Dou Lot Ali

Dou Lot Ali I am an online marketer and developer who loves using platforms to the fullest potential.

18/03/2024

"লিড জেনারেশন" একটি ব্যবসায়িক প্রক্রিয়া যা ব্যবসায়িক সংস্থা বা কোম্পানির মাধ্যমে সংগ্রহকৃত তথ্যের মাধ্যমে সঠিক নিশ্চিত নিয়মে নির্দিষ্ট লক্ষ্যসাধন করে নতুন গ্রাহকদের অনুপ্রেরণা দেয়। এই প্রক্রিয়াতে, লিড জেনারেশন প্রক্রিয়াগুলি মৌলিকভাবে গ্রাহকদের সাথে যোগাযোগ করে তাদের আদর্শ গ্রাহক হিসেবে প্রকাশ করে এবং তাদের কাছে প্রোডাক্ট বা পরিষেবা প্রদানের জন্য আগ্রহ সৃষ্টি করে।

এই প্রক্রিয়াতে, বিভিন্ন উপায়ে লিড জেনারেশন করা হতে পারে, যেমন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ট্র্যাফিক বৃদ্ধি, ওয়েবসাইটে সাইন-আপ ফর্ম, ল্যান্ডিং পেজ, কনটেন্ট মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO), ইভেন্ট মার্কেটিং, ইত্যাদি।

আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে।
17/03/2024

আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে।

এটা আমার Portfolio website অবশ্যই সকলেই Visit করে মন্তব্য পোষণ করবেন
17/03/2024

এটা আমার Portfolio website অবশ্যই সকলেই
Visit করে মন্তব্য পোষণ করবেন



YOUR DESCRIPTION HERE

“ভাগ্নিরা বৃষ্টির দিনে রোদের মতো।”
22/12/2023

“ভাগ্নিরা বৃষ্টির দিনে রোদের মতো।”

‘বিশ্বের টপ রেটেড ফ্রিল্যান্সারের ৬৪ শতাংশই বাংলাদেশি’ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে এক বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশ। ২০২৫ ...
12/12/2023

‘বিশ্বের টপ রেটেড ফ্রিল্যান্সারের ৬৪ শতাংশই বাংলাদেশি’

ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে এক বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশ। ২০২৫ সালের মধ্যে এ খাতের আয় ২ থেকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

ফ্রিল্যান্সিং কি সবাই করতে পারবে? কাদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার:★ যাদের অতিরিক্ত লোভ নেই।★ যারা কাজ শেখার ধৈর্য রা...
05/12/2023

ফ্রিল্যান্সিং কি সবাই করতে পারবে? কাদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার:

★ যাদের অতিরিক্ত লোভ নেই।
★ যারা কাজ শেখার ধৈর্য রাখে।
★ যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মত কমিউনিকেশন জানে।
★ যারা শর্টকাটে টাকা আয় করতে চায় না।
★ যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছে আছে।
★ যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়।
★ যাদের শেখার প্রবণতা আছে।

দিনশেষে যাদের Skill আছে বা যারা কাজ পারে তারা কখনই ভাতে মরেনা, সুতরাং স্কিল বাড়ান,
01/12/2023

দিনশেষে যাদের Skill আছে বা যারা কাজ পারে তারা কখনই ভাতে মরেনা, সুতরাং স্কিল বাড়ান,

“তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব।”
01/12/2023

“তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব।”

29/11/2023

“শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো।”

পড়াশোনার পাশাপাশি আমি আর কী শিখতে পারি, যেইগুলি খুব অল্প সময়ে ঘরে বসে শেখা যাবে এবং ভবিষ্যতে কাজে লাগবে?শেখার মত তো অনেক...
21/11/2023

পড়াশোনার পাশাপাশি আমি আর কী শিখতে পারি, যেইগুলি খুব অল্প সময়ে ঘরে বসে শেখা যাবে এবং ভবিষ্যতে কাজে লাগবে?
শেখার মত তো অনেক কিছুই আছে। কিন্তু তা দিয়ে যেন ভবিষ্যতে রুটি রুজিও চালানো যায় এমন কিছু বলছি। কারন আপনার কোন বিষয় এর প্রতি যতই ভাললাগা থাক, প্যাশন থাক তা দিয়ে যদি আপনার পেট না চলে তা হারিয়ে যেতে বাধ্য, আবার প্রয়োজনের তাগিদে মানুষের ভাল লাগেনা এমন অনেক কিছু ও করে।

যা হোক আপনি করতে পারেন -

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাকসেসফুল হওয়ার পথটা বেশ কঠিন ও লম্বা। এই কঠিন জার্নিটা বিভিন্নভাবে সহজ করে তুলতে কে হেল্প ক...
12/11/2023

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাকসেসফুল হওয়ার পথটা বেশ কঠিন ও লম্বা। এই কঠিন জার্নিটা বিভিন্নভাবে সহজ করে তুলতে কে হেল্প করে জানেন? একজন এক্সপার্ট মেন্টর। একজন এক্সপার্ট মেন্টরের গাইডলাইনে থেকে কাজ করলে একজন ফ্রিল্যান্সার তার ক্যারিয়ার গড়ার পথের বিভিন্ন বাধা সহজেই অতিক্রম করতে পারেন এবং নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

Address

Dhaka
2262

Alerts

Be the first to know and let us send you an email when Dou Lot Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share