Nadia Anjum Tesha

Nadia Anjum Tesha Digital Marketer।। Graphic Designer।। Entrepreneur।।

How to grow a new business?--Starting and growing a new business involves several key steps, from planning and funding t...
28/06/2024

How to grow a new business?
--Starting and growing a new business involves several key steps, from planning and funding to marketing and managing operations. Here’s a detailed guide to help you navigate the process:

Develop a Business Idea-
1. Identify a Market Need: Research the market to find gaps or needs that your business can fulfill.
2. Evaluate Your Idea: Ensure your idea is viable by assessing its feasibility and potential profitability.

Choose a Business Structure-
1. Sole Proprietorship: Owned by one person, simple to set up.
2. Partnership: Owned by two or more people, with shared responsibilities.
3. Corporation: A separate legal entity, offering limited liability.
4. Limited Liability Company (LLC): Combines the benefits of a corporation and a partnership.

Set Up Your Business Operations-
1. Location: Choose a physical location or set up a home office.
2. Technology: Invest in the necessary technology and software.
3. Supplies and Equipment: Purchase or lease equipment and supplies needed for your operations.

Develop a Marketing Strategy-
1. Branding: Create a strong brand identity with a logo, color scheme, and tagline.
2. Online Presence: Build a website and establish profiles on social media platforms.
3. Content Marketing: Create valuable content to attract and engage customers.
4. Advertising: Use online ads (Google Ads, social media ads) and traditional ads (print, radio) to reach your target audience.
5. Networking: Attend industry events, join local business groups, and connect with potential customers and partners.

Scale and Grow-
1. Customer Feedback: Collect and act on customer feedback to improve your products or services.
2. Expand Offerings: Introduce new products or services to meet market demands.
3. Market Expansion: Explore new markets or demographics.
4. Invest in Technology: Use technology to streamline operations and improve efficiency.

Some logos are made by me💻Which one looks best to you? Let me know in the comment section💁‍♀️
27/05/2024

Some logos are made by me💻
Which one looks best to you? Let me know in the comment section💁‍♀️

⭕ লিংকডইন মার্কেটিং🔎    ( LinkedIn Marketing ) বতর্মানে মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার জন্য লিংকডইন খুবই ই...
18/05/2024

⭕ লিংকডইন মার্কেটিং🔎
( LinkedIn Marketing )

বতর্মানে মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার জন্য লিংকডইন খুবই ইফেকটিভ। “লিংকডইন” ফেসবুকের মতই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যে সেক্টরেই ফ্রিল্যান্সিং করেন না কেন, যদি সঠিক পদ্ধতি অনুসরণ করেন, তাহলে আপনারা এ প্ল্যাটফর্ম থেকেই লং-টার্ম ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হবেন। লিংকডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করার কিছু গুরুত্বপূর্ণ টিপস ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করবো।
লিংকডইন টিপস ০১
লিংকডইন থেকে দ্রুত ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনার প্রোফাইল যেন পটেনশিয়াল (সম্ভাব্য) ক্লায়েন্টদের প্রথমবারেই অ্যাট্রাক্ট করতে পারে তা নিশ্চিত করুন। কিভাবে?
১) প্রোফাইল পিকচারে একদম ফরমাল পিকচার রাখুন।
২) হেডলাইনে আপনার স্কিল ও এক্সপার্টাইজকে ডিফাইন করে এমন তিনটা ওয়ার্ড ইনক্লুড করুন।
৩) বায়োতে নিজের স্কিল, এক্সপেরিয়েন্স, সার্ভিস দেয়ার জন্য ইন্টারেস্ট সেক্টর, অ্যাচিভমেন্ট ইত্যাদি ইনফরমেশনগুলো ডিটেইলে তুলে ধরুন, যাতে করে এটা পড়লেই আপনার কাজের সেক্টর সম্পর্কে সবাই ধারণা পেয়ে যান।
৪) পাশাপাশি নিজের এডুকেশন, কাজের এক্সপেরিয়েন্স, ট্রেনিং, সার্টিফিকেশন ইত্যাদির ইনফরমেশনগুলো একটা একটা করে অ্যাড করুন।
৫) লিংকডইন প্রোফাইলে আপডেটেড পোর্টফোলিও ও রেজুমে অ্যাড করতে ভুলবেননা ।

