Anisur Rahaman

Anisur Rahaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anisur Rahaman, Digital creator, Kashimpur, Dhaka.

আসসালামু আলাইকু। আমি ঘুরতে পছন্দ করি খুবই কিন্তু মনমতো ঘুরতে পারি না জীবিকার তাগিদে। ইতিহাস,ঐতিহ্য ,প্রত্নতত্ত্ব ও নির্মল প্রকৃতি আমাকে খুবই টানে আর তাই সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই।

23/11/2025

কাশিমপুর হাট যা গাজীপুর জেলার অন্যতম পুরাতন ও ঐতিহাসিক একটি বাজার। প্রতি সপ্তাহের সোমবার এই বাজার বসে থাকে। এই বাজারে সকল জিনিসপত্র পাওয়া যায় এবং সূলভ মূল্যে তাই সপ্তাহের সোমবার এই বাজারে আশেপাশের এলাকা বা গ্রাম থেকে লোকজন আসে বাজার করতে।
#

19/10/2025

আমাদের গাজীপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা এই কানাইয়া। বর্ষাকালে এই জায়গা আরো বেশি সুন্দর হয়ে উঠে। জয়দেবপুর রেলগেট থেকে সিনএনজি বা অটোতে করে খুব সহজেই যাওয়া যায় এখানে

12/10/2025

সুপ্রভাত

05/10/2025

কাশিমপুর নামাবাজার ,তুরাগনদী,কাশিমপুর,গাজীপুর

28/09/2025

ভরা বর্ষায় অসম্ভব রকম সুন্দর আমাদের কাশিমপুরের তুরাগ নদী। যে কেউ বিমোহিত হতে বাধ্য ❤️

26/09/2025

গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে মৃতপ্রায় চিলাই নদের দক্ষিণ তীরে অবস্থিত ভাওয়াল রাজশ্মশানেশ্বরী। এটি ছিল ভাওয়াল রাজপরিবারের সদস্যদের শবদাহের স্থান। এখানে পরিবারের মৃত সদস্যদের নামে সৌধ নির্মাণ ও নামফলক স্থাপন করা হতো। শ্মশান চত্বরে একটি শিবমন্দির রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্ন ঐতিহ্যের অংশ।

সাহাবউদ্দিন আহম্মেদ ‘কিংবদন্তির সন্ন্যাসী রাজা ও ভাওয়াল রাজবাড়ি’ নিবন্ধে উল্লেখ করেছেন, ভাওয়ালের জমিদার জয়দেব নারায়ণের দৌহিত্র লোক নারায়ণ রায় বাংলা ১২৫০ থেকে ১২৬০ সালের মধ্যে গড়ে তোলেন এই ভাওয়াল রাজশ্মশান। তবে ঐতিহাসিকদের মতে, মূল শ্মশানের কাজে হাত দিয়েছিলেন রাজা কীর্তি নারায়ণ রায়।

23/09/2025

গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় ৫ একর জায়গাজুড়ে দৃষ্টিনন্দন ভাওয়াল রাজবাড়ী (Bhawal Rajbari) ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৯৭৮ সালে এটি জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা করা হলেও বর্তমানে এটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভাওয়াল রাজবাড়ী ঘিরে রয়েছে নানা ঐতিহাসিক ও রোমাঞ্চকর ঘটনা। এর মধ্যে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর ১২ বছর পর পুনঃআবির্ভাব এবং সেই ঘটনার প্রেক্ষিতে বিখ্যাত "ভাওয়ালের সন্ন্যাসী মামলা" বিশেষ উল্লেখযোগ্য। এ ঐতিহাসিক কাহিনিকে ঘিরে তৈরি হয়েছে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র “সন্ন্যাসী রাজা”, যা আজও দর্শকদের মুগ্ধ করে।

23/09/2025

আড়াপাড়া জমিদার বাড়ি সাভার উপজেলার আড়াপাড়া গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়ি ১৯০০ সালের দিকে গোড়াপত্তন করেন ধনাঢ্য সুতা ব্যবসায়ী দুই ভাই রাইমোহন সাহা ও শশীমোহন সাহা।

22/09/2025

কেশোরিতা যা গাজীপুরের অন্যতম সুন্দর একটা জায়গা। প্রাকৃতিক নয়াভিরাম সৌন্দর্যের আধার বলা যা। বেলাই বিলের কোলে অবস্থিত এই জায়গা যে কাউকে মুগ্ধ করবেই। বিশেষ করে বর্ষাকালে এই বিলের যেন যৌবন ফিরে পায় এই বিল বেলাই। অসংখ্য মানুষ আসে বেড়াতে ,ঘুরতে। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর এই কেশরিতা বাজারে রয়েছে শতাধিক বছরে পার বাধানো পাকুড় গাছ যা তাপদাহ ও ঝড় বৃষ্টি থেকে অনেকটাই আড়াল করে রাখে।

21/09/2025

কাশিমপুর জমিদার বাড়ী যা গাজীপুর জেলার সদর উপজেলার কাশিমপুরে অবস্থিত যা বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড এ অবস্থিত। কাশিমপুর জমিদারের জমিদারী বলদা পর্যন্ত ছিল। এই জমিদারীর গোড়াপত্তন করেন জমিদার রায় বাহাদুর কেদারনাথ লাহিড়ী গোড়াপত্তন করেন আর এই কাশিমপুর জমিদারী এস্টেটের শেষ জমিদার ছিলেন আনামি প্রাসাদ রায় চৌধুরী।

15/09/2025

রাজা হরিশচন্দ্রের ভিটা

শুভ সকাল
07/09/2025

শুভ সকাল

Address

Kashimpur
Dhaka
1700

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisur Rahaman:

Share