Birdseyenews24

Birdseyenews24 Get breaking news [email protected]

24/02/2018

Enjoy Bangladeshi top most popular satellite televisions channels news from anywhere in the world. Tune always to get instant live exclusive news for sports,...

22/02/2018

বেগম খালেদা জিয়ার বক্তব্য উল্টাভাবে লিখে রায় দিয়েছেন বিচারক। আর এই কারণেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। দেখু.....

23/01/2018
14/01/2018

মওলানা সাদ বলেছেন, “পারিশ্রমিক নিয়ে দীন শেখানো দীন বিক্রির নামান্তর। কোর’আনে কারীম শিখিয়ে পারিশ্রমিক গ্রহণকারীর আগে ব্যভিচারীরা জান্নাতে যাবে।”
যে কোনো মাদ্রাসার লোকেরা এই ফতোয়া মেনে নেবে না সেটাই তো স্বাভাবিক। কারণ ওয়াজ করে, কোরা’আন খতম দিয়ে, নামাজ পড়িয়ে অর্থ গ্রহণ করাটাই তো তাদের পেশা। ধর্মের উপর আঘাত সহ্য করা যায় কিন্তু জীবিকার উপর আঘাত? কক্ষনো নয়!
আমার ধারণা, ইসলাম সম্পর্কে আল্লাহ আর রসুলের বক্তব্য মাদ্রাসাওয়ালাদের তুলনায় অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আল্লাহ কী বলেছেন এ বিষয়ে?
আল্লাহ বলেন, যারা আমার নাজিলকৃত আয়াত গোপন করে, তার বিনিময়ে পার্থিব মূল্য হাসিল করে তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই পুরে না। (সুরা বাকারা ১৭৪)
আল্লাহর রসুল বলেন, ‘তোমরা কোরআন পড়ো এবং তার ওপর আমল করো। আর তাতে সীমালংঘন করো না, তার ব্যাপারে শৈথিল্য করো না, তার বিনিময় খেয়ো না এবং তাকে নিয়ে রিয়া করো না।’ -হজরত আবদুর রহমান ইবনে শিবল (রা.) হতে মুসনাদে আহমাদ: ১৫৫৬৮, সুনানে বায়হাকি: ২৬২৪, মুজামে তাবরানি আওসাত: ২৫৭৪
তেমনি অপর হাদিসে এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) হতে বর্ণিত, তিনি জনৈক পাঠকারীর নিকট দিয়ে অতিক্রম করলেন- যে কোরআন পড়ছিলো। অতঃপর সে (মানুষের নিকট) চাইলো। তখন তিনি ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লেন। অতঃপর তাকে বললেন, আমি হজরত রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি কোরআন পড়ে, তার উচিত আল্লাহর কাছে তার বিনিময় চাওয়া। বস্তুত এমন কিছু দল আসবে যারা কোরআন পড়বে; যার বিনিময় মানুষের নিকট চাবে (তাদের একাজ অবাঞ্ছিত)।’ –জামে তিরমিজি: ২৯১৭, মুসনাদে আহমাদ: ১৯৯৫৮
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘অচিরেই মানুষের ওপর এমন কাল আসবে; যে সময় কোরআন শোনানোর বিনিময় চাওয়া হবে। সুতরাং যখন তোমাদের কাছে তারা চাইবে, তখন তোমরা তাদেরকে দেবে না।’ –আত তাওজিহ লি-শরহিল জামিইস সহিহ: ১৭৪ পৃ.
যারাই ধর্মব্যবসার গোমর ফাঁক করে দেবে মাদ্রাসাওয়ালারা তাদের বিরুদ্ধেই গর্জে উঠবে-

12/01/2018

নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তথ্যমন্ত্রী হাছানুল হক ইনুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁক�...

30/09/2017
31/08/2017

তিলে তিলে জীবনটা গড়ছিলেন রূপা খাতুন। পড়ালেখার খরচ জোগাতে টিউশনি করেছেন, কাজ করেছেন পোশাক কারখানায়। বাবার মৃত্যুর পর পরিবারের ভরণপোষণের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তবে একবারের জন্যও নিজের লক্ষ্য থেকে পিছু হটেননি তিনি। বেতন বাড়ানোর কথা মাকে জানিয়ে চমক দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেটা...

