KOLPO KOTHA

KOLPO KOTHA এমন কিছু হচ্ছে যা আমরা জানি না।

07/07/2025

আমি যখন যুদ্ধে যাই।

05/07/2025

আমার মাঝে মাঝে ইচ্ছে করে সব ভেঙে ফেলতে।
ইচ্ছে করে প্রচন্ড জোরে চিৎকার করতে।
মাঝে মাঝে মনে হয় নিজের মাথাটা কেটে ফেলে দেই।
আমার খুব অসহায় লাগে রাতে।
দিনের বেলা রাতের ঘুম না হওয়া জানান দেয়, তখন নিজেকে ভীষন গালিগালাজ করি।
মাঝে মাঝে শরীরে কেমন একটা অস্থিরতা সৃষ্টি হয়।
তখন হাত পা থেতলে দিতে ইচ্ছে করে।
আমার ভীষন যন্ত্রনা, এ জন্মে যাবে না।
#গভীর_ছাঁই

05/07/2025

যারা ঘুমায় না বহুকাল তারা কাদবে, খুব কাদবে।

আহ্ মানুষ।
03/07/2025

আহ্ মানুষ।

21/06/2025

তোমাকে জরিয়ে ধরার কথা মনে আছে?

20/06/2025

অন্ধকারছন্ন ঘরটায় একটা কালো প্রদীপ জ্বলে।

হারিয়ে যাব।
19/06/2025

হারিয়ে যাব।

19/06/2025

এই যে হাসতে ভুলে গেলাম।

সাধুসঙ্গ নিয়েছিলাম ২০১৮ সালের শেষের দিকে।তখন থেকেই শুধুই প্রাপ্তি। নিজের এই অন্যরকম জগৎটা বেশ আহামরি টাইপের সুন্দর।পরিতৃ...
17/06/2025

সাধুসঙ্গ নিয়েছিলাম ২০১৮ সালের শেষের দিকে।
তখন থেকেই শুধুই প্রাপ্তি। নিজের এই অন্যরকম জগৎটা বেশ আহামরি টাইপের সুন্দর।
পরিতৃপ্ত আত্মাকে আরও পরিতৃপ্তির ভেতরে নিচ্ছি।
দিন যাচ্ছে, আমার নিজের তৈরি ধারায় আমি ভাসছি, ভাসছে কিছু সৌভাগ্যবান।
আমি এবং আমরা প্রকৃতির আনন্দে মরি।
এতোটা স্পর্শ করি, যতটা স্পর্শ কোনো কামুক প্রেমিক তার প্রেমিকার দেহের শাখা-প্রশাখায়ও করতে পারেনি।

কেন বৃষ্টিতে তোমার মন ভেজে না?
কেন বৃষ্টিতে তোমার উন্মাদনা হয় না?
একটা কবিতা আছে আমার।
এটা মাঝে মাঝে জপ কইরো—

“বৃষ্টিতে তোমার শরীর ভেজে,
মন ভেজে না কেন?
মনও তোমার ভিজত যদি,
মনের মতো হত।”
#গভীর_ছাঁই

16/06/2025

ওরা মনের দুঃখ দেখে না।

আহ্ দেহ,তোমার শেষ হয়ে যাওয়া উপভোগ্য কষ্ট হৃদয়ে নাড়া দেয়।বিপরীত লিঙ্গের নগ্ন শরীর দেখে, তোমার লোভ মনকে নষ্ট করে দেয়।আহ্ দ...
16/06/2025

আহ্ দেহ,
তোমার শেষ হয়ে যাওয়া উপভোগ্য কষ্ট হৃদয়ে নাড়া দেয়।
বিপরীত লিঙ্গের নগ্ন শরীর দেখে, তোমার লোভ মনকে নষ্ট করে দেয়।

আহ্ দেহ, তুমি নিস্তেজ হলে মারা যাই,
অথচ তোমাকে সতেজ করতে কত কী বাহানা!
কে আছে এই দেহখানা কবর অবধি নিয়ে যাবে?
প্রভু না চাইলে কোনো দেহ, নিস্তেজ দেহ, বয়ে চলে না।
মাটিকে উর্বর করে তুলে কাকে ফসল খাওয়াবে তুমি?

আহ্ দেহ,
কি যন্ত্রনাই না আছে তোমার!
এতো লোভ, এতো লালসা, এতো কামুকতা, এতো আরাম!
শেষে কি না, পুড়ে যাও হিন্দু হয়ে শ্মশানে,
খ্রিষ্টান হয়ে ভেঙে পড়ো মাটির তলায়—
আর কী কী হবে? আর কী কী হও? আমার জানা নেই।
জৈবিকতা ছড়িয়ে, ভাতের তৃপ্তি ভুলে গিয়ে, কোথায় যাচ্ছ?

আহ্ দেহ,
আমি বড্ড অসহায়, তোমাকে দিন দিন হারিয়ে ফেলছি।
এই বুঝি নিয়তি? এই বুঝি ছিল লেখা? এই বুঝি জীবন?

এ কেমন ভাষা,
যা দিয়ে সব প্রকাশ করা যায় না!
#গভীর_ছাঁই

Address

Dhaka

Telephone

+8801910261228

Website

Alerts

Be the first to know and let us send you an email when KOLPO KOTHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share