Couple Travellers BD

Couple Travellers BD We live for the thrill of travel, the freedom of bike rides, and the peace of nature. Let’s discover something beautiful, together 🏖️🏔️🏕️🏍️🛫

রাস্তা শেষ হবে, কিন্তু ভ্রমণের স্মৃতি কখনো শেষ হয় না।প্রতিটি ভ্রমণ আমাদের হৃদয়ে অমলিন রঙ ছড়িয়ে দেয়।ভ্রমণ শুধু দৃশ্য...
23/09/2025

রাস্তা শেষ হবে, কিন্তু ভ্রমণের স্মৃতি কখনো শেষ হয় না।
প্রতিটি ভ্রমণ আমাদের হৃদয়ে অমলিন রঙ ছড়িয়ে দেয়।
ভ্রমণ শুধু দৃশ্য নয়, শেখায় অনুভব করতে, সময়, মুহূর্ত আর সম্পর্কের গভীরতা।
স্মৃতিগুলো একদিন ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে, আর মন ভরে ওঠে আনন্দে।
একটি ভ্রমণ শেষ হলেই মনে হয় আবার কবে নতুন পথে যাত্রা শুরু হবে।


We love to wear the same dress as well.It makes us feel connected,Like twins in style and spirit.Matching outfits, match...
23/09/2025

We love to wear the same dress as well.
It makes us feel connected,
Like twins in style and spirit.
Matching outfits, matching vibes,
Double the fun, double the smiles.



22/09/2025

পুরো টাকাই পানি!
খাবারের স্বাদ আর মান একেবারে বাজে।
শুধু হাইপেই চলছে গুলশান নাইট মার্কেট!
খাবার দেখে মনে হলো অন্যান্য রাস্তার ফাস্টফুডও এর থেকে ভালো।
মেনু দেখে মনে হলো—‘হাইপ খাওয়া যায়, খারাপ স্বাদ মিলে যায়’!
মজা করতে চাইলে যেতে পারেন, খেতে হলে হেডসআপ নিন!


22/09/2025

অফিসের ব্যস্ততার ফাঁকে মুড়ি মাখা আর এক কাপ চা মানেই অন্যরকম শান্তি।
একটু ক্ষুধা মেটানো, সাথে মনটাও ফ্রেশ হয়ে যায়।
এ যেন ছোট্ট এক আনন্দের বিরতি, যা অফিসের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয়।
আর যদি সেটা হয় বৃষ্টির দিনে, তবে মুড়ি-চায়ের স্বাদই হয়ে ওঠে একেবারে অন্যরকম—মন ছুঁয়ে যায়।


এমন মুহূর্তগুলোই সবচেয়ে প্রিয় কারণ আমার নিজের ভালো লাগার মানুষগুলোর সাথে ভ্রমণে বের হয়েছিলাম 🚴‍♂️✨রাস্তায় শুধু বাইক না,...
22/09/2025

এমন মুহূর্তগুলোই সবচেয়ে প্রিয় কারণ আমার নিজের ভালো লাগার মানুষগুলোর সাথে ভ্রমণে বের হয়েছিলাম 🚴‍♂️✨
রাস্তায় শুধু বাইক না, সাথে থাকে হাসি, গল্প আর অগণিত স্মৃতি ❤️ আর তাইতো প্রিয় মানুষদের সাথে ভ্রমণ হলো অমূল্য অভিজ্ঞতা


আজ নাকি স্ত্রীর প্রশংসা করার দিন…আসলে, শুধু আজ কেন? প্রতিদিনই তো প্রশংসার দাবিদার।সে শুধু আমার জীবনের সঙ্গী নন, সে আমার ...
21/09/2025

আজ নাকি স্ত্রীর প্রশংসা করার দিন…
আসলে, শুধু আজ কেন? প্রতিদিনই তো প্রশংসার দাবিদার।
সে শুধু আমার জীবনের সঙ্গী নন, সে আমার সাহস, আমার ভরসা, আমার সব হাসি-আনন্দের মূল কারণ।
ক্লান্ত দিনের শেষে যে হাসি আমাকে নতুন করে বাঁচতে শেখায়,
যে মায়ায় সব দুঃখ ভুলে যাই,
যে ভালোবাসায় জীবনটা পূর্ণ হয়ে ওঠে –
সে হচ্ছে সেই মানুষ।


রক্তের সম্পর্ক না হলেও,মন থেকে গড়ে ওঠা সম্পর্কগুলোই হয় সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মূল্যবান।বিদায় শব্দটা যত ছোট, এর কষ্ট ততটাই গভ...
20/09/2025

