Islamic Bichitra

Islamic Bichitra ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি,যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়।’ -বুখারি শরীফ ২/৭৫২
(1)

01/08/2025
01/08/2025

১️ বাসায় প্রবেশের সময় সালাম দিন — জান্নাত আল্লাহর ওয়াদা।
হাদীস:
রাসূল ﷺ বলেছেন,
"তোমরা তোমাদের ঘরে প্রবেশ করলে সালাম করো। এটা তোমাদের জন্য কল্যাণ ও বরকতের কারণ হবে।"
— (সূরা আন-নূর: ৬১, তাফসির ইবনে কাসীর ব্যাখ্যা অনুযায়ী)

২️ মনোযোগ দিয়ে আযানের উত্তর দিন — জান্নাত ওয়াজিব।
হাদীস:
"যে ব্যক্তি আযানের উত্তর দেয়, আমার উপর দরুদ পাঠ করে এবং আমার জন্য আল্লাহর কাছে ওসীলা চায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"
— (সহীহ মুসলিম: ৩৮৪)

৩️ সঠিক হয়েও ঝগড়া পরিহার করুন — জান্নাতে ঘরের জিম্মাদার হবেন রাসূল ﷺ।
হাদীস:
"আমি জান্নাতের মধ্যখানে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি তার জন্য, যে ব্যক্তি সঠিক থাকলেও তর্ক করা ছেড়ে দেয়।"
— (আবু দাউদ: ৪৮০০, হাসান হাদীস)

৪️ 'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়ুন — জাহান্নাম হারাম।
হাদীস:
"যে ব্যক্তি অন্তর থেকে 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলবে, আল্লাহ তাকে জাহান্নামে হারাম করে দিবেন।"
— (সহীহ বুখারী: ৬৪২৩, সহীহ মুসলিম: ২৬)

৫️অযুর পর কালিমা শাহাদাত বলুন — জান্নাতে প্রবেশের সব দরজা খুলে যাবে।
হাদীস:
"যে ব্যক্তি ওযু করে এবং ওযু শেষে বলে:
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়।"
— (সহীহ মুসলিম: ২৩৪)

৬️ সূরা ইখলাস পাঠ করুন — জান্নাত সুনিশ্চিত।
হাদীস:
"যে ব্যক্তি দিনে ১০ বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেন।"
— (মুসনাদ আহমদ: ১৫৫৮৪, হাসান হাদীস)

আল্লাহ আমাদেরকে এই আমলগুলো নিয়মিত করার তাওফিক দিন।
আমিন।
— Shahnaz Begum

01/08/2025

তুমি কি নবীজি (ﷺ)-কে স্বপ্নে দেখতে চাও?
তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে...

একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।

আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।

আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন:
"তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।"
আমি বললাম, "বলুন।"
তিনি বললেন:
"তুমি প্রতিদিন ১ হাজারবার নবীজি (ﷺ)-র প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।"

তিনি আরও বললেন: "দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে।
নবীজি (ﷺ)-তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে।"

চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন:
"তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে'।"

আর সবচেয়ে সুন্দর কথা হলো, আল্লাহ তাআলা যখন মু'মিনদেরকে নাবীর প্রতি দুরূদ পাঠানোর নির্দেশ দিয়েছেন, তার আগেই তিনি নিজে দুরূদ পাঠিয়েছেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবী (ﷺ)-
এর প্রতি দুরূদ পাঠান। হে মুমিনগণ! তোমরাও প্রতি দুরূদ ও সালাম পাঠাও।" [সূরা আল-আহযাব, আয়াত-৫৬]

আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।

এরপর ধীরে ধীরে নবীজি (ﷺ)-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'।

আল্লাহর কসম:
আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি(ﷺ)-কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি:
যেকেউ প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি (ﷺ)-কে স্বপ্নে দেখবে।

—শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ),মিশর।
—ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد©

31/07/2025

রাসূল সাঃ বলেছেনঃ
তুমি মানুষের ক্ষ'তি করা থেকে বিরত থাকবে..! সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের ছাদকাহ..!
বুখারীঃ ২৫১৮

31/07/2025

❝ কবরই আখিরাতের প্রথম স্তর। যদি এটি উত্তম হয়, পরবর্তী সব সহজ হবে। ❞— (তিরমিযি)

29/07/2025
29/07/2025
29/07/2025
29/07/2025
29/07/2025

Address

78 Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Bichitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share