FEKBD

FEKBD ফ্রীল্যান্সিং গাইড পেতে যোগাযোগ করুন।

বাইরের পৃথিবী যে আমাদের তেমন ভ্যালু করে না এটার মূল কারণ স্কিল ইস্যু না। কিংবা অশিক্ষিত মানুষের হার বেশি, আমরা অর্থনৈতিক...
27/06/2025

বাইরের পৃথিবী যে আমাদের তেমন ভ্যালু করে না এটার মূল কারণ স্কিল ইস্যু না। কিংবা অশিক্ষিত মানুষের হার বেশি, আমরা অর্থনৈতিক দিক থেকে দরিদ্র এগুলোও মূল বিষয় না আসলে। কারণ পৃথিবীতে এরকম অনেক জাতি আছে যারা দরিদ্র, শিক্ষার হারে পিছিয়ে তবুও অন্যরা তাদের অনেক ভ্যালু করে৷ আইপিএল বিগব্যাশে আফগানরা যেই ভ্যালু পায়, আমরা সেটাও পাই না। আইপিএলে আমাদের চেয়ে বিলো স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেয় যেমন - করিম জান্নাত, কিন্তু আমাদের নেয় না। এমনকি অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, পাকিস্তান থেকে নিউজিল্যান্ড আমাদেরকে পাত্তাও দেয় না কোনো আলোচনায়। জেসন গিলেস্পি, জনাথন ট্রট রা পাকিস্থান-আফগানিস্থানের কোচ হয়, কিন্তু আমরা আমাদের জন্য কোনো কোচ ই খুঁজে পাই না এখন। আমাদের যে সবাই একটু ছোট করে দেখে এইটা স্বয়ং সাকিব আল হাসান অবধি ফিল করেছে নানা সময়।

আমাদের কোথাও নিতে চায় না - এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা অনেক Uncultured। এটা শিক্ষিত, অশিক্ষিতের ব্যাপার না। আমরা এভারেজেই প্রচন্ড uncultured। অনেক সময় টিম করতে গেলে আমরা কম মেম্বার নেই তবুও বিশেষ কোনো মানুষকে টিমে ইনক্লুড করা থেকে বিরত থাকি না? কারণ তাকে দলে নিলে Diseconomies of Scale তৈরি হয়। কাজের এফিসিয়েন্সি কমে যায়৷ এভারেজ বাঙ্গালি হচ্ছে ঠিক ওইরকমের একজন মেম্বার, যাকে দলে নিলে দলের কালচার নষ্ট হয়। আর এটা আমাদের সবার মধ্যে। সবার মধ্যেই।

দেখবেন লোকাল বাসে উঠলে কেউ ভেতরের দিকে যেতে চায় না। কেন চায় না তার কোনো লজিক নাই। পেছনে ফাঁকা। সে সামনেই নেমে যাবে এমনটাও না। কিন্তু সে ভেতরে যাবে না। বাংলাদেশের লোকাল মার্কেটের দোকানদার, হকার বা রিক্সাওয়ালা আর দারোয়ানরা যে লেভেলের খারাপ ব্যবহার করে, সেক্সিস্ট মন্তব্য করে সেগুলো কখনো কেউ বলে না। বাসে কারো সাথে পা লাগছে বা ধাক্কা লাগছে, আপনি যদি বলেন সরি, দেখবেন উল্টো আপনার ওপর দিয়েই সব যাচ্ছে। অথচ বাংলাদেশের লোকাল বাসে এরকম হওয়াটা যে স্বাভাবিক এবং সরি বলাটা যে কোনো ক্ষতিপূরণ না বরং কার্টেসি - এই স্বাভাবিক জ্ঞানটুকু আমাদের নাই। আমরা বুঝিই না আসলে। এই ব্যাপার গুলো কিন্তু বইপত্র পড়ায়ে শেখানো যায় না কখনো। এগুলো একটা জাতির গড় কালচার। সে কিভাবে বড় হয়, কি কি শেখে, কিভাবে ভাবে - এগুলার উপর তার আচরণ গড়ে ওঠে। আমি সেদিন ড.মুহম্মদ ইউনূসের পিকিং বিশ্ববিদ্যালয়ের আলোচনা দেখছিলাম, সে প্রতিটা গ্রিটিংসের এন্সার দিচ্ছিলো, নিজে গ্রিট করছিল। একবার এক লেখায় পড়েছিলাম, খুব ছোটবেলায় ঐ লেখক/লেখিকার সাথে অমর্ত্য সেনের দেখা হয়েছিলো, অমর্ত্য সেন নিজে জিজ্ঞেস করেছিলেন - কেমন আছো?

