28/11/2024
টুকিটাকি উইথ হালাল হিউমৌর পর্ব:০১
মাহফুজ বিন হাবিব
বাজার থেকে ৮০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনে এনে বউকে বললাম, "দেখোতো পছন্দ হয়েছে কিনা?"
বউ খুশিতে গদ গদ হয়ে বলল,"হুম।খুব সুন্দর হয়েছে!"তারপর চিরচেনা সেই প্রশ্ন,"দাম কত নিয়েছে গো?"
আমি বললাম,"তোমার জন্য কখনো কম দামী কিছু কিনেছি নাকি? শাড়ির দাম হলো ৩৬০০ টাকা"
বউ তো সেই খুশি।
তার কিছুদিন পরে,,,,,,,,,,,
দুপুরে লাঞ্চ করার সময় বউ হুট করে বলল,"এতো মিথ্যা বলা কবে শিখলা?
আমি তো থতমত খেয়ে গেলাম। চোরের মন পুলিশ পুলিশ।ভাবতে লাগলাম শাড়ির দাম বুঝে ফেলল নাকি!যাহোক,নিজেকে সামলে বললাম"আমি আবার কি করলাম?"
বউ:কি করছ বুঝনা?শাড়ির দাম ৮০০ টাকা।তুমি আমাকে ৩৬০০ বললা কেনো?
আমি:আরেহ না।কে বলে এসব তোমাকে!
বউ:পাশের বাড়ির ভাবি একই শাড়ি কিনেছে ৮০০ টাকা দিয়ে।আর তোমার কাছ থেকে ৩৬০০ টাকা নিছে তাইনা?
আমি:আরেহ শুনবা তো। রাগো কা?
বউ:চুপ বেডা।একদম চুপ!
আমি:কোনো হারাম কাজ তো করিনাই।বউ রে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ¹ ,তাই বলছি।নিজে রাগ করলে করো গে।
বউ:ওহ আচ্ছা।
তারপর বউ আমার কানে কানে বলল, পরশু তোমাকে না বলে পাশের বাড়ির ভাবির সাথে মার্কেটে গেসিলাম।বাড়িতে এসেও পরে আর তোমার ভয়ে বলিনি।
আমি রেগে গিয়ে :কিহ! কেনো বলোনি?
বউ:জীবন বাঁচানো ফরজ²।এই কথা জানেন না স্যার আপনি?তাই আর কি বলি নাই।
রেফারেন্স:
১.আবু দাউদ:৪৯২১
২. সূরা বাকারা:১৯৫