31/08/2017

টাঙ্গাইলে চলন্ত বাসে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী রূপা খাতুনকে ধর্ষণ শেষে ঘাড় মটকে হত্যার পরও পরিবহনশ্রমিকদের আচরণ ছিল খুবই স্বাভাবিক। গতকাল বুধবার সংবাদমাধ্যমে খবর পেয়ে বিস্মিত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষও। প্রতিবাদে টাঙ্গাইল শহরে মানববন্ধন হয়েছে। বাসের...

23/08/2017

কিশোরগঞ্জ শহরে চাঁদাবাজ তুফানের সীমাহীন অত্যাচারে অতিষ্ট মানুষজন
-----------------------------------------------------------

বগুড়ার মত কিশোরগঞ্জ শহরের আখড়া বাজারেও আরেক কালা তুফান । বড় ভাই প্রভাবশালী বলে ক্ষমতার বলয়ে তাদের পরিবার বলে টুঁ-শব্দটি করার জো নেই তাদের বিরুদ্ধে কারো।
যদিও এই কালা তুফানের উত্থান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। শহরে জুয়ার আসর দিয়ে তার অবৈধ আয়ের যাত্রা শুরু। এরপর মাদক ব্যবসা। দীর্ঘদিন ধরে সে শহবে মাদক রাজ্যের নিয়ন্ত্রক।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন শহর শ্রমিক লীগের নাম বাগিয়ে নেন। এরপর শুরু হয় ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ব্যবসার ছলে চাঁদিবাজি। শহরের আখড়াবাজার মোড়ে ব্যাটারিচালিত এসব রিকশা রাস্তায় নামানোর আগে প্রতিটির জন্য ২৫০০ টাকা দিতে হয় এই তুফানকে। হিসাব করলে দেখা যায় শহরে বর্তমানে ২০ হাজার ব্যাটরিচালিত রিকশা চলছে।তনমধ্যে আখড়া বাজার মোড়ে প্রায় ৫ হাজার ব্যাটরিচালিত রিকশা । সেই হিসাবে কি পরিমাণ চাঁদা তিনি আদায় করেছেন তার ব্যাখ্যার প্রয়োজন নেই। আর প্রতিদিন এসব রিকশা থেকে ৩০ টাকা করে চাঁদা তোলে আছেই। এতে গড়ে প্রতিদিন ৫ হাজার রিকশা থেকে প্রতিদিন (১৫০,০০০/-) দেড় লাখ টাকা চাঁদা তুফানের হাতে চলে যায়। গরিব এসব রিকশাচালকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে কোটিপতি এখন সে। কেউ চাঁদা না দিতে চাইলে প্রকাশ্যা মারধর শুরু করে। কেউ প্রদিবাদ করে না ভয়ে। গত কাল ২৩-০৮-২০১৭ বুধবার আছরের নামাজের পর ৬.১৫ মিনিটের সসয় একজন গরিব ব্যাটরিচালিত রিকশা চালক চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বেধম মারপিট করে সে নিজেই । একজন এর প্রতিবাদ করতে গেলে তার জিব কেটে নেয়ার মত হুমকি দেয় এই কালা তুফান।
স্থানীয় প্রশাসন এব্যাপারে নীরব ভুমিকা পারন করে সব সময়। এই জন্যই ঐ এলায় কালা তুফানের অত্যাচার দিনদিন বগুড়ার তুফান সরকারের মত হয়ে উঠছে।।

 #বগুড়ায় ধর্ষনের ঘটনা প্রকাশ করায়ধর্ষিতাকে আবারো গনধর্ষন চালিয়ে মা মেয়েকে মাথ্যা ন্যাড়া করে দেয়া হয়েছে - শ্রমিকলীগ নেতা ...
30/07/2017