আমাদের শিক্ষিত যারা তারাও কম যায় না। আমরা যত শিক্ষককে সালাম দেই, সালামের উত্তর পাই? আমি পাই না। ১% এর কাছে পাই বড়জোর। সালামের উত্তর দিতে কত সেকেন্ড টাইম লাগে বলেন তো! উনারা কতই বা বিজি থাকেন যে সালামের উত্তরটুকুও দিতে পারেন না? আসলে পারেন, কিন্তু দেন না। কারণ ঐটাই আমাদের কালচার। আমরা এরকমই। শিক্ষিত অশিক্ষিত ইস্যু না। একটু উপরের কারো সাথে কথা বলার সময় দেখবেন সে কখনো থেমে দাঁড়িয়ে কথা বলে না। সে যদি ব্যস্ত থাকে তাহলে নো অবজেকশন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কেউ অত ব্যস্ত থাকি না। হাটতে হাটতে কথা বললে আমাদের নিজেদেরকে সুপিরিয়র ফিল হয়, আমরা নিজেদের গুরুত্বপূর্ণ অনুভব করি। অথচ কারো সাথে থেমে অল্প হলেও কথা বলা যে একটা ম্যানার এই সেন্সটাই আমাদের নাই। আমরা ভাবতেই পারি না, মানুষকে ভ্যালু দেয়াটাও শিষ্টাচারের একটা অংশ হতে পারে।

ফুড রেঞ্জার্সের বাংলাদেশের ভিডিও গুলো যদি দেখেন, দেখবেন বিদেশি পেয়ে কেমন করতেছে। হালিম খাইতে চাইছে এক প্লেট! এরপর ৫০০ টাকার হালিম ধরায় দিছে, ৫০ টাকার জিনিস ২০০ টাকা রাখতেছে, পারলে চেয়ে আরো রেখে দেয় - ঐ যে আমারে দিতে কইছে - এর মতো। উপমহাদেশের দোষ দেবেন? আচ্ছা, এবার পাকিস্তানের গুলো দেখেন। কেউ টাকাই নিতে চায় না। বলতেছে মেহমান, টাকা নিবো কেন। একজন দুইজন না। প্রায় সবাই। টাকা নিতে চায় না। খুবই ছোট স্যাম্পলিং যদিও, কিন্তু এতেও দুই দেশের গড় মানুষের ভেতরের কালচার বোঝা যায় আসলে।

আপনি Shehwar & Maria ইউটিউব চ্যানেলের শেহওয়ারকে ভালোভাবে খেয়াল করতে পারেন। সে যখন বাইরের মানুষের সাথে কথা বলে, অপরিচিত কারো সাথে কথা বলে, বাসায় কথা বলে - বুঝবেন সে আমাদের চেয়ে কতটা আলাদা। He knows lots of courtesies। আমার বন্ধুকে দেখতাম, চা যখন খাইতো সে Compliments দিতো, রিক্সাওয়ালারে সরি বলতো, Courtesy মেইনটেইন করতো সুন্দর করে। এমন না ও অনেক বিনয়ী, কিন্তু Cultured। আমরা এভারেজে Uncultured জন্যই ঐ যে রাস্তায় কাউরে দেখে তার পোশাক নিয়ে কথা বলি, মোরাল পুলিশিং করতে যাই - এমন না এই জিনিস টেক্সটবুকে পড়লেই কেউ বুঝে যাবে সবকিছু। আমাদের বড় বড় স্কুল কলেজ ভার্সিটিতে এরকম Uncultured মানুষ যে কত্ত আছে তার ইয়ত্তা নাই। ওদেরই বা দোষ কি! আমরা সবাই এমন। কালচার ব্যাপারটা ভেতরে লালন করতে হয় আসলে। আমাদের মধ্যে নাই জন্যই আমরা যেখানে যাই স্ট্রাগল করি।

