Sangbad Bangla Live

Sangbad Bangla Live Media, News Company - Sangbad Bangla Live

20/11/2025

লিবার্টি গ্রুপের চেয়ারম্যান ইলিয়াসের অন্ধকার জীবনের গল্প

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর পরিবারের ১৪৬ ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের...
16/11/2025

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর পরিবারের ১৪৬ ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দিও এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে ওই ব্যাংক হিসাবগুলো জব্দ অবস্থায় রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কামরুল ইসলাম নামেন একজন আইনজীবী এ বিষয়ে একটি অভিযোগও দাখিল করেছেন।

অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অভিযোগটি ইতোমধ্যে আমরা পেয়েছি। বর্তমানের আমাদের যাচাই-বাছাই কমিটির কাছে রয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাখিল করা অভিযোগ ও বিএফআইইউ’র গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী, তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে জারা নামরীন ও ছেলে জারান আলী চৌধুরী চারজনের এখন পর্যন্ত ২৮টি ব্যাংকে ১৮৭টি হিসাব পাওয়া গেছে। এর মধ্যে ইবিএল চেয়ারম্যানের নামে ১৪টি হিসাব, তার স্ত্রীর নামে ১৫টি হিসাব, জারা নামরীনের নামে ৯টি হিসাব ও মো. জারান আলী চৌধুরীর নামে ৩টি হিসাব এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৪৬টি হিসাব পাওয়া গেছে। চলতি বছরের ১৫ জুন পর্যন্ত আসা হিসাব অনুযায়ী এসব ব্যাংক হিসাবে ৮ হাজার ৪০৭ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৫৮২.২২ টাকা জমা করা হয়। যার মধ্যে ৮ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৭৬০.৩১ টাকা উত্তোলন করা হয়েছে। ওই সময়ে ব্যাংকগুলোতে স্থিতির পরিমাণ ছিল ১ হাজার ৭৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ১৫৮ টাকা। উল্লিখিত হিসাবগুলোর কেওয়াইসি, হিসাব বিবরণী এবং অন্যান্য দলিল বিশ্লেষণ করা হয়েছে।

14/05/2025

উপদেষ্টা মাহফুজুল আলমের মাথায় বোতল নিক্ষেপের পর যা ঘটলো

14/05/2025

লায়লা আমার সাথে বড় ধরনের ব্ল্যাকমেলিং করেছে

03/03/2025

একেবারে ডেকেই মিডিয়ার উপস্থিতিতে নিজের সাথে থাকার জন্য যেই হুম-কি দিলেন টিকটক আর মামুনকে লায়লা

01/03/2025

পৃথিবীর যে সকল দেশের মুসলিমরা একই নিয়মে রোজা পালন করবেন জানিয়ে দিব সংবাদ বাংলা লাইভ এর মাধ্যমে,

24/02/2025

কক্সবাজারে বিমানবাহিনী ও গ্রামবাসীর সংঘর্ষের নি*হ*তের স্ত্রী যা বললেন,

17/02/2025

উত্তরা ৭নম্বর সেক্টরে রামদা দিয়ে প্রকাশ্যে কো'পা'নো সেই দুই যুবক গ্রে'ফ'তা'র 🔥

এলাকাবাসী প্রথমে উদম ক্যালান কেলিয়ে পরে পুলিশে তুলে দেয়।

রামদার কো'পে আহতরা হাসপাতালে ভর্তি

16/02/2025

প্রাইভেট চ্যানেলের সম্প্রচারের নিষেধাজ্ঞা দিল হাইকোর্ট

14/02/2025

চট্টগ্রাম পুট কানেক্টিং রোডে ভয়াবহ অ-গ্নি-কা-ণ্ড

14/02/2025

আওয়ামী লীগকে নি-ষি-দ্ধ করতে ভি ফি নূরের কঠিন বার্তা।

13/02/2025

এমন ঘটনার জন্য সবারই প্রতিবাদ করা দরকার বললেন কাফি,

Address

Dhaka
4000

Alerts

Be the first to know and let us send you an email when Sangbad Bangla Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sangbad Bangla Live:

Share