রক্তের সম্পর্ক না হলেও,
মন থেকে গড়ে ওঠা সম্পর্কগুলোই হয় সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মূল্যবান।
বিদায় শব্দটা যত ছোট, এর কষ্ট ততটাই গভীর—
হৃদয়ের ভেতরে জন্ম দেয় ভিশন বেদনা।

সময়ের ব্যবধানে হয়তো দূরত্ব বাড়বে,
কিন্তু ভালোবাসা, মায়া আর স্মৃতিগুলো কখনোই মুছে যাবে না।

মনের গভীরে আপনাদের স্মৃতি থাকবে চিরঅমলিন।
চলে যাওয়ার এই বিষয়টা হৃদয়কে মানানো ভীষণ কষ্টের।
ভীষণ ভীষণ মিস করব আপনাদের।

আল্লাহর কাছে আমার একান্ত প্রার্থনা—
আপনাদের জীবন হোক সুখ আর সমৃদ্ধিতে ভরা,
প্রতিটি পদক্ষেপে থাকুক শান্তির ছোঁয়া
এবং সফলতার আলোয় উদ্ভাসিত হোক আগামীর পথ।
অনেক অনেক ভালো থাকবেন এই দুয়া করি।
আল্লাহ যেন এভাবে দেখা করার সুযোগ করে দেন।

FZX Monsoon Meetup 🏍️
19/09/2025

FZX Monsoon Meetup 🏍️

🚴‍♂️ বাইক লং ট্যুরের প্রস্তুতি বাইক নিয়ে লং ট্যুর মানেই রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চার। তবে যাত্রা শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ ...
17/09/2025

🚴‍♂️ বাইক লং ট্যুরের প্রস্তুতি

বাইক নিয়ে লং ট্যুর মানেই রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চার। তবে যাত্রা শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার—
1. বাইকের চেকআপ:
• ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, চেইন, টায়ার, ব্রেক প্যাড ভালোভাবে চেক করুন।
• হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন ঠিক আছে কিনা দেখে নিন।
2. সেফটি গিয়ারস:
• হেলমেট, গ্লাভস, জ্যাকেট, নিস গার্ড, এলবো গার্ড অবশ্যই সঙ্গে রাখুন।
• বৃষ্টির সম্ভাবনা থাকলে রেইনকোট নিতে ভুলবেন না।
3. ডকুমেন্টস:
• ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজ, ইন্স্যুরেন্স, ফিটনেস কপি সব সময় সঙ্গে রাখুন।
4. ট্রিপ প্ল্যানিং:
• রুট ম্যাপ আগে দেখে নিন এবং বিকল্প রাস্তার খোঁজ রাখুন।
• যাত্রা ভোরে শুরু করা উত্তম, যাতে দিন আলোর মধ্যে বেশি পথ কভার করা যায়।

👉 মনে রাখবেন, লং ট্যুর শুধু গন্তব্য নয়, বরং পথের প্রতিটি মুহূর্তের আনন্দ নেওয়াই আসল মজা।



কারো পাহাড় ডাক দেয়, কারো সমুদ্র টানে।কিন্তু আমাদের কাছে সব জায়গাই সমান প্রিয়, কারণ তখন তোমাকে আমি পাশে পাই। 💙           ...
16/09/2025

কারো পাহাড় ডাক দেয়, কারো সমুদ্র টানে।
কিন্তু আমাদের কাছে সব জায়গাই সমান প্রিয়,
কারণ তখন তোমাকে আমি পাশে পাই। 💙

মাঝে মাঝে হোটেলে থাকা মানেই রান্না-ঘরের ঝামেলা ছাড়া শুধু নিজেদের সময়। এই ছোট্ট বিরতিই রিলেশনশিপ রিপেয়ারিং – সংসারে শা...
15/09/2025

মাঝে মাঝে হোটেলে থাকা মানেই রান্না-ঘরের ঝামেলা ছাড়া শুধু নিজেদের সময়।
এই ছোট্ট বিরতিই রিলেশনশিপ রিপেয়ারিং – সংসারে শান্তি আনার মোক্ষম দাওয়াই।
এমন সময়ে মনে হয়, পৃথিবীটা শুধু আমাদের দু’জনের জন্যই থেমে গেছে।
দায়িত্বের ভিড় থেকে বেরিয়ে একে অপরের চোখে ডুবে যাওয়ার সুযোগ মেলে।
ভালোবাসার পুরোনো স্মৃতি নতুন করে জেগে ওঠে, আর সম্পর্ক হয় আরও দৃঢ়।


fans

Address

Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Couple Travellers BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Couple Travellers BD:

Share