Payel food blogger & travelling

Payel food blogger & travelling ফ্রি যে কোনো প্রমোশন এর জন্য ইনবক্স করুন
(11)

শুভ সকাল বন্ধুরা
28/09/2025

শুভ সকাল বন্ধুরা

মজার বিরিয়ানি 😋
24/09/2025

মজার বিরিয়ানি 😋

23/09/2025

বসুন্ধরা শপিংমলে বান্ধবিকে নিয়ে কি কি করলাম ゚viralシ

19/09/2025

কাউকে বিচার করবেন না কারোর জীবনই সহজ নয়, প্রত্যেকের জীবনেই সমস্যা আছে। আপনি জানেন না কে কিসের মধ্য দিয়ে যাচ্ছে তাই কাউকে বিচার করা সমালোচনা করা বা উপহাস করার আগে মনে রাখবেন -প্রত্যেকেই নিজের যুদ্ধটা লড়ছে।

19/09/2025

ক*র*নার সময় এই দিনে এক সাথে ১২ জনের লা*শ গোসল করানোর পর কেমন একটা ঘুরাচ্ছিলো। তার মধ্যে একজনের লা*শ ছিলো তার সন্তান স্বামী কেউ তাকে দেখতে ও আসে নি। শুধু কল দিয়ে বলে দিয়েছিলো আপনারা গোসল করিয়ে দা*ফন করে দিন🥲 আহা জীবন!

আর একজন ছিলো স্বামী স্ত্রী দুইজনই ম্যাজিস্ট্রেট স্ত্রী হসপিটালে মৃ*ত্যু স্বামীর কল আসলো , বাসা থেকে এখন বের হওয়া সম্ভব নয় আপনারা যা করার করুন🥲

পুরান ঢাকায় মায়ের লা*শ ফেলে সন্তান কই চলে গেসিলো জানা নেই। মরে ১২ দিন পর পঁ*চা গ*ন্ধ বের হয়েছিলো। যা কো*য়ান্টাম এর স্বেচ্ছাসেবক দল উদ্ধার করেছিলো।

কুয়েত মত্রীতে গেলাম ছেলে মায়ের লা*শের কাছে যাচ্ছে না বিশাল দূরত্ব দাড়িয়ে আলাদা গাড়ি করে কুমিল্লায় গেলো। মায়ের লা*শ আমাদের কাছে ,আহা জীবন!

আরো কত ঘট*না আছে এমন, রাত তিনটায় কল আসলো আপা লা*শ আসছে আসতে পারবেন। বাইক নিয়ে চলে গেলাম।পুলিশ কখনো আটকাতো না। দা*ফন সেবার কার্ড গ*লায় ঝুলতো তারা ও চিনে ফেলছিলো।

এত ভ*য় আমাদের মৃ*ত্যুর অথচ মৃ*ত্যুই সত্যি।

আর আমরা যারা এই সময় ক*র*নায় আক্রান্ত মানুষের লা*শ গোসল করাতাম ,আমার বা আমাদের আপনারা কেউ আপন ছিলেন না তাও সব কিছুর উর্ধ্বে মানব সেবা🙏

আমি ক*রনার শুরু থেকে লা*শ গোসল করিয়ে ছি, শুরুতে স্প্রে দিয়ে, পরে নিজ হাতে। কই আমার তো হয় নি ক*র*না।
আমার বাচ্চার বয়স তখন আট মাস ও না। কই আমার বেবিদের ও তো হয় নি।
আসলে সৃষ্টি কর্তা এই ক*রনায় মানুষের সম্পর্ক পার্থক্য ঠিক বুঝিয়েছেন।

লা*শ গোসল করানোর পর একা বসে থেকে ভাবতাম কেউ কারো না। নিজের জন্য শুধু নিজেই। মানুষ কত স্বার্থপর বাবা, মা সন্তান তাই কত দূরত্ব। অথচ আমি তখন ও পারলাম না মানুষ গুলোকে আলাদা চোখে দেখতে🥲🙏

আসলেই ক*র*না শিখিয়ে গেলো কেউ কারো না, সব শুধু নাম মাত্র সম্পর্ক 🥲

আমি পরীক্ষীত আমি জীবন থেকে শিক্ষা নিয়ে বলি। কেউ কারো না। আমরা যারা ছিলাম শুধু তারাই আছি।
আমরা মানুষ 🙂🙏

কিন্তু যারা সম্পর্ক গুলোকে এভাবে সামান্য একটা রো*গের কাছে বিলীন করে দিলো তারা কি সত্যি ই মানুষ 🥲

আমি আমার নিজের জন্য গর্বিত 🙂🙏

বেনজির মুন্নি!
( সংগৃহীত গল্প ) পোস্টটা খুব ভালো লাগলো তাই কপি করা Payel food blogger & travelling

ইয়া রব 🖤আমি তো অপেক্ষা করছি সেই দিনের যেদিন আপনি আমার সকল নেক ইচ্ছার উপর "কুন" বলে দিবেন আর তা ফায়াকুন হয়ে যাবে.... 💝...
14/09/2025

ইয়া রব 🖤
আমি তো অপেক্ষা করছি সেই দিনের যেদিন আপনি আমার সকল নেক ইচ্ছার উপর "কুন" বলে দিবেন আর তা ফায়াকুন হয়ে যাবে.... 💝🥀

11/09/2025

আমার শরীলটা ইদানিং ভালো থাকে না খুব অসুস্থ হয়ে পরি সবাই দোয়া করবেন আল্লাহ ছাড়া আপন বলতে আর কেওউ নাই পাশে কাকে কি বলবো নিজের সমস্যার কথা😔😔

09/09/2025

পুরান ঢাকার হাজীর বিরিয়ানী আর হানিফ বিরিয়ানী

শুভ সকাল
09/09/2025

শুভ সকাল

হাজীর বিরিয়ানী V/S হানিফ বিরিয়ানী 😋
08/09/2025

হাজীর বিরিয়ানী V/S হানিফ বিরিয়ানী 😋

খেয়ে ফেলার পরে কেন মনে পড়ে😫😫
06/09/2025

খেয়ে ফেলার পরে কেন মনে পড়ে😫😫

05/09/2025

ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। কথা সত্য। পাশাপাশি, ভাত ছিটাইলে পিঁপড়া আসে, পিঁপড়া খাইতে ব্যাঙ আসে, ব্যাঙ খাইতে সাপ আসে, এই কথাও মিথ্যা না।

অতএব যে আপনারে কাক মনে করে ভাতের খোটা দিবে, চলে আসুন। অন্য জায়গায় বিনিয়ানী হয়ত ছিটায়ে আপনার অপেক্ষায় কেউ না কেউ বসে আছে। তারে বরং কাকের অপেক্ষায় সাপ, ব্যাঙ নিয়া থাকতে দেন।

Address

Manda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Payel food blogger & travelling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share