মদিনার পথিক / Modinar Pothik

  • Home
  • মদিনার পথিক / Modinar Pothik

মদিনার পথিক / Modinar Pothik Dunia❌
Deeen✅

07/07/2023

সুলতানা কামাল ওরফে লুলু গর্ত থেকে বের হয়েছে ! || Pinaki Bhattacharya

05/07/2023

Livestream naat 2022Pashto naat sharifPashto naat pashto naat Pashto naatsPashto naatonaNew naat 2...

05/06/2023

কবিতার নাম:বিদ্যুৎ বিভ্রাট
মোস্তাফিজু রহমান
তারিখ :০৫/০৬/২০২৩

বিদ্যুৎ প্রকল্প দুর্নীতির কবলে
নেতৃত্ব বিকলাঙ্গ
বিদ্যুতের মূল্য লাফিয়ে বাড়লেও
পুকুর চুরিতে সব শূন্য।

বিদ্যুৎ ফেরি ঘরে ঘরে হবে
কান্ডজ্ঞানহীন বক্তব্য
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে
ডিজিটাল বাংলা ধন্য।

গ্যাস বিদ্যুৎ কয়লার অভাবে
উৎপাদন কারখানা বন্ধ
বেকারত্ব হতদরিদ্র কামলা নিঃস্ব
সকলের ধার্য কর নুন্য।

লোডশেডিং এর দুর্বিষহ যন্ত্রণায়
জনজীবন অধিষ্ঠিত
খেয়ে না খেয়ে দিন কাটলেও
বিদ্যুৎ বিল পরিশোধিত।

দারিদ্র মুক্ত দেশ গড়ার শপথে
নেতৃত্বে অধিষ্ঠিত
উন্নত বিশ্ব গড়ার চোরা বালি স্বপ্নে
রাজস্ব কোষাগার শূন্য।

দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়ার
গন্তব্যহীন যাত্রা
নিরব দুর্ভিক্ষ হাহাকার চিৎকার
মানুষ দিশেহারা।

চুরি ছিনতাই রাহাজানি নিত্য
দিবালোকে প্রকাশ্য
প্রতিবাদ প্রতিরোধে নেই কোন ভাষা
দারিদ্রতা বেকারত্ব।

04/05/2023

কবিতার নাম:মানব সেরা
মোস্তাফিজুর রহমান
তারিখ:০৪/০৫/২০২৩

স্রষ্টার সৃষ্টির মাখলুকাতে
মানব সেরা জীব
আক্কল বিবেক দিয়েছে তারে
জ্বালাতে শিখা দীপ।

খেলাফতের দায়িত্ব প্রাপ্ত
স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্য
মানব কল্যাণে বিলিয়ে দিতে
মানব সৃষ্টির রহস্য।

খোদার বিধান নূরের আলোয়
করেছে তারে ধন্য
হেদায়েতের পথ দেখাতে
মানব জাতির জন্য।

ভালো মন্দের জ্ঞান সমৃদ্ধ
সত্যের মাপকাঠি পার্থক্য
ন্যায়ের পথের আলোর দিশারি
জগৎ খ্যাত বরেণ্য।

এই দুনিয়ার মোহ মায়ায়
কাম ক্রোধ লালসায়
স্রষ্টার স্মরণ ভুলে গিয়ে
মানুষ পশু তুল্য হয়।

দুনিয়া পূজারী অন্ধ মানুষ
স্বার্থ প্রীতির জন্যে
ফিরতে হবে তারই কাছে
যাচ্ছি সবাই ভুলে।

02/05/2023

কবিতার নাম:মে দিবস
কবি:মোস্তাফিজুর রহমান
তারিখ:০২/০৫/২০২৩

নয়না ভিরাম আকাশ চুন্নী
অট্টালিকা পৃথিবীর সৌন্দর্য
ঘর্মাক্ত শ্রমিকের কর্মে গড়া
রক্ত বেচা সুনিপুণ কারুকার্য।

অর্থের চাকা ঘুরায় তারা
প্রতিনিয়ত কল কারখানায়
দেশ উন্নয়নের অগ্র পথিক ত্যাগ
তিতিক্ষায় তুলনা তাদের নাই।

তাদের পেটে লাথি মেরে মহাজনে
অর্থের পাহাড় গড়ে
ন্যায্য মজুরি পাওনা অধিকার চাইতে
গেলে বুলেটের আঘাতে
লাঠি পেটায় পিচ ঢালা রাস্তায় লুটে।

এক মুঠো অন্নে জঠর জ্বালা নিবারণে
সংগ্রাম জীবনের স্বপ্নে
চাই শুধু একটু মাথা গুঁজার ঠাঁই বিলাসিতা নয়
তিলে তিলে বেঁচে থাকার জন্যে।