#বগুড়ায় ধর্ষনের ঘটনা প্রকাশ করায়
ধর্ষিতাকে আবারো গনধর্ষন চালিয়ে মা মেয়েকে মাথ্যা ন্যাড়া করে দেয়া হয়েছে - শ্রমিকলীগ নেতা সহ চার নেতাকর্মী গ্রেফতার
বগুড়ায় কুখ্যাত শ্রমিকলীগ নেতা কর্তৃক সদ্য এএসসি পাশ করা এক কিশোরীকে ধর্ষন করার ঘটনা প্রকাশ করায় মধ্যযুগীয় কায়দায় বর্বর কায়দায় নির্যাতন চালিয়ে ও কিশোরীকে দ্বিতীয় দফায় গনধর্ষন চালানো হয়েছে । একই সাথে ধর্ষিতা ও তার মাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হিন্দি ফিল্মী কায়দায় লাঠিপেটা করে মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। চাঞ্চাল্যকর ঘটনাটি ঘটেছে বগুড়া শহরে ।
এঘটনায় পুলিশ বগুড়ার কুখ্যাত শ্রমিকলীগ নেতা তুফান সরকার সহ চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে বগুড়া সদর থানা পুলিশ শহরের চকসুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর রহমানের পুত্র ও শহর শ্রমিকলীগের সভাপতি তুফান সরকার (২৫) তার সহযোগি একই এলাকার দুলুর পুত্র আলী আজম দিপু (২৪), শহরের কালিতলা এলাকার জহুরুলের পুত্র রুপম হোসেন ওরফে রুপম(২৫)এবং অন্যজন খান্দার এলাকার মোখলেছারের পুত্র আতিকুর রহমান(২৫) ।
এদিকে ধর্ষন এবং ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়া এবং মাথা ন্যাড়া করে দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে পৌরসভায় ইদিমধ্যই বিতর্কিত হওয়া নারী কাউন্সিলর সহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার সকাল হাসপাতালে চিকিৎসাধিন অমানুষিক নির্যাতনের শিকার হতভাগ্য মা ও মেয়ে তাদের উপর দিয়ে বয়ে যাওয়া মধ্যযুগীয় নির্যাতনের বর্ননা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন । তারা বার বার ঘটনার বিচার চেয়ে এ ব্যপারে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, আর কারো ভাগ্যেয় যেন এমন ঘটনা না ঘটে ।
এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সুত্র সংবাদ সংস্থা এফএনএসকে জানায়, বগুড়া শহরের বাদুড়তলা এলাকায় বসবাসকারী চা ষ্টল ব্যবসায়ী এক কিশোরী কন্যা শহরের জুবলী ইন্সটিটিউিশন থেকে এবার এসএসসি পাশ করে। কিন্তু তার রেজাল্ট খারাপ হওয়ায় ভাল কোন কলেজে ভর্তি হতে না পারায় মানসিক ভাবে চিন্তিত ছিল সে। এসময় তার উপর কু-দৃষ্টি পরে শ্রমিকলীগ নেতা তুফান সরকারের । সে ওই শিক্ষার্থীর দূর্বলতার সুয়োগ নিয়ে তার সহযোগি ও প্রতিবেশী আলী আজম দিপুকে দিয়ে ওই কিশোরী শিক্ষার্থীকে শ্রমিকলীগ নেতা তুফান সরকারের মাধ্যমে সরকারি কলেজে ভর্তি করে দেয়ার প্রস্তাব দেয়। দিপু ওই কিশোরীকে মোবাইল ফোনে তুফান সরকারের সাথে কথা বলিয়ে দেয়। এরপর তুফান সরকার দিপুর মাধ্যমে ওই কিশোরীকে চার হাজার টাকা দিয়ে একটি কলেজে ভর্তির জন্য পাঠায়। কিন্তু ওই কিশোরী ভর্তি হতে না পারার বিষয়টি দিপুর মাধ্যমে তুফান সরকারকে জানায়। গত ১৭ জুলাই তুফান সরকারের স্ত্রী- সন্তান বাসায় না থাকার সুযোগে ওই কিশোরীকে বাসায় ডেকে আনে। এরপর দিনভর তাকে আটকে রেখে তুফান সরকার তাকে কয়েক দফা ধর্ষন করে। এতে ওই কিশোরী রক্তক্ষরন জনিত কারনে অসুস্থ হয়ে পড়লে তার মাকে ডেকে এনে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পাশাপাশি বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি খেয়িয়ে শাষিয়ে দেয়া হয়। পরে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসার একপর্যায়ে তাকে তাকে তার মার সাথে ঢাকায় পাঠিয়ে দেয়া হয় । কিন্তু ধর্ষনের ঘটনাটি ওই কিশোরীকে ধর্ষনের ঘটনা তুফান সরকারের স্ত্রী ও এলাকার বিশিষ্ট চামড়া ব্যবসায়ী রুনুর মেয়ে আশার কানে যায়।
এঘটনায় গত শুক্রবার বিকেলে তুফান সরকারের স্ত্রী আশা খাতুন তার বড় বোন পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি এবং তার মা রুমী বেগম ওই কিশোরীর বাড়িতে যায়। তারা ধর্ষনের ঘটনার বিচার করে দেয়ার কথা বলে ধর্ষিতা ও তার মা মুন্নী বেগমকে বাদুড়তলাস্থ পৌর কাউন্সিলর রুমকীর বাবার বাড়ীতে নিয়ে আসে। সেখানে বিচারের নামে ধর্ষিতাকে পতিতা আখ্যায়িত করে এবং মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করানোর উল্টো অভিযোগ আনা হয় মুন্নী বেগমের নামে। এরপর তুফান সরকারের কয়েকজন সহযোগি নিয়ে লাঠি পেটা করে মা ও মেয়েকে।এর পর তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় বর্বর কায়দার নির্যাতন।
কয়েক ঘন্টা আটকে রেখে নির্যাতনের এক পর্যায়ে মাকে আটকে রেখে ওই বাড়ীর একটি ঘড়ের মধ্য গ্রেপ্তারকৃত রুপম,দিপু,আতিক সহ অপর এক যুবক ওই কিশোরীর উপর আবারো গনধর্ষন চালায় । তারা এতেও তারা ক্ষ্যন্ত না হয়ে মা ও মেয়ের মাথার চুল কেটে নেয় তারা। তাতেও তাদের মন না ভরায় এক পর্যায়ে তুফান সরকারের স্ত্রী আশা ও তার বড় বোন কাউন্সিরর রুমকি নির্দেশে নাপিত ডেকে তাদের মাথা ন্যাড়া করে দেয়া হয়।
শুধু তাই নয় ২০ মিনিটের মধ্যে বগুড়া শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রিক্সায় তুলে দেয়া হয়। ওই অবস্থায় তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মা মেয়ের উপর স্বরনকালের বর্বর নির্যাতনের বিষয়টি এক পর্যায়ে গোপনে পুলিশকে জানানো হয় । রাত সওিড় ১০ টার দিকে সদর সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নের্তৃতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন মা ও মেয়ের বক্তব্য শুনে রাতেই অভিযান শুরু করে।
রাত সাড়ে ১১ টার দিকে প্রথমে তুফান সরকারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার অপর তিন সহযোগিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে তুফান সরকারকে গ্রেফতারের পর পরই তার স্ত্রী আশা খাতুন, স্ত্রীর বড় বোন পৌর কাউন্সিলর রুমকী এবং তুফানের শ্বাশুরী রুমী বেগম আত্মগোপন করে।
শনিবার এঘটনায় ধর্ষিতার মা মুন্নী বেগম বাদী হয়ে তুফান সরকার সহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতারকৃত শ্রমিক লীগ নেতা তুফান সহচারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ উপরোক্ত তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন মা ও মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ আরো নিশ্চিত করে শ্রমিক লীগ নেতা তুফানের বিরুদ্ধে অস্ত্র, ফেন্সিডিল সহ একাধিক মামলা রয়েছে।
.সংবাদ সংগ্রহ এফএনএস থেকে সংগৃহীত ছবি ও সংবাদ ..

