Mohammad Sujon

Mohammad Sujon মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য🌸

মহিলা মানুষের স্তনে mammary glands থাকে দুটো। কুকুরের থাকে ৮-১০টি। কোন নারীর সন্তান যখন জন্মের পর মারা যায় - সন্তানকে দু...
03/12/2025

মহিলা মানুষের স্তনে mammary glands থাকে দুটো। কুকুরের থাকে ৮-১০টি। কোন নারীর সন্তান যখন জন্মের পর মারা যায় - সন্তানকে দুধ খাওয়ানোর আর সুযোগ থাকে না।

তখন স্তনে দুধ জমে ভার থাকে। আর এই জমে থাকা দুধের কারণে হতে পারে সিরিয়াস ব্যথা, সেই সাথে হতে পারে ইনফেকশন! রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এই সমস্যাকে Mastitis বলে।

নারীর চেয়ে কুকুরের Glands বেশী থাকায়। কষ্টের পরিমাণটা আরও বেশী হতে পারে। নারীরাই এই কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে থাকেন।

আর যেই কুকুরের ৮টি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সেই কুকুরের শারীরিক কন্ডিশনের কথা ভাবুন! মানসিক অবস্থা কেমন সেটা তো ঐ মা কুকুরটার সন্তানদের জন্য ছটফট দেখলেই বুঝা যায়।

তবে গুডনিউজ হচ্ছে - সন্তান হারা মা কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন প্রাণীসম্পদ কর্মকর্তারা।

হত্যায় অভিযুক্ত নারীর সাক্ষাৎকার দেখলাম। ভাজা মাছটাও উল্টিয়ে খেতে পারেন না। এত নরম সুর। বস্তায় ভরার কথা স্বীকার করলেও, ডুবিয়ে হত্যার দায় এড়িয়ে যাচ্ছেন। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই কামনা।

আগামী ১২ জানুয়ারী বিড়াল হত্যায় অভিযুক্ত এক আসামীর আত্মপক্ষ সমর্থনে হাজিরা রয়েছে। এই আসামী গত ফেব্রুয়ারি মোহাম্মদপুর এপার্টমেন্টের একটি বিড়ালকে বিনা কারণে হত্যা করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিলো। প্রমান কিন্তু রয়েছে। তারপরেও এই মামলা আজকে ১ বছর ধরে চলছে!

সেখানে ৮টি কুকুরের বাচ্চা হত্যার বিচার কী আদৌ মিলবে?
তবুও সুষ্ঠু বিচার হোক। এই প্রার্থনায়।

বিশ্বের ৭০% সম্পদের মালিক এই ৭ জন,বাকি ৩০% এর মালিক আমরা ৮০৯ কোটি জন।
24/11/2025

বিশ্বের ৭০% সম্পদের মালিক এই ৭ জন,
বাকি ৩০% এর মালিক আমরা ৮০৯ কোটি জন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ সম্পূর...
19/10/2025

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত মূল্যবান কার্গোসহ প্রবাসীদের কফিনে রাখা লাশগুলো রক্ষা করা সম্ভব হয়নি।
দীর্ঘদিন পর প্রিয়জনের মরদেহ গ্রহণের আশায় বিমানবন্দরে উপস্থিত পরিবারগুলো ভয়াবহ এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন, কেউ আবার হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তাদের ভাষায় - “শেষবারের মতো মুখটা দেখারও সুযোগ পেলাম না।”

Source:
RTV

18/10/2025

গোলামের নাতিরা ঢাকা এয়ারপোর্টে পানির দাম প্রতি লিটার ৪০০/৫০০ টাকা করে বিক্রি করতেছে
🥲🥲🥲
বাঙালি,আবেগ বিপদ ব্যবসা 📌

11/10/2025

পুরুষের সৌন্দর্য তার রাগ নিয়ন্ত্রণে!

এদের কেউই এই দেশে বেড়ে উঠেননি। অথচ এই দেশের প্রতি সে-কি টান..!! হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকা...
09/10/2025

এদের কেউই এই দেশে বেড়ে উঠেননি। অথচ এই দেশের প্রতি সে-কি টান..!!
হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে আর সামিত গত পরশুই এলেন লম্বা জার্নি করে কানাডা থেকে।

রেজাল্ট পক্ষে আসেনি। আর এতেই চোখে মুখে রাজ্যের হতাশা। এক গোল করা হামজা তো সতীর্থকে দেখে মাথা নাড়িয়ে বলেই দিলেন “সরি” অথচ সবচেয়ে ইনফর্ম প্লেয়ারটা আজ তিনিই। সামিত যেন নড়তেই পারছেননা। ফাহমেদুল তো মাটিতে গড়াগড়ি খেয়েছেন কয়েকবার।

এটাই টান, দেশের প্রতি টান। আমরাও পাবো, শুধুই একটু সময় গুছিয়ে নেয়ার।

| ゚ l

সবুজ গম্বুজের দিকে তাকিয়ে চাঁদ নিজেকে হারিয়ে ফেলে।সে জানে, তার উজ্জ্বলতা ধার করা—যে নূর এখানে ঝরে, তা-ই তার আলো।তাই প্রত...
09/10/2025

সবুজ গম্বুজের দিকে তাকিয়ে চাঁদ নিজেকে হারিয়ে ফেলে।
সে জানে, তার উজ্জ্বলতা ধার করা—
যে নূর এখানে ঝরে, তা-ই তার আলো।
তাই প্রতি রাতে সে নত হয়ে পড়ে,
রওজার নূর থেকে কণিকা কণিকা আলো নিয়ে ফেরে নিঃশব্দে।

আমার জান, আমার মাল, আমার পরিবার—
সব আপনার তরে ক্বোরবান,
হে রহমাতুল্লিল আলামিন ﷺ।
আপনার দরবারেই নিরাপদ আমার ভালোবাসা,
আপনার নামেই প্রশান্ত আমার প্রাণ।

07/10/2025

#ন্যায়ের_পক্ষে_দাঁড়ানো_অপরাধ_নয় 💔
নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় আজ হুইলচেয়ারে শুয়ে আছেন এক সাহসী পুলিশ কর্মকর্তা — অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার ভাই।
গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে।

এটা শুধু একজন অফিসারের ওপর হামলা নয় — এটা পুরো রাষ্ট্রযন্ত্রের বিবেকের ওপর আঘাত।
প্রশ্ন উঠছে, এই ঘটনার সুষ্ঠু বিচার কি হবে?
যারা অন্যায়ের বিরুদ্ধে মাঠে দাঁড়ান, তাদের পাশে রাষ্ট্র কি দাঁড়াবে?

যদি এমন একজন অফিসার, যিনি আইনের শাসন প্রতিষ্ঠায় আপসহীন, হামলার শিকার হন —
তাহলে ভবিষ্যতে আর কে সাহস করবে সত্যের পক্ষে দাঁড়াতে?

আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অপরাধের প্রতিবাদ করি—
আজ আমাদের নিরাপত্তা, আমাদের সাহস—সবই প্রশ্নের মুখে।
এই প্রশ্ন এখন প্রতিটি বিবেকবান নাগরিকের! 🇧🇩




হাতে ও পায়ে ক্ষ'ত নিয়ে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। Md. Anwar Hossan sir
05/10/2025

হাতে ও পায়ে ক্ষ'ত নিয়ে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। Md. Anwar Hossan sir

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category