Anisur Rahaman

Anisur Rahaman It's a educational page. Sometimes we something shere like funny things. Our purpose is help to some people who willing to know about Savar Govt. College.

02/08/2025

বিরুলিয়া জমিদার বাড়ী,সাভার ,ঢাকা-Birulia Jomidar Bari,Savar,Dhaka

29/07/2025

ইতিহাসবিখ্যাত রানী ভবানী দুর্গের ধ্বংসাবশেষ-দরদরিয়া,কাপাসিয়া,গাজীপুর -দরদরিয়া গ্রামে বানার নদের পূর্ব পাড়ে ছিল ইতিহাসবিখ্যাত রানী ভবানী দুর্গের ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এটি বানিয়া রাজার আমলে নির্মিত। রানী ভবানী ছিলেন বানিয়া রাজার শেষ বংশধর। দুর্গটিকে অনেকে ‘রানীর বাড়ি’ নামেও ডাকে। ১২০৪ খ্রিষ্টাব্দে এ অঞ্চলে মুসলিম অভিযানের সময় রানী ভবানী ওই দুর্গে বসবাস করছিলেন। বলা হয়, বাংলার দ্বিতীয় স্বাধীন সুলতান শামস উদ্দিন ইলিয়াস শাহ ১৩৫৩ খ্রিষ্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক বাহিনীর হাতে আক্রান্ত হলে একডালা দুর্গে অবস্থান নেন। কিন্তু ফিরোজ শাহ তুঘলক ২২ দিন অপেক্ষা করেও সুলতান ইলিয়াস শাহকে পরাস্ত করতে পারেননি।

28/07/2025

এই রাস্তাটি কাশিমপুর নামাবাজার থেকে তুরাগনদীর পার ঘেষে চলছে ধনঞ্জয়খালী পর্যন্ত যা পুরোপুরি ঠিক হলে গাজিপুরের মধ্যে হবে অন্যতম সুন্দর একটি রাস্তা

11/07/2025

তুরাগ নদীর পার ঘেষে বয়ে চলা অসম্ভব সুন্দর রাস্তা গাজীপুরের কাশিমপুর নামাবাজার থেকে ধনঞ্জয়খালী যাওয়ার অসম্ভব সুন্দর একটি রাস্তা যা সবাইকে মুগ্ধ করবে। পুরো রাস্তাটির নির্মাণকাজ শেষ হলে বলা যায় গাজীপুর মহানগরের মধ্যে হবে অন্যতম সুন্দর আরেকটি রাস্তা ;

11/07/2025

গ্রাম আবহমান গ্রাম বাংলার প্রান। এই সুন্দর প্রকৃতি দেখেই কবি ,লেখক ও সাহিত্যিক তাদের লেখনীর শব্দ ,ছন্দ ও প্রান খুজে নেয়। এই সুন্দর মেঠো পথও সৌন্দর্যের আধার। এই অসম্ভব রকম সুন্দর জায়গাটা আমাদের গাজীপুর মহানগরের কাশিমপুরের সুড়াবাড়ী থেকে ধনঞ্জয়খালী যাওয়ার রাস্তা। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য।

04/07/2025

তুরাগ নদীর কুলঘেষে যাওয়া সুন্দর একটি পথ যা তুরাগ নদীর কুলঘেষে বয়ে গেছে বর্ষাকালে অসম্ভব সুন্দর হয়ে উঠে এ জায়গা

04/07/2025

শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন বাজার সাভার নামাবাজার যা সাভারের প্রানকেন্দ্রে অবস্থিত। বংশী নদীর কুলঘেষে গড়ে উঠা এ বাজার শত বছরের পুরাতন একটি বাজার। সকল প্রকার পাইকারী মালামাল থেকে শুরু করে খুচরাও সব কিছু পাওয়া যায়

03/07/2025

শিমুলিয়া ,ধামসোনা,আশুলিয়া বাজারের বিখ্যায় মালাই চপ যা বহু বছর ধরে এখনো স্বাদ ও গুন ধরে রেখেছে। খাটি দুধের ছানা থেকে বানানো এ মালাই চপের খ্যাতি বহু জায়গায় বিস্তৃত বলা যায়। এই দোকানে মালাই চপ ছাড়াও দই,মিষ্টি,রসমালাই,চমচম পাওয়া যায়।

03/07/2025

সুন্দর এই পথটি তৈয়বপুর ,জিরাবো,আশুলিয়া যা ইছরকান্দি হয়ে ধনঞ্জয়খালী হয়ে কাশিমপুর গিয়ে মিশেছে

02/07/2025

বর্ষাকালে যেন প্রান ফিরে পায় এই বিল বেলাইয়ের ধারের জায়গা বহু জায়গা থেকে লোকজন ঘুরতে আসে এখানে এবং বিলে নৌকা দিয়ে ঘুরে আর প্রকৃতির এই সৌন্দর্যের মোহে বিমোহিত হয়
Anisur

29/06/2025

গাজীপুর মহানগরের মধ্যে সবচেয়ে বড় বাশের ব্রিজ বলা যায় এই ব্রিজকে যা কাশিমপুরের কাছাকাছি ইসলামপুর,নাওজোড়ে তুরাগ নদীর উপর অবস্থিত #

14/06/2025

ঢাকার মধ্যে গোলাপের স্বর্গরাজ্য বলা চলে এই সাভারের বিরুলিয়া ইউনিয়নকে। যেখানে সারাবছরই কক বেশি গোলাপ ফুল পাওয়া যায় তবে বেশি পাওয়া যায় শীতের মৌসুমে। এই ফুলের রাজ্য দেখতে ঢাকা সহ সারা দেশ থেকে অসংখ্য মানুষ ছুটে আসে

Address

Kashimpur
Dhaka
1700

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisur Rahaman:

Share