স্মৃতির আর্তনাদ

  • Home
  • স্মৃতির আর্তনাদ

স্মৃতির আর্তনাদ আপনার প্রিয় মানুষ টা কে হারাতে দিয়েন না,🌸প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা খুব ভয়ংকর 😥 স্মৃতির আর্তনাদ
(58)

চিনা চিনা লাগে🤣
20/04/2025

চিনা চিনা লাগে🤣

11/04/2025

follow me

26/01/2025

কেমন আছো সবাই

এই লোকটির পরিচয় পেতে সহায়তা করুন।  ইতালি যাওয়ার পথে জাহাজে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউনকিন্তু সা...
18/05/2024

এই লোকটির পরিচয় পেতে সহায়তা করুন।
ইতালি যাওয়ার পথে জাহাজে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউন

কিন্তু সাথে তার কোনো পরিচয় পত্র পাওয়া যাইনি।
বর্তমান লোকটির লাশ ইতালি সরকারি হিমাগাড়ে রইছে।
যদি কেউ চিনে থাকেন তাহলে ইতালিয়ান নিচের এই নাম্বারে যোগাযোগ করুন অথবা তার পরিবারের কাছে খবরটি পৌছে দিন।
মানবতার সার্থে ছবিটি নিজ নিজ আইডি থেকে শিয়ার করুন।
+৩৯৩৮৮৭৫৪৫৭১২

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
13/05/2024

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

#বাইক গতির_ক্ষতি
ছবি সংগৃহীত
#বাইকে

তুমি এমন কাউকে বদলাতে পারবেনা যে নিজের আচরণ আর কর্মের ভিতর কোন ভুল দেখতে পায়না কাউকে তোয়াক্কা করেনা । বরং একই কাজ বারবার...
06/05/2024

তুমি এমন কাউকে বদলাতে পারবেনা যে নিজের আচরণ আর কর্মের ভিতর কোন ভুল দেখতে পায়না কাউকে তোয়াক্কা করেনা । বরং একই কাজ বারবার করে

06/05/2024

আমাদের মন খারাপের কথা বলতে নেই।
মন খারাপ নিয়ে রাত কাটাতে হয়,দিনে হাসি মুখে চলতে হয়,মন খারাপ নিয়েই জীবন চালাতে হয়,তবুও বলতে বারণ,বুঝতে দেয়া অন্যায়।কিছু মানুষের জীবনে সুখ নামক শব্দটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না।দু চারদিন পরেই সুখটা দীর্ঘশ্বাস,আর্তনাদ,কষ্টের রূপে পরিবর্তন হয়।জীবন থেকে সব কিছুই হারিয়ে যাচ্ছে, নাকি আমিই সবকিছু থেকে হারিয়ে যাচ্ছি বোঝার সময়ও আজ আর হয় না।এতো অপ্রাপ্তি হিসেব করতে একটা জীবনের পুরোটাই ফুরিয়ে যাবে তবুও হিসেব মিলবে না হয়তো।শুধুই হারানোর কাব্য।

_______মায়া______

10/03/2024

এইডা কোন বলদ 🤣🤣

10/03/2024
উৎসাহ পেলে আরও আঁকবো 🤣🤭
10/03/2024

উৎসাহ পেলে আরও আঁকবো 🤣🤭

এমন একটা চায়ের দোকান সামনে পড়লেকে কে অন্তত একটা চা হলেও খাবেন?🥰
09/03/2024

এমন একটা চায়ের দোকান সামনে পড়লে
কে কে অন্তত একটা চা হলেও খাবেন?🥰

Address


Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতির আর্তনাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্মৃতির আর্তনাদ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share