তবুও তারা অধিকার বঞ্চিত
ভোগবাদী পুঁজি বাদের জন্য
মে দিবসের স্বাধিকার আন্দোলন
ন্যায্য মজুরি অধিকার প্রতিষ্ঠায়
ন্যায় ইনসাফ কাম্য।

শরীরের ঘাম শুকানোর আগে মজুরি পরিষোধ
ইসলামের বিধান
বৈষম্য নয় ধনী-দরিদ্র ধর্ম বর্ণ অর্থ মূল্য
সবাই সমান।

সমাজতন্ত্র পুঁজিবাদ বন্দী আত্মার
অভিশাপ লাঞ্ছিত আর্তনাদ
শরিয়া বিধান শ্রমিকের ন্যায্য মজুরি আদল
এহ্সান ইনসাফ প্রতিষ্ঠার একমাত্র সমাধান।

29/04/2023

কবিতার নাম:কিয়ামতের আলামত
কলমে:মোস্তাফিজুর রহমান
তারিখ:২৯/০৪/২০২৩

কিয়ামত সাংঘটনের ভবিষ্যৎ
রাসূলুল্লাহ( সা:) বাণী
সবুজ অরণ্যে সুশোভিত নুড়ি পাথরের
তপ্ত মরু ভূমি।

ভাবিয়া উঠেছে বিজ্ঞ জনে
কিয়ামত সন্নিকোটে
মরুভূমির বুকে সবুজের সমারহ
তারই চিত্র ফুটে।

আদম সন্তান পিতা-মাতার অবাধ্য
ধ্বংস সামাজিক শাসন
শ্রদ্ধাবোধ ভাতৃত্ব বিলুপ্ত সর্বত্র
ছিন্ন পারিবারিক বন্ধন।

নারীর সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি
অশ্লীলতার ছড়াছড়ি
নৃত্যের তালে তালে গান বাজনা পানে
উত্তাল ধরাত্রী।

মূর্খের শাসন বাঁদীর সন্তান নেতৃত্ব আসনে
দুঃশাসনের কালো থাবা
আইন প্রশাসন জালিমের সাফাইয়ে
নির্যাতনের বিভীষিকা।

প্রসাদ নির্মাণ ধন অর্জনে
তীব্র প্রতিযোগিতা
মজুতদারি ধোকা প্রতারণার কবলে তেজারা
কায়েম সর্বত্র মিথ্যা।

ভূমিধস ভূকম্পনে আলোড়িত পৃথিবী
নিমিষে তছনছ ধুলিস্যাৎ ঘর বাড়ি
প্রাকৃতিক তাণ্ডবে প্রকৃতিস্থ ধরাত্রী
অসহায়াত্বের আহাজারি।

উঠে যাবে বরকত খোদার রহমত
দুর্ভিক্ষের হাহাকার
জীবিকা নির্বাহে হারাম হালালের
থাকবেনা বাচ বিচার।।

26/04/2023

কবিতার নাম:দেশ প্রেম বিনষ্ট
কলমে:মোস্তাফিজুর রহমান
তারিখ:২৬/০৪/২০২৩

আর কত মায়ের বক্ষ খালি হলে
সার্বভৌমত্ব হবে পুত পবিত্র
আর কত রক্ত ঝরলে এ দেশ হবে চাঁদাবাজি
ছিনতাই দুর্নীতি রাহাজানি মুক্ত।

সম্ভ্রম হারা আর কত অবলার দেহ
খন্ড বিখন্ড আগুনে পুড়ে হবে ভস্ম
বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে
হয়ে সর্বস্ব নিঃস্ব।

এখনো আকাশে শবের দুর্গন্ধে
শকুনি ডানা মেলে
নিশি ভোর রাতে ব্যবচ্ছেদ ঘটে
প্রতিপক্ষ দমনে।

দেশদ্রোহীতার পক্ষ বিপক্ষের বিষদগারে
বিভেদের আগুন জ্বলে
পুড় ছারখার জাতীয় ঐক্য নষ্ট
দেশ প্রেম দ্বন্দ্ব সংঘাতে।

দখলদারিত্ব উৎখাত সর্বত্র ভিন্ন
মতালম্বী হলে
কনডেম সেলে প্রতিবাদী কন্ঠ
ধুকে ধুকে মৃত্যুর কোলে।

অর্থ পাচার আত্মসাৎ লুটপাটের মহোৎসব
দমন পিড়ন সীমাহীন
নীরব দর্শক স্বদেশ প্রেমিক সুশীল প্রগতিশীল
মুর্দার দৃষ্টিহীন।।