তাই কেউ আমাদের সহজে পিক করতে চায় না। স্কলারশিপ দিতে চায় না, চাকরি দিতে চায় না, দলে নিতে চায় না - কারণ আমরা পরিবেশ নষ্ট করে ফেলি।

একটা মজার গল্প পড়ছিলাম। সত্য মিথ্যা জানি না। এখনো এক্সপেরিয়েন্স করার সুযোগ পাইনাই। ইংল্যান্ডের যেখানে অনেক বাঙ্গালি থাকে, অই জায়গাটার নাম হয়ে গেছে বাংলা টাউন। বেশ ভালো। ব্রিটিশ দেশে বাংলা টাউন। আবার ইংল্যান্ডে সবচেয়ে বেশি খাদ্যে ভেজালও নাকি পাওয়া যায় ঐ বাংলা টাউনেই! নাহ অবাক হবার মতো কিছু না। কেননা ঢেঁকি স্বর্গে গেলেও ধানই ভানে!

Copied from Bold Opinions.

সাকিব দেশে আছে?
20/06/2025

সাকিব দেশে আছে?

18/06/2025

এবার গোবর-খেকো দেশ ভারতে আক্রমণ চালানোর ঘোষণা ইরান এর ।

টাকায় মন্দিরের ছবি প্রসঙ্গে ফজলে রাব্বি... টাকায় মসজিদের ছবি থাকলে, মন্দিরের ছবি থাকতে পারবে না কেন?প্রশ্নটা যৌক্তিক, কা...
06/06/2025

টাকায় মন্দিরের ছবি প্রসঙ্গে ফজলে রাব্বি...

টাকায় মসজিদের ছবি থাকলে, মন্দিরের ছবি থাকতে পারবে না কেন?

প্রশ্নটা যৌক্তিক, কারণ বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র — এখানে সব ধর্মের মানুষ বাস করে। তাই সব ধর্মীয় স্থাপনার সম্মানও রাষ্ট্রীয়ভাবে দেওয়া যেতে পারে।

কিন্তু প্রশ্নটা উঠছে তখন, যখন ২০ টাকার নোটে আগে ছিল 'ষাট গম্বুজ মসজিদ' — সেই জায়গাতেই এখন দেওয়া হয়েছে 'কান্তজীর মন্দির'।

প্রশ্ন হলো, মসজিদের জায়গাতেই কেন মন্দির?
৫০ টাকার নোটে অন্য কিছু ছিল — সেখানে কেন দেয়া হলো না? বা একদম নতুন কোনো নোটে কেন নয়? এমনকি ১০০, ৫০০ টাকাতেও দেওয়া যেত।

এই জায়গায় মুসলিম সমাজের একটা স্বাভাবিক কৌতূহল, এমনকি ক্ষোভও দেখা দিচ্ছে — কারণ তারা এটিকে ‘প্রতিস্থাপন’ হিসেবে দেখছে, 'সহাবস্থান' হিসেবে নয়।
আমরা দাদাদের দেশে (ভারত) মসজিদ ভেঙে মন্দির বানানোর অনেক দৃষ্টান্ত দেখেছি।
তাই বাংলাদেশের মতো স্পর্শকাতর জায়গায় এমন কাজ যদি ইচ্ছাকৃত হয়, তবে সেটা বিশাল সংকট তৈরি করতে পারে।

এটা কি নিছক নোটের ডিজাইন পরিবর্তন?
নাকি মুসলিম জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা? নাকি পরিকল্পিত কোনো প্ররোচনা?

