Islamic Bichitra

Islamic Bichitra ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি,যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়।’ -বুখারি শরীফ ২/৭৫২
(1)

25/09/2025

আল-কুরআনের উপদেশ :
ইরশাদ করা হয়েছে যে, তোমরা কারো অন্ধভাবে অনুসরন করো না। (সুরাঃবাকারা, আয়াতঃ১৭০)

25/09/2025
25/09/2025

আমি বললাম, আমি ব্যর্থ
আল্লাহ বলেন; বিশ্বাসীরা সফল হয়।
-(সুরা মু'মিনুন ২৩ঃ১)

আমি বললাম, আমার জীবনে অনেক কষ্ট।
আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি।
-(সুরা আলাম নাশরাহ ৯৪ঃ৬)

আমি বললাম, আমার কেউ নেই।
আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।
-(সুরা তালাক ৬৫ঃ৩) - আল কুরআন

24/09/2025

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :
(১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে :
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা,
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় :
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা,
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে :
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা,
(৪) আত্মসম্মান রক্ষা।

চারটা জিনিস রিযিক বৃদ্ধি করে :
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকির করা,
(৩) নিয়মিত দান করা,
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযিক কমিয়ে দেয় :
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা,
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

— ইমাম হাফিজ ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ)
[সূত্র : যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায় : ৪/৩৭৮]

23/09/2025

মহানবী (সাঃ) বলেন,ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুদার্তকে খাবার খাওয়ানো।
[বুখারী : ১২]

23/09/2025

সাপ্তাহিক ইসলামিক আয়োজন | সত্যের কথা বলিএস এম মোরশেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।যোগাযোগঃ মডার্ন ম্যানশন (১৫ তলা...

23/09/2025

বিছানায় যাওয়ার আগে এই দোয়া পাঠ করুন,
দোয়া: بِسْمِكَ رَبِّ أَمُوتُ وَأَحْيَا (বিস্মিকাল্লাহি রাব্বি আমুতু ওয়া আহইয়া)
অর্থ: “হে আমার রব! তোমার নামে মৃত্যু ও জীবন।”
ফজিলত: রাতের নিরাপত্তা। (সহিহ বুখারি)

Address

78 Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Bichitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share