M Rahman

M Rahman The cure for pain is in the pain. Rumi✍️

28/11/2024

টুকিটাকি উইথ হালাল হিউমৌর পর্ব:০১
মাহফুজ বিন হাবিব

বাজার থেকে ৮০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনে এনে বউকে বললাম, "দেখোতো পছন্দ হয়েছে কিনা?"
বউ খুশিতে গদ গদ হয়ে বলল,"হুম।খুব সুন্দর হয়েছে!"তারপর চিরচেনা সেই প্রশ্ন,"দাম কত নিয়েছে গো?"
আমি বললাম,"তোমার জন্য কখনো কম দামী কিছু কিনেছি নাকি? শাড়ির দাম হলো ৩৬০০ টাকা"
বউ তো সেই খুশি।

তার কিছুদিন পরে,,,,,,,,,,,

দুপুরে লাঞ্চ করার সময় বউ হুট করে বলল,"এতো মিথ্যা বলা কবে শিখলা?
আমি তো থতমত খেয়ে গেলাম। চোরের মন পুলিশ পুলিশ।ভাবতে লাগলাম শাড়ির দাম বুঝে ফেলল নাকি!যাহোক,নিজেকে সামলে বললাম"আমি আবার কি করলাম?"

বউ:কি করছ বুঝনা?শাড়ির দাম ৮০০ টাকা।তুমি আমাকে ৩৬০০ বললা কেনো?
আমি:আরেহ না।কে বলে এসব তোমাকে!
বউ:পাশের বাড়ির ভাবি একই শাড়ি কিনেছে ৮০০ টাকা দিয়ে।আর তোমার কাছ থেকে ৩৬০০ টাকা নিছে তাইনা?
আমি:আরেহ শুনবা তো। রাগো কা?
বউ:চুপ বেডা।একদম চুপ!
আমি:কোনো হারাম কাজ তো করিনাই।বউ রে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ¹ ,তাই বলছি।নিজে রাগ করলে করো গে।
বউ:ওহ আচ্ছা।

তারপর বউ আমার কানে কানে বলল, পরশু তোমাকে না বলে পাশের বাড়ির ভাবির সাথে মার্কেটে গেসিলাম।বাড়িতে এসেও পরে আর তোমার ভয়ে বলিনি।

আমি রেগে গিয়ে :কিহ! কেনো বলোনি?
বউ:জীবন বাঁচানো ফরজ²।এই কথা জানেন না স্যার আপনি?তাই আর কি বলি নাই।

রেফারেন্স:
১.আবু দাউদ:৪৯২১
২. সূরা বাকারা:১৯৫

শায়খ আবু মুআবিয়া ইসমাইল কামদার।
28/11/2024

শায়খ আবু মুআবিয়া ইসমাইল কামদার।

28/11/2024

তোমরা বিপদাপদের জন্য ধৈর্যের প্রস্তুতি গ্রহন করো।

ইবনে মাজাহ-৪০৩৫

28/11/2024

বিপদে ধৈর্য ধরো।

সূরা লুকমান -১৭

29/06/2024

মানুষের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তার স্রষ্টাকে জানা, স্রষ্টা সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন, তিনি সৃষ্টি না করলে মানুষের পক্ষে এই দুনিয়ার জীবন লাভ করা সম্ভবপর হতোনা
★ মওলানা আবদুর রহীম রহ.

29/06/2024

রাসুল (সাঃ) বলেছেন: তোমরা অধিক পরিমাণে
لا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)
'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'
অর্থ: আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
পড়ো, কেননা এটি হলো জান্নাতের গুপ্তধন!
[সহীহ বুখারী | হাদিস: ৬৪০৯]

28/06/2024

অবশই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম
[সূরা আনফাল-৭০]

28/06/2024

"আমার বান্দাদেরকে সংবাদ দাও যে, আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু !
সূরা আল হিজরঃ ৪৯

27/06/2024

"আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,,,
শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন অপেক্ষা উত্তম ও বেশি প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। অক্ষম হয়ে পড়ো না। যদি তোমার কোন বিপদ আসে তবে বলো না, \"যদি আমি এরূপ করতাম তবে এমন এমন হতো।\" বরং বলো, \"আল্লাহ তাকদীরে এটাই রেখেছেন। তিনি যা চেয়েছেন, করেছেন।\" কেননা ‘যদি’ শব্দটি শয়তানের কাজ করার পথ খুলে দেয়।

সহীহ মুসলিম, হাদীস ২৬৬৪

27/06/2024

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
-সূরা তাকাসূর, আয়াতঃ ০১

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when M Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Rahman:

Share