
26/07/2025
বিয়ের পরদিনই ‘পাত্র’ বিউটি পার্লারে একটি পার্সেল পাঠাল।
বিউটিশিয়ান মোড়ক খুলে আনন্দে আটখানা।
বিয়েবাড়ি থেকে আইফোন ‘গিফট’ পাঠানো হয়েছে। তীব্র উত্তেজনা নিয়ে বক্স খুলে দেখে ভেতরে মান্ধাতা আমলের ম্যাড়ম্যাড়ে গোবেচারা ‘নোকিয়া; সেট আর একটা চিঠি। লিখা-
‘আমারও ঠিক এমন অনুভূতিই হয়েছিল’
(লেখা ক্রেডিট - আতিক উল্লাহ হাফি.)