Probash Protidin - প্রবাস প্রতিদিন

Probash Protidin - প্রবাস প্রতিদিন "প্রবাসীর কণ্ঠস্বর"

গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এক বৃহৎ অভিযানে মোট ৭৭০ জন অনিবন্ধিত বিদেশি অভি...
03/09/2025

গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এক বৃহৎ অভিযানে মোট ৭৭০ জন অনিবন্ধিত বিদেশি অভিবাসী (পিএটিআই) আটক হয়েছেন।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন –
• বাংলাদেশি: ৩৭৭ জন (সবাই পুরুষ)
• মিয়ানমার: ২৩৫ জন (সবাই পুরুষ)
• ভারত: ৫৮ জন (সবাই পুরুষ)
• নেপাল: ৭২ জন (সবাই পুরুষ)
• ইন্দোনেশিয়া: ১৯ জন (১৭ পুরুষ, ২ নারী)
• অন্যান্য দেশের নাগরিক: ৯ জন (৩ পুরুষ, ৬ নারী)

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রয়োগ শাখার পরিচালক বাসরি ওসমান জানান, “অপস বেলাঞ্জা” নামের এই অভিযানটি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে চালানো হয়, যেখানে বলা হয়েছিল যে ঐ এলাকাটি প্রায়ই বিদেশিদের জমায়েতস্থল হয়ে ওঠে।

তিনি বলেন, মোট ৭৭০ জন বিদেশিকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের দায়ে আটক করা হয়েছে। তাদের মধ্যে কারও বৈধ পরিচয়পত্র ছিল না, কেউ ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় অবস্থান করছিল, আবার কেউ কেউ নথিপত্রের অপব্যবহার করছিল।

অভিযানটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ৯টা ৩০ মিনিটে শেষ হয়। এতে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। মোট ২,৪৪৫ জনকে যাচাই করা হয়, যার মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক।

বাসরি আরও জানান, অভিযানের সময় বেশ কিছু বিদেশি পালানোর চেষ্টা করে দোকানে লুকিয়ে পড়ে বা ভবনের ছাদে উঠে যায়। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা এলাকাটি ঘেরাও করায় তাদের সবাইকে আটক করা সম্ভব হয়।

এছাড়া একটি অনলাইন জুয়ার আস্তানায়ও অভিযান চালানো হয়, যেখানে সিসিটিভি-সজ্জিত একটি কক্ষ থেকে ৮ জন বিদেশিকে জুয়া খেলার সময় আটক করা হয়।

তিনি বলেন, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে। একইসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন জারি থাকবে, যাতে নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশি শ্রমিক কোটার প্রতি সঠিকভাবে অনুগত থাকে।

সব আটককৃতদের প্রাথমিক যাচাই শেষে পুত্রজায়া ইমিগ্রেশন কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের আটক কেন্দ্রে পাঠানো হবে।

মামলাগুলো ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী তদন্তাধীন রয়েছে, যার মধ্যে ধারা ৬(৩), ধারা ১৫(৪) এবং নিয়ম ৩৯(বি) অন্তর্ভুক্ত।
তথ‍্যসূত্রে: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ

02/09/2025

বাংলাদেশ পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চ (SB) অফিস থেকে পাসপোর্ট এর অফলোড সিল তোলার নিয়ম:

বাংলাদেশে ইমিগ্রেশনে যদি কাউকে অফলোড করা হয়, তখন সাধারণত পাসপোর্টে “অফলোড” সিল দেওয়া হয়। এই সিল থাকলে ভবিষ্যতে আবার ভ্রমণের সময় সমস্যা হয়। এজন্য সিলটি তুলতে হয় SB (Special Branch) অফিস থেকে।

1. প্রথমে কারণ বুঝুন
কেন আপনাকে অফলোড করা হয়েছিল (ভিসা সমস্যা, ডকুমেন্ট ঘাটতি, সন্দেহজনক ভ্রমণ ইত্যাদি) সেটা লিখিত বা মৌখিকভাবে জানা দরকার। SB অফিসও এই কারণ অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

2. আবেদন করতে হবে
আপনার জেলা/বিভাগীয় শহরের SB অফিসে (Special Branch of Police) যেতে হবে।
সেখানে একটি লিখিত আবেদন করতে হবে যে আপনাকে ভুলবশত অফলোড করা হয়েছে এবং আপনি বিদেশ ভ্রমণের অনুমতি চান।

3. প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন
সাধারণত নিচের কাগজপত্রগুলো লাগতে পারে:
অফলোড করা পাসপোর্ট (যেখানে সিল দেওয়া আছে)
ভিসা, টিকিট, হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র
জাতীয় পরিচয়পত্র (NID)
ব্যাংক স্টেটমেন্ট/অর্থের প্রমাণ (যদি ভ্রমণ ট্যুরিস্ট উদ্দেশ্যে হয়)
BMET / BOESL ক্লিয়ারেন্স (যদি কাজের জন্য বিদেশ যাচ্ছেন)

4. ইন্টারভিউ বা যাচাই প্রক্রিয়া
SB অফিসার আপনার ভ্রমণের উদ্দেশ্য ও কাগজপত্র যাচাই করবেন।
কখনও কখনও তারা মৌখিকভাবে কিছু প্রশ্ন করেন।

5. রিপোর্ট ও অনুমোদন
যাচাই শেষে SB অফিস থেকে ক্লিয়ার রিপোর্ট দিলে আপনার পাসপোর্ট থেকে অফলোড সিল তুলে দেওয়া হয়।
এরপর আপনি আবার ইমিগ্রেশন পার হয়ে বিদেশ যেতে পারবেন।

জনস্বার্থে - Travel Express

॥ মালয়েশিয়া কলিং আপডেট ॥প্রিয় শুভানুধ্যায়ী অনেকেই কলিংয়ের বিষয়ে জানার জন‍্য ফোন করছেন ও মেসেজ পাঠাচ্ছেন। আপনাদের অবগত...
22/08/2025

॥ মালয়েশিয়া কলিং আপডেট ॥

প্রিয় শুভানুধ্যায়ী অনেকেই কলিংয়ের বিষয়ে জানার জন‍্য ফোন করছেন ও মেসেজ পাঠাচ্ছেন।
আপনাদের অবগতির জন্য নিম্নে আলোচনা।

১। মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের যে বিধিনিষেধ দিয়েছিলো তা প্রত্যাহার করছে মাত্র।

২। কোটা আবেদনের পদ্ধতি বা কোন প্রক্রিয়ায় হবে তা এখনও পরিষ্কার নয়। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ।

৩। কোটা অনুমোদন শুধু বাংলাদেশীদের জন‍্য নয়। সব সোর্সিং দেশের জন্য খোলা হয়েছে।

৪। বাংলাদেশের কলিং বিষয়ে এখনো পরিস্কার কোনো নিয়োগ প্রক্রিয়া জানা যায়নি। কারণ বাংলাদেশের জন্য সবসময় আলাদা নিয়োগ প্রক্রিয়া থাকে। যেমন সিন্ডিকেট বা অন্যান্য ধরনের নিয়োগ প্রক্রিয়া।

৫। বাংলাদেশী মিডিয়ায় যে সব নিউজ হচ্ছে তা আসলে বাংলাদেশের কলিং ভিসার সাথে কোন সম্পর্ক নেই।

৬। সর্বোপরি এখন পর্যন্ত বাংলাদেশের কলিং নিয়ে কোন প্রকার ফাইনাল আপডেট পাওয়া যায়নি।

❌মালয়েশিয়ার কলিং বিষয়ে এই মুহূর্তে কাহারও প্ররোচনায় বিশ্বাস করে পাচপোর্ট ও টাকা পয়সা লেনদেন না করার পরামর্শ রইল। এখনও অনেক অপেক্ষা করতে হবে। ❌

মালয়েশিয়াতে অবৈধ ভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার জন্য প্রবর্তিত সাধারণ ক্ষমা কর্মসূচি আবারও চা...
16/05/2025

মালয়েশিয়াতে অবৈধ ভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার জন্য প্রবর্তিত সাধারণ ক্ষমা কর্মসূচি আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

প্রত্যাবাসন কর্মসূচি ২.০ (PRM 2.0) আগামী ১৯ মে ২০২৫ থেকে শুরু করে আগামী বছর ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈধ পাস না থাকায় ৫০০ রিঙ্গিত জরিমানা, পাসের শর্ত লঙ্ঘন করায় ৩০০ রিঙ্গিত জরিমানা এবং বিশেষ পাশ ফিস ২০ রিংগিত (Out Pass) দিয়ে প্রত্যাবাসনের জন্য ছাড়পত্র নিয়ে মালয়েশিয়া ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে।

নোট: ১৮ বছরের কম বয়সীদের জন্য জরিমানা প্রযোজ্য না।

27/03/2025

গত ২৬ দিনে প্রবাসীরা দেশে বৈধভাবে ৩৫ হাজার ৮৬৮ কোটি টাকা দেশে পাঠিয়েছেন।

16/02/2025

“পাসপোর্ট করতে আর পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না”
হয়রানী থেকে মুক্তি পেলো লক্ষ লক্ষ প্রবাসী।
মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ।

11/02/2025
বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায়: মির্জা ফখরুলমেহেদী  হাসান, স্টাফ রিপোর্টার  বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন...
13/11/2024

বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায়: মির্জা ফখরুল

মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার

বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। সংস্কারকাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। সহনশীলতা দেখাতে হবে। সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কার কাজ সম্পন্ন করতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দাড়প্রান্তে নিয়েছিল। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭০০ মানুষকে গুম করেছে। তারা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারকে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে। তবে নির্বাচিত সরকার এলে বিদ্যমান সব সমস্যা সমাধান হয়ে যাবে। এ জন্য দরকার নির্বাচন ও সংস্কার।

বিএনপির মহাসচিব আরও বলেন, আল্লাহর রহমতে ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। আজ আমরা শপথ নিয়েছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব। আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি কারণ, আমরা বিশ্বাস করেন জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না। এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এবার ষষ্ঠতম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে গেলেন প্রধান উপদেষ্টামেহেদী  হাসান, স্টাফ রিপোর্টারঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ...
13/11/2024

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে গেলেন প্রধান উপদেষ্টা

মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সকালে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এবার কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।

শফিকুল আলম বলেন, ‘জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন।’ তিনি আরও জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবিদাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে এসব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

ড. ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. ইউনূস। এর পর থেকে এটি তাঁর দ্বিতীয় বিদেশ সফর। তাঁর প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে।

12/08/2024

১০ দিনে প্রবাসীরা দেশে পাঠালো ৫ হাজার ৬ শত ৪৭ কোটি টাকা!
আলহামদুলিল্লাহ্

01/05/2024
বাংলাদেশ সরকার কর্তৃক সরাসরি ব্রুনাইতে ৬০০ ডলার বেতনে প্রবাসী কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, খরচ  মাত্র ৫৬,৩৫০ টাকা খরচ।সতর্কতা...
04/04/2024

বাংলাদেশ সরকার কর্তৃক সরাসরি ব্রুনাইতে ৬০০ ডলার বেতনে প্রবাসী কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, খরচ মাত্র ৫৬,৩৫০ টাকা খরচ।
সতর্কতা: দালাল ছাড়া সরাসরি নিমক্ত ঠিকানায় যোগাযোগ করতে হবে।
শুভেচ্ছায়: Probash Protidin - প্রবাস প্রতিদিন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Probash Protidin - প্রবাস প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probash Protidin - প্রবাস প্রতিদিন:

Share