লিংকডইনে নিজের নেটওয়ার্ক গ্রো করানোর শুরুটা হওয়া উচিৎ আপনার মতো সেইম নিশে সার্ভিস অফার করছেন এমন পরিচিত মানুষদের সাথে কানেক্টেড হওয়ার মাধ্যমে। তখন নেটওয়ার্ক সাজেশন সেকশন থেকে আপনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্টদের প্রোফাইল খুঁজে বের করে তাদের কানেকশন রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। এর পাশাপাশি লিংকডইনের সার্চবারে সার্চ করেও আপনারা যেসব কোম্পানি ও ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, তাদের প্রোফাইল খুঁজে পেতে পারবেন। শুধু তাই নয়, নেটওয়ার্ক বাড়াতে নিশ বেইজড বিভিন্ন গ্রুপে জয়েন করাও বেশ হেল্পফুল। এছাড়াও একটু সার্চ করলেই আপনারা ইনফ্লুয়েনশিয়াল অনেক মানুষের প্রোফাইল খুঁজে পাবেন, যাদের পোস্টের রিচ অনেক ভালো। তাদের সাথে কানেক্টেড হতে পারেন। সেই সাথে যারা আপনার প্রোফাইল ভিউ করবে, তাদেরকেও অবশ্যই কানেকশন রিকোয়েস্ট সেন্ড করুন।

#চলবে...

মানুষ কি ভাববে তা নিয়ে মাথা ব্যাথা না দেখিয়ে নিজে যেটি ভাবতেছেন কিংবা ভাবেন সেটি করেন তাহলে আপনি আপনার সাফল্য পাবেন। দেখ...
18/05/2024

মানুষ কি ভাববে তা নিয়ে মাথা ব্যাথা না দেখিয়ে নিজে যেটি ভাবতেছেন কিংবা ভাবেন সেটি করেন তাহলে আপনি আপনার সাফল্য পাবেন।

দেখুন ১০০ টাকার একটা নোট কে আপনি দুমড়ে মুচরে ফেলুন,পানি তে ভিজিয়ে আবার শুকিয়ে নেন তারপরও ১০০ টাকার মূল্য ১০০ টাকাই থাকবে ৯৯ টাকা হবে না।যেখানে একটা ১০০ টাকার নোট কে এতো কিছু করার পরেও মূল্য কমে না।সেখানে আপনাকে মানুষ দুইটা নেগেটিভ কথা বললে আপনার মূল্য কেনো কমবে?

মনে রাখবেন মানুষ যাই বলুক না কেনো আপনি আপনিই থাকবেন তাই কে কি বলল সেদিকে কান না দিয়ে আপনার লক্ষ্য ঠিক রেখে আপনি কাজ করে যান।

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর‼️ ঘন্টা হিসেবে ডলার✅ ১ ঘণ্টার কাজ পাচ্ছে ১৫০ ডলার ✌🏼Fiverr এ নতুন আপডেট আসছে যারা নতুন ফাইভা...
16/05/2024

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর‼️ ঘন্টা হিসেবে ডলার✅

১ ঘণ্টার কাজ পাচ্ছে ১৫০ ডলার ✌🏼

Fiverr এ নতুন আপডেট আসছে যারা নতুন ফাইভারে গিগ পাবলিশ করছেন বা করবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন প্রতিনিয়ত আপডেট হচ্ছে।

Big update from Fiverr - adding hourly work option for Pro sellers/clients. Will be interesting to see if this is buyers/sellers take advantage once it launches.

⭕ ওয়ার্ডপ্রেস কি? ➡️  #ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েব পাবলিশিং অ্যাপলিকেশন এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস...
15/05/2024

⭕ ওয়ার্ডপ্রেস কি?

➡️ #ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েব পাবলিশিং অ্যাপলিকেশন এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। (cms),যা PHP এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার🤖

ইন্টারনেটের প্রায় ৪১% ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই #ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। 📲 অন্য যেকোনো প্লাটফর্মের তুলনায় ওয়ার্ডপ্রেসের ব্যবহারকারীর সংখ্যা এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সময় পরিবর্তনের সাথে সাথে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে। ✨

#ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে একটু কঠিন হলেও এটার ফল মিষ্টি। তাই সময় নিয়ে ধৈর্য সহকারে সঠিকভাবে লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে।। 💵

⭕ ইমেইল মার্কেটিং কি এবং কীভাবে কাজ করে? ➡️ Email marketing এমন একটি অনলাইন মার্কেটিং টেকনিক যার দ্বারা আপনি আপনার প্রোড...
12/05/2024

⭕ ইমেইল মার্কেটিং কি এবং কীভাবে কাজ করে?

➡️ Email marketing এমন একটি অনলাইন মার্কেটিং টেকনিক যার দ্বারা আপনি আপনার প্রোডাক্ট বা কনটেন্ট এর জন্য অনেক কাস্টমার ইমেইল (email) এর মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন। এবং, আপনার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য কোনো জায়গায় যেতে হবেনা। এটাই হলো ইমেইল মার্কেটিং এবং Digital marketing এর শক্তি।

🔴আপনার ব্যবহার করতে হবে কিছু ইমেইল মার্কেটিং টুলস বা ওয়েবসাইটের। অনলাইন ইন্টারনেটে অনেক ইমেইল মার্কেটিং টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে এক সাথেই হাজার হাজার লোকেদের ইমেইল পাঠিয়ে আপনি নিজের বিজনেসের মার্কেটিং করতে পারবেন। এমন টুলস (Tools) এর মধ্যে –

🔸 FeedBurner
🔸 Mailchimp
🔸 SendPress (ওয়ার্ডপ্রেস প্লাগিন)
🔸 Drip
🔸 MailerLite
এগুলো ফ্রি এবং সেরা। আপনি গুগল এ সার্চ করলে এমন অনেক ফ্রি ইমেইল মার্কেটিং টুলস (Email Marketing Tools) এবং ওয়েবসাইট পেয়ে যাবেন।

Google Calendar  Google ক্যালেন্ডার হল একটি সময়-ব্যবস্থাপনা এবং সময়সূচী ক্যালেন্ডার পরিষেবা যা Google দ্বারা তৈরি করা ...
12/05/2024

Google Calendar

Google ক্যালেন্ডার হল একটি সময়-ব্যবস্থাপনা এবং সময়সূচী ক্যালেন্ডার পরিষেবা যা Google দ্বারা তৈরি করা হয়েছে। Google এ এটি মাইক স্যামুয়েল তার 20% প্রকল্পের অংশ হিসাবে তৈরি করেছিলেন।

এটি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য ইভেন্ট এবং মিটিং ট্র্যাক করতে দেয়। Google ক্যালেন্ডার একটি ওয়েব অ্যাপ্লিকেশন, তাই এটি যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যেতে পারে। এটি একটি মোবাইল অ্যাপ, একটি ট্যাবলেট অ্যাপ এবং একটি ক্রোম অ্যাক্সেসও অফার করে।

Google ক্যালেন্ডারের কিছু বৈশিষ্ট্য হল:

* বিভিন্ন ক্যালেন্ডার তৈরি এবং পরিচালনা করুন, যেমন ব্যক্তিগত, পেশাগত এবং পারিবারিক।
* ইভেন্ট যোগ করুন, সম্পাদনা করুন এবং মুছুন।
* ইভেন্টের জন্য আমন্ত্রণ পাঠান এবং গ্রহণ করুন।
* ইভেন্টের জন্য নোটিফিকেশন সেট করুন।
* অন্যান্য ক্যালেন্ডার ব্যবহারকারীদের সাথে আপনার ক্যালেন্ডার শেয়ার করুন।
* Google Maps-এর সাথে একত্রিত হয়ে ইভেন্টের অবস্থান যোগ করুন।

Google ক্যালেন্ডার একটি শক্তিশালী এবং বহুমুখী সময়-ব্যবস্থাপনা সরঞ্জাম যা ব্যক্তিগত এবং পেশাদার ব্যবহারের জন্য উপযুক্ত। এটি ব্যবহার করা সহজ এবং এটিতে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে আপনার সময়কে আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করতে পারে।

আমরা অনেকেই এখনো এই বিশ্বাস নিয়ে দিন অতিক্রম করছি যে অনেক বেশি পড়াশোনা করলেই বিসিএস নিশ্চিত। আর বিসিএস দিলেই সরকারি চাকর...
09/05/2024

আমরা অনেকেই এখনো এই বিশ্বাস নিয়ে দিন অতিক্রম করছি যে অনেক বেশি পড়াশোনা করলেই বিসিএস নিশ্চিত। আর বিসিএস দিলেই সরকারি চাকরি যাকে অনেকেি আমরা সোনার হরিণ মনে করে এর পেছনে ছুটি। আর এই চিন্তাধারা নিয়েই এমন হাজারো বেকারত্ব তৈরি হচ্ছে। নিজেকে সেই বেকারত্বের মধ্যে তৈরি না করে আগে থেকেই নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে করে বিসিএস না হলেও যাতে আপনাকে বেকার না থাকতে হয়

নিজের ক্যারিয়ারকে কাজে লাগাতে এই স্টুডেন্ট থাকাকালীন সময়টাই হচ্ছে বেস্ট!কেননা যতদিন যাচ্ছে আপনার Opportunity cost বা fai...
09/05/2024

নিজের ক্যারিয়ারকে কাজে লাগাতে এই স্টুডেন্ট থাকাকালীন সময়টাই হচ্ছে বেস্ট!
কেননা যতদিন যাচ্ছে আপনার Opportunity cost বা failure cost ততই বেড়ে যাচ্ছে। আর এই স্টুডেন্ট থাকাকালীন সময়ে আপনার বোঝা বা দায়িত্বভার তুলনামুলক কম থাকে।

স্টুডেন্ট জীবন শেষ হওয়ার ঠিক পরের দিন থেকে আপনি আর স্টুডেন্ট নন, আপনি হচ্ছেন Unemployed বা বেকার। তখন আপনার দায়িত্ব অনেক গুণে বেড়ে যাচ্ছে সাথে চাপ সৃষ্টি হচ্ছে চাকরি বা ক্যারিয়ার তৈরী করার জন্য।

যত বেশি Experiment এর সুযোগ আমরা পাবো তত বেশি আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভালো ভাবে করতে পারবো।

তাই কখনো কিছু করার কথা যদি ভেবে থাকেন তাহলে আপনার উচিত আজ এবং এখন থেকেই শুরু করা। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। যাতে কম opportunity cost এ আপনি খুব সুন্দরভাবে নিজের একটা অবস্থান কে তৈরী করতে পারছেন স্টুডেন্ট জীবন থেকেই!

⭕ ডিজিটাল মার্কেটিং কি?➡️ ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়...
08/05/2024

⭕ ডিজিটাল মার্কেটিং কি?

➡️ ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পন্যের জানান দেওয়া হয়। যদি আরো সহজে বলতে চাই ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং এর একটি দিক যেটি ইলেক্ট্রনিক্স ডিভাইস,সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এর সাথে সম্পৃক্ত।

বর্তমান সময়ে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইনে। এই বিশাল পরিমানের অডিয়েন্সের সামনে আপনার পন্য সম্পর্কে তুলে ধরার সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান এই আধুনিক যুগে নিজের একটি পরিচয় তৈরি করার জন্য ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

