
16/11/2023
দয়া করে এড়িয়ে যাবেন এটা বন্ধ করা আমার আর আপনার ঈমানি দায়িত্ব 🥰
আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই আমার ধারণা হচ্ছে, হয়তো এটা বয়কটের প্রভাব।
আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ই***য়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।
আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন।
স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম