Mohammad Sujon

Mohammad Sujon মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য🌸

31/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেপরোয়া গাড়ি চালনার কারণে কেড়ে নিল তরুণী শিক্ষার্থী তানজিবা সাইফুল তিশমা’র প্রাণ 😥

আজ নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় ১০ নং বাস সড়কে একটি রিকশাকে ধাক্কা দেয়, সঙ্গে থাকা যাত্রী হাজী মুহাম্মদ মহসিন কলেজের ডিগ্রী ২য় বর্ষের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী তানজিবা সাইফুল তিশমা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তিনি পরিবারের সঙ্গে নগরের মুরাদপুর এলাকায় বসবাস করতেন এবং গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

🕊 মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করুন।
🤲 আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

➡️ আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে বিনীত আবেদন করছি—ঘটনায় জড়িত বাসটিকে দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং এর ন্যায়বিচার চাই।..

31/08/2025

যারা ছোট ছোট দু:খ পেলেই একটা স্ট্যাটাস মেরে দাও, ভাইয়া একটা কথা বলি, স্ট্যাটাস মেরে দিলে এমবি কমে দু:খ কমে নারে ভাইয়া।
🤣🤣

29/08/2025

নরসিংদীতে ভাঙছে অর্ধশত বছরের মাদক সাম্রাজ্য,
অভিযান শুরু করলেন এডিশনাল এসপি শামীম আনোয়ার।

আজ সকাল ১০ দিকে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে এক পথচারীর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে,  #মৃত্যু_ব্যক্তিকে_কেউ_চিনে থাকলে  গাজীপুর ...
29/08/2025

আজ সকাল ১০ দিকে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে এক পথচারীর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে,
#মৃত্যু_ব্যক্তিকে_কেউ_চিনে থাকলে গাজীপুর মেট্রোপলিটন এ যোগাযোগ করুন....

28/08/2025

আমাদের জানাজা নামাজ যদি অগ্রিম দেখতে পেতাম। জানাজায় লোক আসবে কিনা! দেশের মাটি পাবো কিনা তাহলে অনেকেই অন্যায় থেকে বিরত থাকতো

28/08/2025

একটা মেয়ে তার বাবার দারিদ্রতা মেনে নিতে পারে, কিন্তু স্বামীর দারিদ্রতা না, কারণ স্বামী বদলে ফেলার মতো অপশন থাকে, কিন্তু বাবা বদলে ফেলার মতো কোনো অপশন নাই🥀

27/08/2025

পকেটে টাকা থাকা সত্ত্বেও মার্কেটে গিয়ে নিজের পছন্দের জিনিস না কিনে ফিরে আসা মানুষটাকে কৃপণ বলে না, বাবা বলে।
😥

চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নাগরিকদের সদয় অবগত করা যাচ্ছে যে, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্...
24/08/2025

চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নাগরিকদের সদয় অবগত করা যাচ্ছে যে, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তিপর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদাদাবী, হুমকি, ভয়-ভীতি প্রদর্শনসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধ সংঘটনের অপপ্রয়াস করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী এধরণের চাঁদাবাজী, হুমকি, ভয়ভীতিসহ যে কোন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধের তথ্য সিএমপি কর্তৃক পরিচালিত “Hello CMP” Apps এ প্রদান করে মহানগরী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করা যাচ্ছে। উল্লেখ্য যে, তথ্য প্রদানকারী সম্মানিত নাগরিকদের ব্যক্তি পরিচয় গোপন রাখা হবে।

“Hello CMP” Apps টির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.hellocmp.design

অথবা প্লে স্টোরে “Hello CMP” লিখে সার্চ করলে Apps টি পাওয়া যাবে।

ফোনের ডায়াল প্যাড বদলে গেছে?চিন্তা করার কিছু নেই!----অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে হঠাৎ করেই তাদের স্মার্টফোন এর...
21/08/2025

ফোনের ডায়াল প্যাড বদলে গেছে?
চিন্তা করার কিছু নেই!

----

অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে হঠাৎ করেই তাদের স্মার্টফোন এর ডায়াল প্যাড বদলে গেছে এবং প্রায় সবাই চিন্তিত যে হঠাৎ করে সবার কেন হলো?

তাহলে বলি যে এটা নতুন কিছু না।

২০২৫ সালের জুন মাসে গুগল জানায় যে তারা নতুন ইউজার ইন্টারফেস নিয়ে আসছে (মেটেরিয়াল ডিজাইন ৩) এবং তারই জন্যে সবার স্মার্টফোনে বিশেষত যাদের নতুন ফোন, তাদের ক্ষেত্রে সবার আগে এই আপডেট টা দেখা যাবে। আর ঠিক এই কারণেই ফোনের ডায়াল প্যাড বদলে গেছে।

এর মধ্যে অনেক কিছুই বদলেছে যেমন হোম বাটন এসেছে। তারপর ফেভারিট বার এসেছে ইত্যাদি।

এন্ড্রোইড আগে আলাদা সংস্থা হলেও ২০০৫ সালে পুরো সংস্থাকে কিনে নেয় গুগল। তাই এই মুহূর্তে যত এন্ড্রোইড ফোন আছে, তার সমস্ত এন্ড্রোইড আপডেট গুগলের হাতেই রয়েছে।

মৃত্যুর পরে তোমার সমস্ত অহংকার শেষ।
11/08/2025

মৃত্যুর পরে তোমার সমস্ত অহংকার শেষ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category