এই প্রশ্নগুলো নিঃসন্দেহে খতিয়ে দেখা দরকার — কারণ ধর্মীয় অনুভূতি এখানে নিছক আবেগ নয়, বরং জনগণের অন্তরের গভীরে গাঁথা বিশ্বাস।

আমরা চাই শান্তি, সহাবস্থান, সম্মান —
কিন্তু সম্মানের নামে এক পক্ষের জায়গা দখল করে আরেক পক্ষকে দিলে সেটা সম্মান নয়, বরং বিভাজন।

🖌 ফজলে রাব্বি

কাজী নজরুল ইসলাম এর খুব জনপ্রিয় একটি কবিতা। সা*ধুর নগরে বে*শ্যা ম*রে*ছেপা*পে*র হয়েছে শেষ,বে*শ্যা*র লা*শ হবে না দা*ফ*নএইট...
05/06/2025

কাজী নজরুল ইসলাম এর খুব জনপ্রিয় একটি কবিতা।

সা*ধুর নগরে বে*শ্যা ম*রে*ছে
পা*পে*র হয়েছে শেষ,
বে*শ্যা*র লা*শ হবে না দা*ফ*ন
এইটা সা*ধুর দেশ।
জীবিত বে*শ্যা ভোগে তো আচ্ছা, ম*রি*লেই যত দোস?
দা*ফ*ন কা*ফ*ন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বে*শ্যা তো ছিল খাস মা*ল, তোদের রা*তের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
ম*রি*লে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খে*লা,
মু*খো*শ তোদের খু*লবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বে*শ্যার ঘর স্ব*র্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বে*শ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পা*পের দাবি।
স্বামী যখন ম*র*লো ভাবির দু*ধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
ম*রা লা*শে*র সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
প*তি*তা না*রীর জা*না*জা ক*ব*র এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জা*না*যায় যত দোষ,
বে*শ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বে*শ্যার তবু আছে পা*প বোধ নিজেকে সে ভাবে দো*ষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খো*দার খা*সি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বে*শ্যার দান -
কলেমা পড়েছে সেওতো তবে নামেতে মোসলমান!
বে*শ্যা নারী ব্য*ব*সায় নারী পুরুষরা, পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার ম*শাল নিয়ে ভা*ঙতে তোদের কল।

জন্মদিন ...
29/05/2025

জন্মদিন ...

যারা আমার WhatsApp এ নক দিয়েছিলেন কন্টেন্ট মনিটাইজেশান এর ব্যাপারে কিন্তু এখনো রিপ্লাই পাননি, তারা আমার নতুন এই আইডি তে ...
19/05/2025

যারা আমার WhatsApp এ নক দিয়েছিলেন কন্টেন্ট মনিটাইজেশান এর ব্যাপারে কিন্তু এখনো রিপ্লাই পাননি, তারা আমার নতুন এই আইডি তে ফলো দিয়ে ইনবক্স করুন। Fekbd Verse

https://www.facebook.com/fekbdverse

13/05/2025

ফেসবুকে আপনার সমস্যার সমাধানের আবেদন প্রক্রিয়া। যাদের বিভিন্ন ধরনের সমস্যা এখনো আছে একাউন্টে যেমন পলিসি ভায়োলেশন, কপিরাইট কন্টেন্ট অথবা পে আউট সেটিংসে সমস্যা তারা এভাবে এপ্লাই করতে পারবেন।

How to contact facebook for any type of issue on your profile or page.

