Kaysar Chowdhury

Kaysar Chowdhury Believe that Allah has a better plan for you.

25/07/2025

আমরা কতশত প্ল্যান করে রাখি অথচ জীবন কত অনিশ্চিত!🤍

উত্তরায় প্রশিক্ষন বিমান বি ধ্ব স্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভ য়া বহ এই দু র্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়...
21/07/2025

উত্তরায় প্রশিক্ষন বিমান বি ধ্ব স্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভ য়া বহ এই দু র্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই।
আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দু র্ঘ টনা থেকে আমাদের রক্ষা করুন।
আমিন।

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান- ১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হাস...
21/07/2025

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

16/07/2025

ভুলের ক্ষমা আছে, কিন্তু
বিশ্বাসঘা’তকের ক্ষমা নাই।

এদেশের অবস্থা হলো, চাঁ/দা না দিলে জীবন দে...!
11/07/2025

এদেশের অবস্থা হলো, চাঁ/দা না দিলে জীবন দে...!

📌এই বর্ষাতে খুব সাবধান!! কিভাবে রক্ষা পাবেন:বিছানা থেকে নেমেছেন,  হটাৎ একটা কুন্ডলীর ওপর পা পড়ল; ব্যস ছোবল!! আর এতেই আপন...
07/07/2025

📌এই বর্ষাতে খুব সাবধান!! কিভাবে রক্ষা পাবেন:

বিছানা থেকে নেমেছেন, হটাৎ একটা কুন্ডলীর ওপর পা পড়ল; ব্যস ছোবল!! আর এতেই আপনার জীবন শেষ হতে পারে 😰।

তাই সাবধান। কারণ সাপ কিন্তু পানিতে বসবাস করতে পারেনা। বর্ষার পানিতে, সাপের গর্তগুলো ভরে গেলে, সে আশ্রয় নেয় উঁচু ভিটাতে, এমনকি আপনার বাড়িতেও।

বাংলাদেশে প্রায় ১০৩ প্রজাতির সাপের দেখা মেলে, তার মধ্যে ২৮ প্রজাতি বিষধর। বিষধর ২৮ প্রজাতির সাপের মধ্যে ১৩ প্রজাতি সামুদ্রিক, বাকি ১৫ প্রজাতির সবগুলর দেখা মেলে না। তবে ঘরের আশেপাশেও অল্প বিষধর কিছু সাপ থাকে। যেমন ঘরগিন্নী যা গ্রাম অঞ্চলে নাগিনী নামে পরিচিত ।

আবার বাড়ির আশেপাশে ঢুকে পড়তে পারে, কালাচ বা কাল কেউটে। কেউটে যথেষ্ট বিষাক্ত। মানুষ এর বিষে মরতেও পারে। একই সাথে মানুষের গোয়াল ঘরের গর্তে, কিংবা ধানের গোলার নিচে, ডিম পাড়তে ঢুকে পড়ে মৃত্যুর দূত গোখরা।
বাড়ির আশেপাশে কিছু বিষহীন সাপ থাকে, যেমন বোড়া, ভেমটে, দাঁড়াশ প্রভৃতি। এগুলো তেমন ক্ষতিকর নয়। কিছু সাপ নির্বিষ হলেও আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট।

তাহলে আসুন জেনে নিই, কিভাবে নিজেকে সাপের হাত থেকে রক্ষা করবে:

🔴১.সর্পগন্ধা (Sarpagandha): সাপ তাড়াতে প্রকৃতির আশীর্বাদ এটি এক আশ্চর্য ওষুধি গাছ। এর তীব্র গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না। তাই আপনার বাড়ি, ছাদ, উঠোন, বা প্রবেশদ্বারে সর্পগন্ধা গাছ লাগালে তা সাপকে দূরে রাখবে।৷৷

🔴২.কার্বলিক এসিড বা ফেনল:
ঘরবাড়ি থেকে সাপ দূরে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো কার্বলিক এসিড বা ফেনল ব্যবহার করা। এই রাসায়নিকটি গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের কোণায় উঁচু স্থানে কার্বলিক এসিডের বোতল মুখ খুলে রাখুন। এটি বাতাসের সঙ্গে মিশে যাবে। ফলে সাপ আর আসবে না।

তবে খেয়াল রাখবেন কার্বলিক এসিড যেন প্লাস্টিকের বোতলে না রাখা হয়। তাহলে বোতল গলে যাবে। এই এসিড অবশ্যই কাঁচের বোতলে সংরক্ষণ করতে হয়। বাড়িতে ছোট শিশু থাকলে অবশ্যই তাদের নাগালের বাইরে এটি রাখুন।

কেন কার্বলিক এসিড ব্যবহার করবেন?
সাপের দেহে জ্যাকবস অর্গান (Jacobs organ) নামক এক ধরনের গন্ধ অনুসন্ধানী অঙ্গ থাকে। এর মাধ্যমে সাপ বাতাস থেকে গন্ধ নিয়ে থাকে। কার্বলিক এসিড মিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সাপের দেহ অভ্যন্তরে প্রবেশ করে তখন সে বুঝতে পারে আশেপাশের পরিবেশ তার অনুকূলে নেই। তাই যেই স্থানে এই এসিড থাকে সেখানে সাপ থাকে না। সার বা কীটনাশক পাওয়া যায় দোকানেই কার্বলিক এসিড পাবেন। দাম পড়বে ৬০–৭০ টাকা।

🔴৩.লাইফবয় সাবান:
হাতের কাছে কার্বলিক এসিড না পেলে লাল রঙা লাইফবয় সাবানও কাজে লাগাতে পারেন। এই সাবানে কার্বলিক এসিড বিদ্যমান। সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন। সাপ আর আসবে না।

🔴৪.ন্যাপথলিন:
সাপ তাড়াতে বহুল ব্যবহৃত একটি উপাদান হলো ন্যাপথলিন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের উঁচু স্থানে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন।

🔴৫.সালফার বা গন্ধক:
সাপ তাড়ানোর আরেকটি কার্যকরী উপাদান হল সালফার বা গন্ধক। সালফারের গুঁড়া সাপের ত্বকে জ্বালার সৃষ্টি করে। অল্প পরিমাণ সালফারের গুঁড়া ঘরে ছিটিয়ে রাখুন। সাপ আর আসবে না।

🔴৬.রসুন:
রান্নাঘরের এই মসলাটির গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যেকোনো তেল যোগ করুন এবং ছেঁকে নিন। এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করুন।

03/07/2025

শ'ত্রুর সাথে আপস চলে, কিন্তু বেই'মানদের সাথে আপস চলে না।

30/06/2025

বিশ্বাসঘা'তকদের
থেকে শ'ত্রু ভালো...

18/06/2025

আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিতেন।

09/06/2025

"খারাপ সময়ে কাঁধের
উপরে রাখা হাত, সুসময়ে হাততালি দেওয়ার চেয়েও ভালো।

ঈদ মোবারক 🖤
07/06/2025

ঈদ মোবারক 🖤

28/05/2025

আসমান জমিন সৃষ্টির ৫০ হাজার বছর আগে তাকদীর লেখা হয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kaysar Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaysar Chowdhury:

Share

Category