
10/08/2025
"জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে আজকাল। কোথায় আছি, কোথায় যাচ্ছি, আমি ঠিক কি চাই তাও জানিনা। বারবার ভে'ঙ্গে যাচ্ছি শুধু।
উঠে দাঁড়াবার শক্তিটুকুও যেন নেই আর। বারবার ব্যর্থ হচ্ছি শুধু। অথচ ভবিষ্যত নিয়ে এক আকাশ সমান চিন্তা ঘোরে আমার মাথায়। এভাবে ভাবতে ভাবতে আমার আরেকটা ভোর হয়!