Swagg

Swagg Swagg brings you videos, trending news, lifestyle, fashion, memes & entertainment from Bangladesh and Asia. Stay updated, stay bold, stay Swagg! এখনই!

01/08/2025

🥹 33 bochhor pore... King er official reward!
Shah Rukh Khan finally wins his first National Film Award for Jawan! 👑🔥
Eita sudhu ekta award na, eita ekta Itihash — ekta journey'r jonno official crown!

👇 Watch this emotional & powerful moment.
SRK didn’t just act — he ruled.
The King is BACK. Officially.

প্রেম করছেন? সাবধান ভাই!আজ যে মেয়েটি "তোমায় ছাড়া থাকতে পারি না" বলে কাঁদবে,কাল সে-ই বলবে "ও আমাকে জোর করে ছুঁয়েছে",ত...
21/05/2025

প্রেম করছেন? সাবধান ভাই!

আজ যে মেয়েটি "তোমায় ছাড়া থাকতে পারি না" বলে কাঁদবে,
কাল সে-ই বলবে "ও আমাকে জোর করে ছুঁয়েছে",
তারপর? কেস, মামলা, জেল – আর জীবন শেষ!

এই দেশে এখন প্রেম মানেই পুরুষদের জন্য রিস্ক।
একটু সম্পর্ক, একটু ভুল বোঝাবুঝি – তাহলেই ধ -র্ষ -ণ, শ্লীলতাহানি, বিয়ের প্রলোভন – এইসব অভিযোগ!
এমনকি প্রমাণ ছাড়াও অনেক পুরুষ জেলে যাচ্ছে, সামাজিকভাবে অপমানিত হচ্ছে।
কে শুনবে পুরুষের কথা?
আইন তো নারীকেন্দ্রিক – যেন নারী মানেই সবসময় সত্যবাদী, আর পুরুষ মানেই অপরাধী!

আমি বলছি, পুরুষ নিরাপত্তা আইন চাই – এটা শুধু পুরুষদের জন্য না, সমাজের ভারসাম্য রক্ষার জন্য।
যদি প্রতিটি পুরুষ আজকের দিনে নিরাপদ না থাকে, তবে কাল আর কেউ প্রেম করবে না, বিয়ে করবে না –
ভালোবাসা হারাবে তার মানে!

নোট: সম্প্রতি একজন জনপ্রিয় শিল্পীর সাথেও এমন ঘটনা হয়েছে – প্রেম করেছিল, এখন তারই বিরুদ্ধে জোর করে সম্পর্কের অভিযোগ। বিয়ে করবে বলেছে, সেটা না করায় এখন জেলে পাঠিয়ে দিচ্ছে! এ কোন ভালোবাসা?

উত্তর চাই, বিচার চাই।
পুরুষদের সম্মান রক্ষার জন্য আওয়াজ তুলুন।

৪ বছর সাগরের নিচে থাকার পরও চলে রোলেক্স!অবিশ্বাস্য টেকনোলজির এক চমৎকার উদাহরণ!একটি রোলেক্স ঘড়ি অস্ট্রেলিয়ান ডুবুরিদের অ...
21/05/2025

৪ বছর সাগরের নিচে থাকার পরও চলে রোলেক্স!
অবিশ্বাস্য টেকনোলজির এক চমৎকার উদাহরণ!

একটি রোলেক্স ঘড়ি অস্ট্রেলিয়ান ডুবুরিদের অভিযানে সাগরের গভীরে পাওয়া যায় — দীর্ঘ ৪ বছর পানির নিচে থাকার পরও এটি সম্পূর্ণ সচল ছিল!
রোলেক্স শুধু ঘড়ি নয়, এটি একটি শক্তি, নির্ভরযোগ্যতা ও প্রিমিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের নাম।
এই ঘটনাটি প্রমাণ করে কেন রোলেক্সকে বলা হয় 'ঘড়ির রাজা'।

আপনি কি রোলেক্সের এমন টিকসইতার ব্যাপারে আগে জানতেন?

কমেন্টে জানান!

18/05/2025

দারুন 👌👌👌
সমগ্র দেশ জুড়ে জারি হলো ১০ নাম্বার মহা বিপদ সংকেত Forecast... ⚠️

Shakib Khan er fire abar Taandob! Trailer e action, emotion, ar full on dhamaka!

A film by Raihan Rafi 🔥


কফিলের জন্য সান্ডা ধরেছি, এই সান্ডা ধরতে অনেক কষ্ট হইছে, এখন শুনি ভুল সান্ডা ধরেছি 🧐🙄😥 #সান্দা  #বাংলা_ভাইরাল  #সান্দা_প...
17/05/2025

কফিলের জন্য সান্ডা ধরেছি, এই সান্ডা ধরতে অনেক কষ্ট হইছে, এখন শুনি ভুল সান্ডা ধরেছি 🧐🙄😥

#সান্দা #বাংলা_ভাইরাল #সান্দা_পাওয়ার #ভাইরাল_বাংলা

17/05/2025

এক শিল্পী মনের কারুকার্য!
When you're broke but still wanna draw some cash!

16/05/2025

"সমুদ্রের নিচে পারমাণবিক বিস্ফোরণ! ১৯৫৮ সালের গোপন অপারেশন যা কাঁপিয়ে দিয়েছিল পৃথিবীকে… দেখুন ভয়ঙ্কর বাস্তবতা!"
১৯৫৮ সাল।
প্রশান্ত মহাসাগরের গভীরে ঘটে এক ভয়ংকর বিস্ফোরণ!
এই ছিল যুক্তরাষ্ট্রের গোপন পারমাণবিক পরীক্ষা — Operation Hardtack I।

এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল,
যদি কোনো শহরের উপর ঘটত —
তাহলে তিন কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতো!

স্থানটি ছিল ইনিউইটক ও বিকিনি এটলের মাঝখানে,
বর্তমান মার্শাল দ্বীপপুঞ্জ —
যেখানে তখন যুক্তরাষ্ট্র চালিয়েছিল শত শত পারমাণবিক পরীক্ষা।

এই সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা ছিল —
"Wahoo" এবং "Umbrella"।
যেখানে পানির নিচে বিস্ফোরণের ফলে
সমুদ্র যেন আকাশ ছুঁতে চেয়েছিল।

গভীর সমুদ্র থেকে উঠে আসে বিশাল জলোচ্ছ্বাস,
তৈরি হয় ভয়ংকর শকওয়েভ,
আর চারদিকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী তেজস্ক্রিয়তা।

এই পরীক্ষাগুলো শুধু শক্তি প্রদর্শনের জন্য ছিল না —
বরং বিশ্বের প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয়,
যুদ্ধ শুরু হলে — পৃথিবী থাকবে না।

এটাই ছিল Operation Hardtack I —
মানব ইতিহাসের এক গোপন,
ভয়ংকর
এবং বিস্ময়কর অধ্যায়।

#পারমাণবিকবিস্ফোরণ


#বিকিনি_এটল


#ভয়ঙ্করইতিহাস

#পানিরনিচেবিস্ফোরণ



#মার্শালদ্বীপপুঞ্জ


22/04/2025

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Swagg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share