21/05/2025
প্রেম করছেন? সাবধান ভাই!
আজ যে মেয়েটি "তোমায় ছাড়া থাকতে পারি না" বলে কাঁদবে,
কাল সে-ই বলবে "ও আমাকে জোর করে ছুঁয়েছে",
তারপর? কেস, মামলা, জেল – আর জীবন শেষ!
এই দেশে এখন প্রেম মানেই পুরুষদের জন্য রিস্ক।
একটু সম্পর্ক, একটু ভুল বোঝাবুঝি – তাহলেই ধ -র্ষ -ণ, শ্লীলতাহানি, বিয়ের প্রলোভন – এইসব অভিযোগ!
এমনকি প্রমাণ ছাড়াও অনেক পুরুষ জেলে যাচ্ছে, সামাজিকভাবে অপমানিত হচ্ছে।
কে শুনবে পুরুষের কথা?
আইন তো নারীকেন্দ্রিক – যেন নারী মানেই সবসময় সত্যবাদী, আর পুরুষ মানেই অপরাধী!
আমি বলছি, পুরুষ নিরাপত্তা আইন চাই – এটা শুধু পুরুষদের জন্য না, সমাজের ভারসাম্য রক্ষার জন্য।
যদি প্রতিটি পুরুষ আজকের দিনে নিরাপদ না থাকে, তবে কাল আর কেউ প্রেম করবে না, বিয়ে করবে না –
ভালোবাসা হারাবে তার মানে!
নোট: সম্প্রতি একজন জনপ্রিয় শিল্পীর সাথেও এমন ঘটনা হয়েছে – প্রেম করেছিল, এখন তারই বিরুদ্ধে জোর করে সম্পর্কের অভিযোগ। বিয়ে করবে বলেছে, সেটা না করায় এখন জেলে পাঠিয়ে দিচ্ছে! এ কোন ভালোবাসা?
উত্তর চাই, বিচার চাই।
পুরুষদের সম্মান রক্ষার জন্য আওয়াজ তুলুন।