26/10/2025
কে দেখবে এই বাচ্চার কান্না🥲🥲? বয়স কতই বা হবে! আশায় ছিল হয়তো তার বাবা অফিস শেষ করে তার জন্য মজার খাবার নিয়ে আসবে কিন্তু এই দেশই যে তারা বাবাকে খেয়ে ফেলবে এটা হয়তো কখনো ভাবেনি🥲🥲 মুছবে কে তার চোখের পানি?? গড়বে কে তার ভবিষ্যৎ? কেউ কি পারবে তার বাবার শূন্যতা পূরণ করতে? না এই রাষ্ট্রের সেই ক্ষমতা নেই😡😡
এই দায় রাষ্ট্রের, এই দায় কর্তৃপক্ষের এই দায় হাটু ভাঙ্গা দেশের 😡😡