ক্যানভাস প্রকাশনী

ক্যানভাস প্রকাশনী সাহিত্যের ধ্রুপদী চরাচর...

কবির মৃত্যুতে আমরা শোকাহত।তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন।বিনম্র শ্রদ্ধা।
14/12/2024

কবির মৃত্যুতে আমরা শোকাহত।তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন।

বিনম্র শ্রদ্ধা।

শুভ জন্মদিন
14/06/2022

শুভ জন্মদিন

২৫/০৫/২০২২ ইংরেজী১১ জৈষ্ঠ্য,১৪২৯ বাংলা"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই"।জাতীয় কব...
25/05/2022

২৫/০৫/২০২২ ইংরেজী
১১ জৈষ্ঠ্য,১৪২৯ বাংলা

"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,
যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই"।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম
জন্মবার্ষিকীতে জানাই সহস্র সালাম, পুষ্পিত শুভেচ্ছা ও ভালবাসা।ক্যানভাস পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।

May the God Almighty open the doors of happiness for you and fulfil all your dreams. Eid Mubarak to you and your family!
03/05/2022

May the God Almighty open the doors of happiness for you and fulfil all your dreams. Eid Mubarak to you and your family!

 িয়ে_বিখ্যাত_ব্যক্তিদের_উক্তি১। বই পোড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে। সেগুলোর মধ্যে একটি হল বই না পড়া।There are worse ...
15/04/2022

িয়ে_বিখ্যাত_ব্যক্তিদের_উক্তি
১। বই পোড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে। সেগুলোর মধ্যে একটি হল বই না পড়া।
There are worse crimes than burning books. One of them is not reading them.
(জোসেফ ব্রডস্কি-Joseph Brodsky)

২। আমার লেখার যে অংশ পাঠককে তৃপ্তি দেয়, সেটুকু বর্তমানের জন্য; আর যে অংশ তাদের ক্ষুব্ধ করে সেটুকু ভবিষ্যতের জন্য।
(হুমায়ুন আজাদ -Humayun Azad)

৩। এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। হুমায়ুন আজাদ (Humayun Azad)

৪। বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানেনা এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।
The man who does not read has no advantage over the man who cannot read.
মার্ক টোয়েইন (Mark Twain)

৫। কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো।
The best way to become acquainted with a subject is to write a book about it.
বেঞ্জামিন ডিজরেইলি (Benjamin Disraeli)

৬। একটি ভালো উপন্যাস আমাদের সামনে নায়ক সম্পর্কে সত্য তুলে ধরে কিন্তু বাজে উপন্যাস লেখক সম্পর্কে সত্য তুলে ধরে।
A good novel tells us the truth about its hero; but a bad novel tells us the truth about its author.
জি কে চেস্টারটন (Gilbert Keith Chesterton)

৭। বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত।
A room without books is like a body without a soul.
মার্কাস টুলিয়াস সিসারো (Marcus Tullius Cicero)

৮। গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়। (সিডনি স্মিথ)

৯। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়না। ( সৈয়দ মুজতবা আলী)

১০। বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।
(শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)

১১। একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। (টুপার)

১২। বই হচ্ছে মস্তিষ্কের সন্তান। (সুইফট)

১৩। আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু নেই। (এনড্রিউ ল্যাঙ)

১৪। আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি। (ভিনসেন্ট স্টারেট)

১৫। ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ লোকের সাথে আলাপ করার মতো। (দেকার্তে)

১৬। A room without books is like a body without soul. (Marcus Tulious Sesaro)

১৭। ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। (স্পিনোজা)

১৮। আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। (নর্মান মেলর)

১৯। একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না। (আর ডি কামিং)

২০। একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। (চীনা প্রবাদ)

২১। একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়।

অস্কার ওয়াইল্ড

২২। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদেরসুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। জেমস রাসেল

২৩। আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। (ফ্রাঞ্জ কাফকা)

২৪। পড়, পড় এবং পড়। (মাও সেতুং)

২৫। জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই। (ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ)

২৬। বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। (রবীন্দ্রনাথ)
~সংগৃহীত(( )

16/12/2021
শুভ জন্মদিন আজন্মকালের কিংবদন্তি হুমায়ূন আহমেদ : আদিল সাদ।।আজ বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের...
13/11/2021

শুভ জন্মদিন আজন্মকালের কিংবদন্তি হুমায়ূন আহমেদ : আদিল সাদ।।
আজ বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ৷ তার ডাক নাম ছিল কাজল৷ বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ৷
১৯৭২ সালে প্রকাশিত হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ পাঠকমহলে এতটাই নন্দিত হয়েছিল যে এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে৷ ২০১২ সালের ১৯ জুলাই মারণব্যাধি ক্যান্সারের কাছে হার মানার আগে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক- প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি৷
রসবোধ আর অলৌকিকতার মিশেলে বাংলা কথাসাহিত্যকে সমৃদ্ধ করেছেন হুমায়ূন আহমেদ৷ তাঁর সৃষ্টি হিমু, মিছির আলী, বাকের ভাই চরিত্রগুলো পেয়েছে ‘অমরত্ব’৷ তাঁর লেখা গানগুলো এখনও মানুষের মুখে মুখে৷

১৯৮০-১৯৯০ এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা শুরু করেন তিনি৷ ১৯৮৩ সালে তার প্রথম টিভি কাহিনীচিত্র ‘প্রথম প্রহর’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলে বেশ জনপ্রিয়তা পায়৷
নব্বই দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরো মনোযোগ দেন হুমায়ূন আহমেদ৷
তাঁর টেলিভিশন ধারাবাহিকগুলোর মধ্যে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘অয়োময়’, ‘আজ রবিবার’, ‘নিমফুল’, ‘তারা তিনজন’ ‘মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘সবুজ সাথী’, ‘উড়ে যায় বকপঙ্খী’, ‘এই মেঘ এই রৌদ্র’ এখনও ইউটিউবে খুঁবে বেড়ান অনেকেই৷
হুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনার ছবিগুলোর মধ্যে ‘আগুনের পরশমণী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’ দর্শক ও সমালোচকদের মন জয় করেছে৷ ‘খেলা’, ‘অচিন বৃক্ষ’, ‘খাদক’, ‘একি কাণ্ড’, ‘একদিন হঠাৎ’, ‘অন্যভূবন’ এর মত নাটকগুলোর আলোচিত ডায়লগ এখনও অনেকের মুখেই শোনা যায়৷
বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন তিনি৷ এছাড়া বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ূন কাদিও স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কারসহ (১৯৮৮) অসংখ্য সম্মাননা পেয়েছেন নন্দিত এই কথাসাহিত্যিক৷
জাপান টেলিভিশন ‘এনএইচকে’ হুমায়ূন আহমদকে নিয়ে নির্মাণ করে ১৫ মিনিটের তথ্যচিত্র ‘হু ইজ হু ইন এশিয়া’৷

Address

South Karaniging, Hasnabad
Dhaka

Telephone

+8801794707280

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যানভাস প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্যানভাস প্রকাশনী:

Share

Category