যাদের কনটেন্ট এরকম তারা মনিটাইজেশান পাবেন না। ১) একটা পিকচার দিয়ে রীলস বা ভিডিও তৈরি ২) স্লাইড-শো দিয়ে রীলস বা ভিডিও তৈর...
13/05/2025

যাদের কনটেন্ট এরকম তারা মনিটাইজেশান পাবেন না।

১) একটা পিকচার দিয়ে রীলস বা ভিডিও তৈরি
২) স্লাইড-শো দিয়ে রীলস বা ভিডিও তৈরি
৩) .gif ফরম্যাট এর পিক দিয়ে তৈরি ভিডিও/রীলস

গতকাল অনেকের আইডি তে পার্টনার মনিটাইজেশান পলিসির কারনে বা পে-আউট সেটিংস কমপ্লিট না করার কারনে, অনেকদিন ইন-একটিভ থাকার কারনে বা অনেকের নামের কারনে এই মেসেজ শো করছে "Your ability to earn money on Facebook is limited."।

❌ সম্ভাব্য কারণসমূহ:

Policy Violation (নীতি লঙ্ঘন):

=> আপনার কনটেন্টে ভুল তথ্য, সহিংসতা, হেট স্পিচ বা কপিরাইট ভঙ্গ হয়েছে।

Copyright Issues:

=> অন্যের ভিডিও, মিউজিক বা ছবি ব্যবহার করেছেন অনুমতি ছাড়া।

=> Inactivity বা কম Engagement:

=> পেজে কনটেন্ট নেই বা রেগুলার আপডেট নেই।

=> Fake Engagement বা Misleading Activity:

=> ভুয়া লাইক/কমেন্ট বা মানুষকে বিভ্রান্ত করা পোস্ট।

Eligibility না থাকা:

=>দেশ, ফলোয়ার সংখ্যা বা ওয়াচটাইম অনুযায়ী আপনি এখনো উপযুক্ত নন।

যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তারা অনুগ্রহ করে অপেক্ষা করুন। কারণ সবাইকে রিপ্লাই দিতে সময় লাগবে। মিনিমাম এক দিন অপে...
12/05/2025

যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তারা অনুগ্রহ করে অপেক্ষা করুন। কারণ সবাইকে রিপ্লাই দিতে সময় লাগবে। মিনিমাম এক দিন অপেক্ষা করুন, সবাইকে রিপ্লাই দেয়া হবে। স্ক্রিনশট টা দেখুন একবার। ধৈর্য ধরা লাগবে।

এদের দুজনকে অবিলম্বে গ্রেফতার করা উচিৎ। এদের দেখে অনেকেই এরকম ওপেন গেট টুগেদার / লিভ ইন সম্পর্কে জড়াবে। দেশের ইমেজ নষ্ট ...
12/05/2025

এদের দুজনকে অবিলম্বে গ্রেফতার করা উচিৎ। এদের দেখে অনেকেই এরকম ওপেন গেট টুগেদার / লিভ ইন সম্পর্কে জড়াবে। দেশের ইমেজ নষ্ট করে এমন মানুষদের এভাবে মিডিয়ার প্রমোট করা ও একটি অসুস্থ জাতির লক্ষণ। এই নষ্টা মহিলা কি এমন যে সংবাদ সম্মেলন করে আর সাংবাদিকরা ছুটে যায়?

11/05/2025

প্রতি সপ্তাহে আমার পেইজ এ আপনাদের ফলোআর বাড়ানোর একটি পোস্ট থাকবে, প্রথমে একজন এর পেইজ বা প্রোফাইল এখানে উল্লেখ করে দেওয়া হবে এবং সবাই ফলো দিবেন। যারা ফলো দিবেন তাদের আইডি বা পেইজ এই পোস্টেই এডিট করে অ্যাড করা হবে। এভাবে একটা লম্বা লিস্ট হবে সবাই এভাবে ফলো দিলে সবার ফ্যামিলি বড় করতে পারবেন।

এই সপ্তাহের ইউজার - Khadiza Akter Erum । সবাই ফলো দিন এবং নিজের ফলোআর বাড়ান। যারা ফলো দিবেন তাদের প্রোফাইল/পেইজ এখানে অ্যাড করা হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FEKBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share