31/08/2025
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেপরোয়া গাড়ি চালনার কারণে কেড়ে নিল তরুণী শিক্ষার্থী তানজিবা সাইফুল তিশমা’র প্রাণ 😥
আজ নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় ১০ নং বাস সড়কে একটি রিকশাকে ধাক্কা দেয়, সঙ্গে থাকা যাত্রী হাজী মুহাম্মদ মহসিন কলেজের ডিগ্রী ২য় বর্ষের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী তানজিবা সাইফুল তিশমা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তিনি পরিবারের সঙ্গে নগরের মুরাদপুর এলাকায় বসবাস করতেন এবং গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।
🕊 মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করুন।
🤲 আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
➡️ আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে বিনীত আবেদন করছি—ঘটনায় জড়িত বাসটিকে দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং এর ন্যায়বিচার চাই।..