আসুন আজকে একটা অন্যরকম কিছু টপিক নিয়ে কথা বলি। " কমফোর্ট জোন " এর নাম শুনেছেন? অনেকে শুনে থাকবেন আবার অনেকেরই হয়তো অজানা...
07/05/2024

আসুন আজকে একটা অন্যরকম কিছু টপিক নিয়ে কথা বলি। " কমফোর্ট জোন " এর নাম শুনেছেন? অনেকে শুনে থাকবেন আবার অনেকেরই হয়তো অজানা। কিন্তু আপনি কি জানেন "কমফোর্ট জোন" আসলে আমরা কোনটাকে বলছি! চলুন জেনে নেওয়া যাক।

"কমফোর্ট জোন" কে সহজ ভাষায় বলতে গেলে আমরা এমন একটা স্থান, অবস্থা, পরিবেশ বা লেভেলকে বোঝাই যেখানে ব্যক্তি নিজেকে কনফিডেন্ট আর কমফোর্টেবল মনে করে। এটা একটা পরিচিত মনস্তাত্ত্বিক অবস্থা। এটা অনেকেরই একটা ভালো দিক মনে হতে পারে কিন্তু এর নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচক দিকটা কি আমরা চিন্তা করি?

ধরুন আপনি ছোট থেকেই ঢাকায় একটা নির্দিষ্ট এরিয়ায় বসবাস করছেন। আপনার পরিবার আপনার ভালো হবে ভেবে আপনার সুবিধা আর নিরাপত্তার কথা চিন্তা করে সেখানেই স্হায়ী রেখেছেন। আপনার স্কুল লাইফ,কলেজ লাইফ এমনকি আপনার ভার্সিটি লাইফটাও সেই নির্দিষ্ট এরিয়ার মধ্যেই কাটিয়ে দিলেন ফ্যামিলি বা আত্মীয় স্বজনের কথা ভেবে। এমনকি কোনো শিক্ষামুলক জায়গা,পিকনিক, ফাংশনে কেবলমাত্র আপনার নিরাপত্তা আর ঝামেলা চিন্তা করে যাওয়ার ইচ্ছেটা আর থাকছেনা। এক কথায় বলতে গেলে এখানে আপনি কেবল একটা গন্ডিতে আবদ্ধ শিক্ষাটাকেই পাচ্ছেন। এর বাইরেও যে বাস্তব পরিবেশ, শিক্ষণীয় আরো কিছু আছে সেটা আমরা ভুলে যাই। এই একই জিনিস পার করতে করতে এমন একটা সময় আসে যখন আসলেই আমাদের সেই নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকাটা সম্ভব হয় না। কাজের সূত্রেই হোক কিংবা দুরের ভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রেই হোক নিজের স্বপ্ন আর ইচ্ছে পূরণ করতে চাইলে এই গন্ডিটা পার করতেই হয়। নইলে এই কমফোর্ট জোন এর ক্ষপ্পরে পড়ে অনেক ভালো ভালো অপর্চুনিটি বা সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাছাড়া গন্ডির বাইরের ভালো ভার্সিটিগুলোতে নিজের পছন্দের সাবজেক্ট পড়ার ইচ্ছে থাকলেও সেটাকে আমরা হারিয়ে ফেলি এই কমফোর্টের চিন্তা করে পরিবারের কথা ভেবে। ফ্যামিলি নিয়ে অবশ্যই চিন্তা করবেন তবে তার পাশাপাশি নিজের ইচ্ছেটাকেও একটু তো প্রাধান্য দিন!

