
14/07/2023
🔴🔴 ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য জরুরী তথ্য🔴🔴
যারা নতুন করে ভিসার আবেদন করছেন বা করবেন,
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে,
বর্তমানে ভিসা সিস্টেমে পরিবর্তন এসেছে,
টাইম এবং ডেট সিডিউল মেইনটেইন করে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে। যে যতো আগে ভিসা ফি প্রদান করবেন, ততো আগে তারিখ এবং টাইম স্লট পাবেন।
কারন ভিসা ফির মেসেজ এর সাথেই তারিখ এবং টাইম স্লট দেওয়া থাকে।
সুতরাং টাইম এবং ডেট ছাড়া কেউ কোন ভাবেই পাসপোর্ট জমা দিতে পারবেন না।
এবং যারা যমুনায় গিয়ে ভিসা ফি জমা দেওয়ার প্ল্যান করছেন, ভিসা ফি জমা দিতে পারবেন কিন্তু ঐ দিনে আপনি কোন সিডিউল পাবেন না।
সুতরাং অনর্থক কষ্ট করে গিয়ে ভিড় করে কোন লাভ নেই, আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, অন্যথায় সময় টাকা দুটোই নষ্ট হবে।।