাচ্ছেন, যেখানে সে নিজের softness নিয়ে শান্তিতে থাকতে পারে?
নাকি আপনি নিজের অজান্তেই তাকে একটা warrior-এ পরিণত করছেন, যাকে নিজের protection নিজেকেই করতে হয়?
Lead করুন তবে not to dominate, but to create space for her to be in her feminine.
Provide করুন but not just টাকা দিয়ে, but with your presence, emotional safety, আর grounded support দিয়ে।
Because, যত বেশি সে feel করে সে secure আপনার leadership-এ, তত বেশি সে flow করবে grace, trust, আর deep devotion নিয়ে।
Often, a woman’s behavior reflects the environment she lives in—if her partner is emotionally unavailable, disrespectful, or unsupportive, it can deeply impact her attitude and mental well-being.