
05/07/2025
লাল পাথরের উপর ঝরনার অবিরাম ধারা আর চারপাশের সবুজ গাছগাছালিতে যেন লুকিয়ে আছে এক অন্য জগতের সৌন্দর্য।
❄️ ঠান্ডা পানির ছোঁয়ায় মনটা যেন একদম ফ্রেশ!
📸 আমরা নিজের মতো করে সময় কাটিয়েছি, কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো শুয়ে থেকেছি প্রকৃতির বুকে।
এমন জায়গায় বারবার ফিরে আসতে মন চায়! 🥰
ভ্রমণের নতুন গল্প গড়তে Couple Travellers BD রইলো সাথে…❤️