08/10/2024
❤️শুভ দুপুর
নবীজির সংক্ষিপ্ত জীবনী...........
হযরত মুহাম্মদ (সা.)
হযরত মুহাম্মদ (সা.) ইসলামের শেষ নবী ও সর্বশেষ রাসুল। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল্লাহ তাঁর জন্মের আগেই মারা যান এবং মা আমিনা তাঁর শৈশবেই মারা যান। ফলে তিনি দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন।
জীবনের প্রথম দিকেই তিনি সততা ও ন্যায়ের জন্য পরিচিতি লাভ করেন এবং "আল-আমিন" বা "বিশ্বাসী" উপাধি অর্জন করেন। ২৫ বছর বয়সে তিনি ধনবান ব্যবসায়ী খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি লাভ করেন। এরপর তিনি তাওহিদের (এক আল্লাহর উপাসনা) প্রচার শুরু করেন।
শুরুতে মক্কার কুরাইশরা তাঁর বিরোধিতা করে, কিন্তু তিনি অবিচল থেকে ইসলাম প্রচার করতে থাকেন। ৬২২ খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন, যা ইসলামী বর্ষপঞ্জির সূচনা হিসেবে গণ্য করা হয়। মদিনায় তিনি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং ইসলাম দ্রুত প্রসার লাভ করে। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি শেষ ও বিদায় হজ পালন করেন এবং একই বছর ইহকাল ত্যাগ করেন।