16/09/2025
জীবন শুধুই দুঃখ-কষ্টের গল্প নয়। এর মাঝে কিছু মুহূর্ত এমন থাকে, যা সারাজীবন হৃদয়ে ঝলমলে আলো হয়ে জ্বলতে থাকে। সুন্দর মুহূর্তগুলো কখনো হয় প্রিয় কারো হাসিতে, কখনো নিঃশব্দ কোনো বিকেলে, আবার কখনো হয় কোনো ছোট্ট ভালোবাসায়। এই মুহূর্তগুলোই আমাদের ক্লান্ত জীবনে এনে দেয় প্রশান্তির স্পর্শ, সুখের চিহ্ন।
জীবনের সব গল্প গুরুত্বপূর্ণ নয়, কিছু সুন্দর মুহূর্তই হয়ে ওঠে পুরো গল্পের শ্রেষ্ঠ অংশ।
সুখী হওয়ার জন্য বড় কিছু দরকার নেই, একটি ছোট্ট সুন্দর মুহূর্তই যথেষ্ট....