23/04/2023

কবিতার নাম:গৌরবময় ঐতিহ্য
কবি:মোস্তাফিজুর রহমান
তারিখ:২৪/০৪/২০২৩

নাহে মুসলিম অসহায় দুর্বল ভীরু কাপুরুষ
পাত্র করুনার
দয়া দাক্ষিণ্য ভিখ মাঙ্গিয়া জীবন ধারণে করেনি কখনো বশ্যতা স্বীকার।

ন্যায় নিষ্ঠা সততার পরাকাষ্ঠায় জ্বালিয়েছে
সকল অসত্য ভনীতার দীপশিখা
পাপ পঙ্কিলতা ঘুনে ধরা জীর্ণ জরা সভ্যতাকে
করেছে নির্মল সত্যের আলোয় তরতাজা।

ব্যর্থ পরাজয় পরাভূত ললাটের লিখন
মুসলিম নামের ছিলনা অভিধানে
জুলুম জালেমের মসনদ ভেঙ্গে করেছে তছনছ
ন্যায়ের কুঠারাঘাতে।

অর্থের লালসা স্বার্থের পিছুটান মাড়িয়েছে দুই পায়ে করেছে প্রত্যাখ্যান ঘৃণা ভরে
চাটুকার বিশ্বাসঘাতকতায় করেনি শির নত
ত্যাগ তিতিক্ষায় ঈমানের অগ্নিপরীক্ষায়
বিলিয়েছে প্রাণ অকাতরে।

অলস অবসাদ কর্ম বিমুুখোতা পরিত্যাগে ক্লান্তিহীন অবিরাম সংগ্রামে
স্বার্থ বাদী দুনিয়া পূজারী বাদশা খোদাদের বিনিদ্র রজনী উৎকণ্ঠায় কলিজার ঘাম ঝরে।

আহার নিদ্রা ভোগ বিলাসিতা নিতান্তই
তুচ্ছ তাচ্ছিল্য
তৌহিদের পতাকার অতন্ত্র প্রহরী জিহাদের ময়দানে অশ্বের হেস্রায় অগ্নিমূর্ত।

অকাতরে আলোকিত কুরআনের সমাজ বিনির্মাণে সহায় সম্পদ জীবন করেছে উৎসর্গ
উন্মত্ত অগ্নিগর্ভ ধারাকুল নিমিষে শান্ত
সত্যের জয় গানে মুখরিত নিখিল বিশ্ব।

আনতে ফিরে সেই হারানো গৌরব সম্মান ঐতিহ্য প্রয়োজন শানিত ঈমানের ঐক্য
জিহাদের তাজাল্লিতে নহে প্রদর্শন পৃষ্ঠ।।

22/04/2023

কবিতার নাম:শাওয়ালের চাঁদ
কবি:মোস্তাফিজুর রহমান
তারিখ:২২/০৪/২০২৩

শাওয়ালের চাঁদ ঢেউ খেলালো
শূন্য নীলিমা আকাশে
বয়লো ধরায় খুশির জোয়ার
সোহার্দ্য প্রীতির পাল উড়ে।

মাসুক হৃদয় বিরহে কাতর
বন্ধ নাজাতের দরজা
কালের গর্ভে বিলীন হলো নাজাত
মাগফেরাতের ঝর্ণা।

শৃংখল অবমুক্ত আদম শত্রু শয়তানের
বিকট বিমূর্ত চেহারা
পাপের দীপ শিখা জ্বালিয়ে আবার
করতে ছার খার এ ধরা।

কবর বাসির আর্তনাদে রুহের
জগত দিশেহারা
মাগফেরাতের সমিরনে হয়না
ধরা কুল উতালা।

মুক্তির উন্মাদনায় নাজাতের আশায়
দুটি পয়সার দান সদাকায়
পাওয়ার আশায় ফ্যাল ফেলিয়ে চেয়ে থাকতো
ফকির মিসকিন অসহায়।

পথের ধারে ভিক্ষুক গনে
হতাশায় কাতর নিষ্প্রাণ
নিথর অবস্থায় পড়ে রয়েছে
ঝরে না আর দয়ার বান।

আকাশ ভূতল ছড়ানো ছিটানো
ছিল ভরপুর রহমতের ফোয়ারায়
পাপি তাপি বিদগ্ধ জনে নিত কুড়িয়ে
আঁচল ভরে নির্দ্বিধায়।

কল্যাণ ময় ভাগ্য রজনীর
পাহাড় সম নেকি
এক রাত্রীর ইবাদতে অনন্ত
অসীম সুখ ময় জীবন প্রাপ্তি।

