Washim Akram

Washim Akram বিশ্বাস করতে ভালোবাসি ;
ভালবাসা দিয়ে মানুষের মন জয় করে নিতে চাই ❤️

20/08/2025

যে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়, তাকে কখনও খুঁজতে নেই...!!!

11/08/2025

একজন ছেলের সব থেকে কষ্টের জিনিস কি জানেন?
টাকা নাই, বন্ধু নাই, শরীরের একটা অংশ পচে গলে প্যারাইসড হয়ে গেছে, খুদায় শরীর ক্ষীণ হয়ে পড়েছে। তবুও ততটা কষ্ট পাবেন না।
যতটা কষ্ট দেয় একজন প্রাক্তনের থেকে কিছু প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকাটা...!!!

05/08/2025

হুমায়ুন আহমেদ বলেছিলেন, "পৃথিবীর সবাই তোমাকে কষ্ট দিবে।
যার দেয়া কষ্টটা তোমার সহ্যক্ষমতার ভিতরে থাকে,তাকেই ভালোবাসো...!!!"

20/07/2025

🥰❤️

শহরের শেষ প্রান্তে...!!!
07/07/2025

শহরের শেষ প্রান্তে...!!!

24/05/2025

বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

-- কাজী নজরুল ইসলাম

শুভ জন্মদিন 🖤

29/04/2025

তুমি ডাক দিলে...!!!

✍️ হেলাল হাফিজ

28/04/2025

আমি আদতে তুমিপিপাসু কাঙাল এক...!!!

✍️ অভ্রনীল

14/04/2025

হটাৎ দেখা...!!!

রবীন্দ্রনাথ ঠাকুর

16/03/2025

খোদারে কইলাম দুঃখে আমার বড্ড ভয়। খোদা কইলো যা তোরে পুরুষ বানাইলাম...!!!

20/02/2025

‘ছেলেটি এখনো ঢাকায় পড়ে আছে কেন? ওর যায়গা তো অনেক উপরে। ’
১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটি দেখার পর জহির রায়হানকে নিয়ে কালজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ঠিক এমন মন্তব্যই করেছিলেন!

'একটি দেশ/ একটি সংসার/ একটি চাবির গোছা/ একটি আন্দোলন/ একটি চলচ্চিত্র…’ সিনেমার শুরুটা হয় এই স্লোগানগুলো দিয়ে। ‘জীবন থেকে নেয়া’ শুধু আর চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছিল পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে এটি একটি প্রতীকী আন্দোলন, যেখানে একটি সংসার পুরো দেশকে প্রতিকীরূপে উপস্থাপন করেছে।

১৯৬৭ সালের ২৩ জুন পাকিস্তানের তথ্যমন্ত্রী ঢাকার নবাব বংশোদ্ভূত খাজা শাহাবুদ্দিন এদেশের রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার নিষিদ্ধ করে এবং ঘোষণা দেয়, ‘রবীন্দ্র সংগীত আমাদের সংস্কৃতি নয়’ তা উপেক্ষা করে ‘জীবন থেকে নেয়া’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল রবিঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি।

'জীবন থেকে নেয়া’র সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন জহির রায়হানের অধিকাংশ সিনেমায় সঙ্গীতের ভার সামলানো সঙ্গীত পরিচালক, গায়ক ও অভিনেতা খান আতাউর রহমান। যুদ্ধের ঠিক আগের বছরই মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির সংগীত মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলনের বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে আবদুল গাফফার চৌধুরী রচিত কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি যা পরবর্তীকালে একুশের প্রভাতফেরীর অত্যাবশ্যকীয় গান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও সিনেমাটির সঙ্গীত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি আমাদের জাতীয় সঙ্গীত প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কযুক্ত।

13/02/2025

আমার বন্ধু নিরঞ্জন

✍️ ভাষ্কর চৌধুরী

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Washim Akram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Washim Akram:

Share