Couple Travellers BD

Couple Travellers BD We live for the thrill of travel, the freedom of bike rides, and the peace of nature. Let’s discover something beautiful, together 🏖️🏔️🏕️🏍️🛫

লাল পাথরের উপর ঝরনার অবিরাম ধারা আর চারপাশের সবুজ গাছগাছালিতে যেন লুকিয়ে আছে এক অন্য জগতের সৌন্দর্য।❄️ ঠান্ডা পানির ছোঁ...
05/07/2025

লাল পাথরের উপর ঝরনার অবিরাম ধারা আর চারপাশের সবুজ গাছগাছালিতে যেন লুকিয়ে আছে এক অন্য জগতের সৌন্দর্য।

❄️ ঠান্ডা পানির ছোঁয়ায় মনটা যেন একদম ফ্রেশ!
📸 আমরা নিজের মতো করে সময় কাটিয়েছি, কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো শুয়ে থেকেছি প্রকৃতির বুকে।

এমন জায়গায় বারবার ফিরে আসতে মন চায়! 🥰
ভ্রমণের নতুন গল্প গড়তে Couple Travellers BD রইলো সাথে…❤️

🌿 রাজেন্দ্রপুরের সবুজ বনভূমি আর প্রকৃতির নিরবতা, একসাথে কাটানো কিছু জাদুকরী মুহূর্ত… 💚🍂এই গ্রীষ্মের দিনে কিছুটা শান্তি, ...
05/07/2025

🌿 রাজেন্দ্রপুরের সবুজ বনভূমি আর প্রকৃতির নিরবতা, একসাথে কাটানো কিছু জাদুকরী মুহূর্ত… 💚🍂
এই গ্রীষ্মের দিনে কিছুটা শান্তি, ভালোবাসা আর নির্জনতায় ডুবে যাওয়ার মতো জায়গা! 🌳

প্রকৃতির বুকজুড়ে হেঁটে চলা, পাতার মৃদু শব্দে হারিয়ে যাওয়া আর প্রিয়জনের হাত ধরে কাটানো সময় – এসবই তো জীবনের আসল সুখ!

#ভ্রমণ #সবুজ_বাংলা

আকাশ-পানির সীমানাহীন মেলবন্ধন, ঠাণ্ডা বাতাস আর নিরব প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম শুধু দুজন!এমন কিছু জায়গা আছে,...
02/07/2025

আকাশ-পানির সীমানাহীন মেলবন্ধন, ঠাণ্ডা বাতাস আর নিরব প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম শুধু দুজন!

এমন কিছু জায়গা আছে, যেখানে গেলে মনে হয় সময় থেমে গেছে—টাঙ্গুয়ার হাওর ঠিক তেমনই এক ভালোলাগার ঠিকানা।

মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইলঢাকা থেকে একটু দূরে টাঙ্গাইলের বুকে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি যেন আমাদের নিয়ে যায় শতবর্ষ প...
01/07/2025

মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল

ঢাকা থেকে একটু দূরে টাঙ্গাইলের বুকে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি যেন আমাদের নিয়ে যায় শতবর্ষ পেছনের সেই রাজকীয় সময়ে।
প্রতিটি প্রাসাদ, প্রতিটি দরজা-জানালা, আর বিশাল চৌহদ্দির মাঝখানে দাঁড়িয়ে মনে হয়—আমরাও যেন সেই ইতিহাসের এক ছোট্ট অংশ!

আমরা ঘুরে দেখেছি “আনন্দ লজ”, “মহারাজ লজ”, “কালীচরণ লজ”—নামগুলোই বলে দেয় কতটা গর্ব আর জাঁকজমক ছিল এই জমিদার বাড়িতে।
আর দু’জন মিলে সেই ইতিহাসের মাঝে হারিয়ে যাওয়া… এক কথায় এক অনন্য অনুভূতি।

 70 Years of Revving Our Heart
01/07/2025


70 Years of Revving Our Heart

22/06/2025

🏍️ বিশ্ব মোটরসাইকেল দিবস ২০২৫❤️ Couple Travellers BD এর পক্ষ থেকে ভালোবাসা সকল বাইকারকে বাইক শুধু একটি যান নয় —এটা আমাদে...
21/06/2025

🏍️ বিশ্ব মোটরসাইকেল দিবস ২০২৫
❤️ Couple Travellers BD এর পক্ষ থেকে ভালোবাসা সকল বাইকারকে

বাইক শুধু একটি যান নয় —
এটা আমাদের ভালোবাসা, স্বাধীনতা, আর একসাথে পথচলার গল্প।
দু’চাকার এই যাত্রা আমাদের এনেছে পাহাড়, সমুদ্র, সবুজ বন আর অজানা পথে।
প্রতিটি রাইড মানেই নতুন অভিজ্ঞতা, নতুন গন্তব্য, আর মনের মাঝে গেঁথে যাওয়া স্মৃতি।

আজকের দিনটা তাই শুধু বাইকের জন্য নয়,
এই যন্ত্রটার সাথে জড়ানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভালোবাসার গল্পের জন্য।

🔻 চলুন উদযাপন করি আমাদের যাত্রা,
আর বলি —
“Ride Together, Stay Forever ❤️”





Address

Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Couple Travellers BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Couple Travellers BD:

Share