নিষ্ফল ব্যর্থ দুর্ভাগা হত ভাগা
পেলোনা যারা মুক্তি
শাওয়ালের চাঁদে তাদের আবার
কিসের আনন্দ ফুর্তি।

20/04/2023

কবিতার নাম:দুর্গম গিরি
কবি:মোস্তাফিজুর রহমান
তারিখ:২০/০৪/২০২৩

কাব্য কথা ছন্দে গাঁথা পথ হারা
মানুষের মনের ব্যথা
হতছাড়া কৃষক শ্রমিক মেহনতি
মানুষের মনের কথা।

প্রেম ভালবাসা যৌবনের অনুভূতি
তারুণ্যের উচ্ছলতা
একান্ত নিভৃতে চাওয়া-পাওয়ার আকাঙ্ক্ষা
সরলে গরলতা।

উন্মত্ততা উন্মাদনায় প্রলুব্ধের শুধু ছলনা
আবেগ উচ্ছ্বাস
আত্মার বন্দি ক্ষুন্ন ব্যক্তিত্বের প্রভাব
চরিত্রহীনতার নির্লজ্জ প্রয়াস।

অনৈতিকতার প্রচ্ছন্ন মিথ্যা আশ্বাস
ক্ষণিকের আনন্দ ভোগের হীন প্রয়াস।

উদভ্রান্তের মত নিরুদ্দেশ অন্ধকার
পথে যাত্রা
জীবন ধ্বংস অজানা গন্তব্যে
নীড় হারা ঠিকানা।

রক্তের বাঁধন অতি আপন প্রিয়জন
হয়ে যায় পর
দুরাচারী দুষ্ট মতির বধ কৃত কুমন্ত্রণায়
বেদনায় কাতর।

নাইবা গায়লাম সে দুর্গন্ধ প্রেম পুতি
বিদ্যার চয়নিকা
নাওয়ে পাল নাইবা তুললাম অপসংস্কৃতির
প্রবাহে গড্ডালিকা।

বাঁধ ভাঙ্গা স্রোতের বেগে ধেয়ে
চলা অশ্লীলতা
ভেঙ্গে দিচ্ছে ভাতৃত্ব সমাজ
সভ্যতার নৈতিকতা।

সমাজ ব্যবস্থা ভঙ্গুর নাযুক ধ্বংসের
দ্বার প্রান্তে জাহান্নামের কিনারে
ভবিষ্যৎ প্রজন্ম নিরুদ্দেশ দিক হারা
উদ্ভ্রান্ত বিপথে।

সময় বয়ে গেছে হয়ে গেছে অনেক দেরি
উদ্ধারীতে বায়তে হবে তরী
দিতে হবে পাড়ি সাবধান হে কান্ডারি
দুর্গম বিভীষিকাময় প্রান্তর গিরি।।

17/04/2023

কবিতার নাম:হক্কুল ইবাদ
কবি: মোস্তাফিজুর রহমান
তারিখ:১৮/০৪/২০২৩

সিজদায় কপাল ছেদা হলেও
নেই কোন পরিত্রাণ
হক আদায়ে না হও যদি
সতর্ক সাবধান।

সিজদা দু' রাকাত কম হলেও
পেত পার নাজাত
সিজদা হল খোদার হক
করতে পারেন তিনি মাফ।

কষ্ট দিয়ে নষ্ট করে অন্যায়
ভাবে করলে হরন হক
সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করলে
মিলবে না সাফায়াত।

সম্পদ বন্টন আহরোহণের ক্ষেত্রে
করেছে কি না সীমালঙ্ঘন
ওশর যাকাত আদায় না করে
করেছ ভক্ষণ।

ছিন্ন কিনা অনড় অটুট
আত্মীয়তার বন্ধন
কত যে আত্মসাৎ অন্যায় ভাবে করেছ
এতিমের সম্পদ।

স্বামী স্ত্রী সন্তানাদির করেছ
কিনা হক নষ্ট
পিতা মাতার সেবা ব্যতীত
দিয়েছো কত দুঃখ কষ্ট।

অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে
ছিলে কিনা সচেতন
অধীনস্থদের হক আদায়ে
কি ছিল আচরণ।

খোদার বিধানের আনুগত্যের
ওয়াদা ছিল সৃষ্টি লগ্নে
সেই ওয়াদা পালনে তৎপর
কতটুকু ছিলে জমিনে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when মদিনার পথিক / Modinar Pothik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মদিনার পথিক / Modinar Pothik:

  • Want your business to be the top-listed Media Company?

Share