বগুড়ায় চাঞ্চল্যকর ধর্ষণ এবং ধর্ষিতা মেয়ে ও তার মা'কে ন্যাড়া করে দেওয়া মামলার আসামী শ্রমিকলীগের আহবায়ক তুফান সরকারের স্ত্...
30/07/2017

বগুড়ায় চাঞ্চল্যকর ধর্ষণ এবং ধর্ষিতা মেয়ে ও তার মা'কে ন্যাড়া করে দেওয়া মামলার আসামী শ্রমিকলীগের আহবায়ক তুফান সরকারের স্ত্রী আশা, তার কমিশনার বোন রুমকী এবং ধর্ষক তুফান সরকারের শাশুড়ি রুমি বেগমকে ধরিয়ে দিন।

কুখ্যাত এই তিন মহিলাকে যেখানে পাবেন, আগে ওদের চুল কেটে মাথা নেড়া করে দিয়ে এরপর পুলিশকে খবর দিন।
ওরাও অপরাধি। ওদের ঘরের পুরুষরা ধর্ষণ করেছে, আর সেটিকে ধামাচাপা দিতে ওই মেয়ে ও তার মা'কে নির্যাতন করে মাথা নেড়া করে দিয়েছে এই তিন মহিলা। দেশের সব ধরনের নিউজ মিডিয়াগুলোতে আজকের খবর দেখুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birdseyenews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Birdseyenews24:

Share