19/09/2025
ক*র*নার সময় এই দিনে এক সাথে ১২ জনের লা*শ গোসল করানোর পর কেমন একটা ঘুরাচ্ছিলো। তার মধ্যে একজনের লা*শ ছিলো তার সন্তান স্বামী কেউ তাকে দেখতে ও আসে নি। শুধু কল দিয়ে বলে দিয়েছিলো আপনারা গোসল করিয়ে দা*ফন করে দিন🥲 আহা জীবন!
আর একজন ছিলো স্বামী স্ত্রী দুইজনই ম্যাজিস্ট্রেট স্ত্রী হসপিটালে মৃ*ত্যু স্বামীর কল আসলো , বাসা থেকে এখন বের হওয়া সম্ভব নয় আপনারা যা করার করুন🥲
পুরান ঢাকায় মায়ের লা*শ ফেলে সন্তান কই চলে গেসিলো জানা নেই। মরে ১২ দিন পর পঁ*চা গ*ন্ধ বের হয়েছিলো। যা কো*য়ান্টাম এর স্বেচ্ছাসেবক দল উদ্ধার করেছিলো।
কুয়েত মত্রীতে গেলাম ছেলে মায়ের লা*শের কাছে যাচ্ছে না বিশাল দূরত্ব দাড়িয়ে আলাদা গাড়ি করে কুমিল্লায় গেলো। মায়ের লা*শ আমাদের কাছে ,আহা জীবন!
আরো কত ঘট*না আছে এমন, রাত তিনটায় কল আসলো আপা লা*শ আসছে আসতে পারবেন। বাইক নিয়ে চলে গেলাম।পুলিশ কখনো আটকাতো না। দা*ফন সেবার কার্ড গ*লায় ঝুলতো তারা ও চিনে ফেলছিলো।
এত ভ*য় আমাদের মৃ*ত্যুর অথচ মৃ*ত্যুই সত্যি।
আর আমরা যারা এই সময় ক*র*নায় আক্রান্ত মানুষের লা*শ গোসল করাতাম ,আমার বা আমাদের আপনারা কেউ আপন ছিলেন না তাও সব কিছুর উর্ধ্বে মানব সেবা🙏
আমি ক*রনার শুরু থেকে লা*শ গোসল করিয়ে ছি, শুরুতে স্প্রে দিয়ে, পরে নিজ হাতে। কই আমার তো হয় নি ক*র*না।
আমার বাচ্চার বয়স তখন আট মাস ও না। কই আমার বেবিদের ও তো হয় নি।
আসলে সৃষ্টি কর্তা এই ক*রনায় মানুষের সম্পর্ক পার্থক্য ঠিক বুঝিয়েছেন।
লা*শ গোসল করানোর পর একা বসে থেকে ভাবতাম কেউ কারো না। নিজের জন্য শুধু নিজেই। মানুষ কত স্বার্থপর বাবা, মা সন্তান তাই কত দূরত্ব। অথচ আমি তখন ও পারলাম না মানুষ গুলোকে আলাদা চোখে দেখতে🥲🙏
আসলেই ক*র*না শিখিয়ে গেলো কেউ কারো না, সব শুধু নাম মাত্র সম্পর্ক 🥲
আমি পরীক্ষীত আমি জীবন থেকে শিক্ষা নিয়ে বলি। কেউ কারো না। আমরা যারা ছিলাম শুধু তারাই আছি।
আমরা মানুষ 🙂🙏
কিন্তু যারা সম্পর্ক গুলোকে এভাবে সামান্য একটা রো*গের কাছে বিলীন করে দিলো তারা কি সত্যি ই মানুষ 🥲
আমি আমার নিজের জন্য গর্বিত 🙂🙏
বেনজির মুন্নি!
( সংগৃহীত গল্প ) পোস্টটা খুব ভালো লাগলো তাই কপি করা Payel food blogger & travelling