সত্যি বলতে গেলে কমফোর্ট জোনে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে আমরা এসে গিয়েছি যে আমাদের আর পরিশ্রম জিনিসটাই আর করতে ইচ্ছে করে না। চিন্তা করি - "ইসস যদি কোনোরকম পরিশ্রম ছাড়াই শুয়ে বসেই ইনকাম করতে পারতাম!" এই চিন্তা করে করে আমরা নিজেদের সেটা লেখাপড়ার ক্ষেত্রেই হোক কিংবা কর্মক্ষেত্রে উভয়েরই ক্ষতি করি, সুযোগ মিস করি,সফলতা আর আসেনা। অথচ অন্যদিকে আপনার মতো এই সুযোগটা অনেকেই পাচ্ছেন না। অনেকেরই এই চান্সটা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, নিজেকে স্কিল আপ করছে। তাই নিজেকে এই কমফোর্ট জোন থেকে একটু সরিয়ে আনুন। বাস্তবতা দেখুন।

নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। আপনি কি কমফোর্ট জোন এর মধ্যে নিজেকে আবদ্ধ রাখছেন? নাকি সেখান থেকে বের হয়ে পড়াশোনার পাশাপাশি নিজেকে স্কিলড করে সামনে এগোচ্ছেন?

06/05/2024

Freelancer Workshop Programme💚🤍
04-04-2024
"Success never comes by itself, it has to be Earned and Believed"



⭕ Instagram Marketing কী?➡️ Instagram Marketing হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচা...
06/05/2024

⭕ Instagram Marketing কী?

➡️ Instagram Marketing হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচার করা। ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হওয়ায় আপনি খুব সহজেই আপনার পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন।

✅ আপনার কাছে যদি 4GB RAM এর একটি ফোন থাকে তাহলে আপনি অনায়াসে Instagram Marketing নিয়ে কাজ করতে পারেন 💁🏻‍♀️

✅ ডিজিটাল মার্কেটিং সেক্টরে সহজ কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে Instagram Marketing‍,,, যেখানে সংশ্লিষ্ট ক্লায়েন্টের ইন্সট্রাগ্রাম একাউন্টের ফলোয়ার বাড়িয়ে দিয়ে, অডিয়েন্স টার্গেটিং করে, পোস্ট ডিজাইন করে কিংবা একাউন্ট ম্যানেজ করে দিয়ে একটি ভালো মানের ইনকাম জেনারেট করা যায়।



Freelancer Workshop Programme💚🤍04-04-2024"Success never comes by itself, it has to be Earned and Believed"
04/05/2024

Freelancer Workshop Programme💚🤍
04-04-2024
"Success never comes by itself, it has to be Earned and Believed"



🔹আপনি কি চান?🔹আপনি প্রতিদিন কি করছেন?🔹আপনি ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান ?🔹আপনার বর্তমান পেশা আর কাজ আপনার স্বপ্ন পুর...
03/05/2024

🔹আপনি কি চান?
🔹আপনি প্রতিদিন কি করছেন?
🔹আপনি ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান ?
🔹আপনার বর্তমান পেশা আর কাজ আপনার স্বপ্ন পুরনে কতটুকু উপর্যুক্ত?
🔹ব্যবসা, চাকরি, অর্থ, প্যাশন, গাড়ি, বাড়ি, স্বপ্ন - কখন, কোনটা অর্জন করতে চাচ্ছেন তার সুনির্দিষ্ট তারিখ কি আপনার জানা আছে?

প্রতিদিন সময় করে আয়নায় একবার নিজের দিকে তাকান। নিজেকে কেন, কোথায়, কিভাবে, কে, কাকে - এই প্রশ্নগুলো করুন। এটা কোনো মোটিভেশন না, এটা হলো ফ্যাক্ট।

নিজেকে করা এই প্রশ্নগুলোর উত্তর যদি না পান, তাহলে আপনার কাজগুলো সেই বালুচরে পানি ঢালার মতই। আপনি মুখ থুবড়ে পড়বেন আজকে বা কালকেই।

ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে নিজেকে একটাবার জিজ্ঞেস করুন। আপনি প্রতিদিন কোন কাজটা এখন থেকে একটানা ৫০ বছর বেঁচে থাকলেও করে যেতে পারবেন? সেটা করুন। সেটাই আপনার প্যাশন, সেটাই আপনার ক্যারিয়ার🔰

Address

Dhaka Cantonment
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadia Anjum Tesha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nadia Anjum Tesha:

Share