07/07/2025
📌এই বর্ষাতে খুব সাবধান!! কিভাবে রক্ষা পাবেন:
বিছানা থেকে নেমেছেন, হটাৎ একটা কুন্ডলীর ওপর পা পড়ল; ব্যস ছোবল!! আর এতেই আপনার জীবন শেষ হতে পারে 😰।
তাই সাবধান। কারণ সাপ কিন্তু পানিতে বসবাস করতে পারেনা। বর্ষার পানিতে, সাপের গর্তগুলো ভরে গেলে, সে আশ্রয় নেয় উঁচু ভিটাতে, এমনকি আপনার বাড়িতেও।
বাংলাদেশে প্রায় ১০৩ প্রজাতির সাপের দেখা মেলে, তার মধ্যে ২৮ প্রজাতি বিষধর। বিষধর ২৮ প্রজাতির সাপের মধ্যে ১৩ প্রজাতি সামুদ্রিক, বাকি ১৫ প্রজাতির সবগুলর দেখা মেলে না। তবে ঘরের আশেপাশেও অল্প বিষধর কিছু সাপ থাকে। যেমন ঘরগিন্নী যা গ্রাম অঞ্চলে নাগিনী নামে পরিচিত ।
আবার বাড়ির আশেপাশে ঢুকে পড়তে পারে, কালাচ বা কাল কেউটে। কেউটে যথেষ্ট বিষাক্ত। মানুষ এর বিষে মরতেও পারে। একই সাথে মানুষের গোয়াল ঘরের গর্তে, কিংবা ধানের গোলার নিচে, ডিম পাড়তে ঢুকে পড়ে মৃত্যুর দূত গোখরা।
বাড়ির আশেপাশে কিছু বিষহীন সাপ থাকে, যেমন বোড়া, ভেমটে, দাঁড়াশ প্রভৃতি। এগুলো তেমন ক্ষতিকর নয়। কিছু সাপ নির্বিষ হলেও আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট।
তাহলে আসুন জেনে নিই, কিভাবে নিজেকে সাপের হাত থেকে রক্ষা করবে:
🔴১.সর্পগন্ধা (Sarpagandha): সাপ তাড়াতে প্রকৃতির আশীর্বাদ এটি এক আশ্চর্য ওষুধি গাছ। এর তীব্র গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না। তাই আপনার বাড়ি, ছাদ, উঠোন, বা প্রবেশদ্বারে সর্পগন্ধা গাছ লাগালে তা সাপকে দূরে রাখবে।৷৷
🔴২.কার্বলিক এসিড বা ফেনল:
ঘরবাড়ি থেকে সাপ দূরে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো কার্বলিক এসিড বা ফেনল ব্যবহার করা। এই রাসায়নিকটি গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের কোণায় উঁচু স্থানে কার্বলিক এসিডের বোতল মুখ খুলে রাখুন। এটি বাতাসের সঙ্গে মিশে যাবে। ফলে সাপ আর আসবে না।
তবে খেয়াল রাখবেন কার্বলিক এসিড যেন প্লাস্টিকের বোতলে না রাখা হয়। তাহলে বোতল গলে যাবে। এই এসিড অবশ্যই কাঁচের বোতলে সংরক্ষণ করতে হয়। বাড়িতে ছোট শিশু থাকলে অবশ্যই তাদের নাগালের বাইরে এটি রাখুন।
কেন কার্বলিক এসিড ব্যবহার করবেন?
সাপের দেহে জ্যাকবস অর্গান (Jacobs organ) নামক এক ধরনের গন্ধ অনুসন্ধানী অঙ্গ থাকে। এর মাধ্যমে সাপ বাতাস থেকে গন্ধ নিয়ে থাকে। কার্বলিক এসিড মিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সাপের দেহ অভ্যন্তরে প্রবেশ করে তখন সে বুঝতে পারে আশেপাশের পরিবেশ তার অনুকূলে নেই। তাই যেই স্থানে এই এসিড থাকে সেখানে সাপ থাকে না। সার বা কীটনাশক পাওয়া যায় দোকানেই কার্বলিক এসিড পাবেন। দাম পড়বে ৬০–৭০ টাকা।
🔴৩.লাইফবয় সাবান:
হাতের কাছে কার্বলিক এসিড না পেলে লাল রঙা লাইফবয় সাবানও কাজে লাগাতে পারেন। এই সাবানে কার্বলিক এসিড বিদ্যমান। সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন। সাপ আর আসবে না।
🔴৪.ন্যাপথলিন:
সাপ তাড়াতে বহুল ব্যবহৃত একটি উপাদান হলো ন্যাপথলিন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের উঁচু স্থানে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন।
🔴৫.সালফার বা গন্ধক:
সাপ তাড়ানোর আরেকটি কার্যকরী উপাদান হল সালফার বা গন্ধক। সালফারের গুঁড়া সাপের ত্বকে জ্বালার সৃষ্টি করে। অল্প পরিমাণ সালফারের গুঁড়া ঘরে ছিটিয়ে রাখুন। সাপ আর আসবে না।
🔴৬.রসুন:
রান্নাঘরের এই মসলাটির গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যেকোনো তেল যোগ করুন এবং ছেঁকে নিন। এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করুন।