bithi

bithi welcome to my page

23/05/2025

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা।
পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়।

মানুষের লাইফ স্টাইল কেমন হবে, সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয়, সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়।

আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি, যাদের উপার্জন মাসে ২/৩ লক্ষ টাকা, কিন্ত থাকেন একেবারে ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা উনাদের কাছে অপচয়, ভালো একটা বাসায় থাকলে যে মন-মানসিকতা ভালো থাকে- এইটা উনারা মানবেন না।
(আবার ঋণের টাকায় ইন্ডিয়া-নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কত জনকেও দেখেছি)

আবার এমন অনেক ফ্যামিলি আছে, যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন। তাদের ঘরদোর বলেন আর লাইফস্টাইল, সবকিছুই খুব টিপটপ। (উনাদের আমার খুব ভালো লাগে)

এক বিশাল বড় সরকারি চাকুরের স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায়! জীবনে কোনদিন যাকাত- ফিতরা পর্যন্ত দেন না। কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে ইউজ করেন, বুয়ারা নাকি বেশি ডলে ফেলে!

আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জ্বাল করে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর দুই মেয়ে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনদিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইস্ক্রিম বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা-গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয়...

স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা, সেইটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোন বস্তিতেও থাকে না। আরো দুইটা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে ৩০ হাজার টাকা দিয়ে। ৩ ফ্যামিলির ৩ রুম! জিজ্ঞেস করলে হেসে বলে- "মেয়েটেয়ে মানুষ করতে গেলে ভালো জাইগায় থাকা লাগে আপা!"

লোকে ঠিকই বলে-
টাকা থাকলেই রুচি থাকে না।
টাকা থাকলেই সুখ থাকে না।
এবং, ব্যবহারে বংশের পরিচয়।

আমার নানী বলতেন- "ভালোমন্দ খাইতে আত্মা লাগে। অন্যের পাতে ভাত বাড়তে গুর্দা লাগে!"

ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন!

✍️Rumana Boisak
Copied

21/05/2025

Paragraph | CV | Letter | Application | Graph & Chart and so on

21/05/2025

AI দিয়ে ইন-কা-ম!
২০২৫ সালের সেরা ১২টি ইন-কা-ম আইডিয়া – এখনই শুরু করলে আগেই থাকবেন!

এখন AI জানলে, আপনিও আয় করতে পারবেন ডেভেলপার না হয়েও। মোবাইল দিয়েও অনেক কিছু সম্ভব!

১. AI Content Writing (ChatGPT, Writesonic) – Fiverr/Upwork-এ কনটেন্ট রাইটিং সার্ভিস দিন।
২. AI Video Creation (Pictory, InVideo) – ইউটিউব অটো চ্যানেল বানিয়ে ইন-কা-ম করুন।
৩. AI Voiceover (Murf, ElevenLabs) – ভয়েসওভার সার্ভিস দিন, ভিডিও মেকারদের জন্য চাহিদা বিশাল।
৪. AI Logo & Brand Design (Looka, Designs.ai) – গ্রাফিক ডিজাইন ছাড়াও ব্র্যান্ড তৈরি করে দিন।
৫. AI SEO Blogging (Scalenut, SurferSEO) – ব্লগ লিখে এফিলিয়েট ও গুগল অ্যাডসেন্সে ইন-কা-ম।
৬. AI Social Media Manager (Ocoya, Predis.ai) – কনটেন্ট প্ল্যান+পোস্ট+ডিজাইন সব করে দিন।
৭. AI Presentation Making (Tome, SlidesAI) – শিক্ষার্থী ও প্রফেশনালদের জন্য AI দিয়ে প্রেজেন্টেশন তৈরি করুন।
৮. AI Illustration & T-shirt Design (Midjourney, Leonardo) – ডিজাইন করে T-shirt বা Print-on-Demand এ বিক্রি করুন।
৯. AI Voice Cloning & Dubbing (Voicemaker, Papercup) – অন্য ভাষায় ভয়েস ডাবিং করে ইউটিউব কন্টেন্ট তৈরি করুন।
১০. AI Chatbot Building (Tidio, Chatbase) – ওয়েবসাইট বা বিজনেসের জন্য AI চ্যাটবট বানিয়ে দিন।
১১. AI Resume & Cover Letter Writing (Kickresume, Rezi) – চাকরিপ্রার্থীদের জন্য সার্ভিস দিন।
১২. AI Course Creation – ChatGPT দিয়ে কোর্স বানিয়ে Udemy বা নিজের প্ল্যাটফর্মে বিক্রি করুন।

বিশ্বাস করুন বা না করুন, AI জানলেই আপনি ৫-১০ গুণ ফাস্ট এবং সস্তায় কাজ করতে পারবেন।

©️

20/05/2025
20/05/2025

মূষলধারে বৃষ্টি,,,,,,

19/05/2025

সুখটা ভাগ্যেও থাকতে হয়, তবেই উপভোগ করা যায়

Jan pakhi♥️♥️♥️
14/05/2025

Jan pakhi♥️♥️♥️

10/09/2024

স্পষ্ট কথা বলাটা যদি বেয়াদবি হয়, তাহলে আমার কাছে বেয়াদবি ই ভালো 🙂

Finally amr ISSA puron hoilo🫣🫣🫣
01/05/2024

Finally amr ISSA puron hoilo🫣🫣🫣

প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-04-30/WBVX9GCt

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when bithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share